Advertisment

Team India: বিশ্বকাপ জিতিয়েও সঙ্গী হয়েছিল দুর্ভাগ্য, ভারতের হয়ে আর খেলার সুযোগই জোটেনি এই দুই তারকার

Team India in t20 World Cup 2007: মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত টি২০ বিশ্বকাপের প্রথম সংস্করণই জিতে নিয়েছিল। সেই বিশ্বকাপে ভূমিকা ছিল আগারকার, যোগিন্দর শর্মার।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Team India, t20 World Cup 2007, টিম ইন্ডিয়া, টি২০ বিশ্বকাপ ২০০৭

Team India-t20 World Cup 2007: মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত টি২০ বিশ্বকাপের প্রথম সংস্করণ জিতেছিল। (ছবি- টুইটার)

Team India in t20 World Cup 2007: প্রথম টি২০ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য। কিন্তু, ২০০৭-এর টি২০ বিশ্বকাপ জেতার পর আর ভারতীয় দলে ডাকই পাননি। এমন দুই হতভাগ্য ক্রিকেটার হলেন অজিত আগরকার ও যোগীন্দর শর্মা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভারতের ২০০৭ টি-২০ বিশ্বকাপ জয়ের ১৭তম বার্ষিকী। ১৭ বছর আগে এই দিনেই, জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের উদ্বোধনী সংস্করণের ফাইনালে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পাঁচ রানে হারিয়েছিল। ভারতীয় অধিনায়ক এমএস ধোনি টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। গৌতম গম্ভীরের ৭৫ রানের দৌলতে ভারত ২০ ওভারে ৫ উইকেট ১৫৭ রান করেছিল। ওই ম্যাচে রোহিত শর্মা ১৬ বলে ৩০ রান করেছিলেন।

Advertisment

জয়ের জন্য ১৫৮ রান তুলতে গিয়ে পাকিস্তান ১৯.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৫২ রানেই থেমে গিয়েছিল। প্লেয়ার অফ দ্য ম্যাচ ইরফান পাঠান ও আরপি সিং ভারতের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন। দুটি উইকেট পেয়েছিলেন যোগীন্দর শর্মা। ম্যাচের শেষ ওভারটিও করেছিলেন যোগীন্দর। তিনি শেষ ওভারের তৃতীয় বলে মিসবা-উল-হককে আউট করে ভারতের জয় নিশ্চিত করেন। কিন্তু, তারপরও হরিয়ানার যোগীন্দরকে আর কখনও টিম ইন্ডিয়ার হয়ে খেলতে দেখা যায়নি। চারটে ওয়ানডেতে ৩৫ রান আর চারটে টি২০-তে চার উইকেট নিয়েই যোগীন্দরের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি ঘটে। সেই টুর্নামেন্টের পরে কখনও টিম ইন্ডিয়ার হয়ে খেলেননি, ভারতের বর্তমান প্রধান নির্বাচক অজিত আগরকারও।

মুম্বইয়ের রঞ্জি দলের প্রতিভাবান ক্রিকেটার আগরকার ১৯৯৮-এর ১ এপ্রিল কোচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে দিয়ে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন। ভারতের হয়ে তিনি শেষবার খেলেছেন ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর। শেষ ম্যাচটি ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে জোহানেসবার্গে। ভারত ওই ম্যাচ ১০ রানে হেরে যায়। ওই ম্যাচে আগরকার চার ওভারে ৪০ রান দেন। কোনও উইকেটও পাননি।

আরও পড়ুন- ১ নয়, ২ নয়, ৩ তারকাকে ছাড়া হচ্ছে টিম ইন্ডিয়া স্কোয়াড থেকে! কানপুর টেস্টের আগেই বিরাট আপডেট

মুম্বইয়ের রঞ্জি দলের প্রতিভাবান ক্রিকেটার আগরকার ১৯৯৮-এর ১ এপ্রিল কোচিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে দিয়ে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিলেন। ভারতের হয়ে শেষবার খেলেছেন ২০০৭-এর ১৬ সেপ্টেম্বর। শেষ ম্যাচ ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে জোহানেসবার্গে। ভারত ওই ম্যাচ ১০ রানে হেরে যায়। সে ম্যাচে আগরকার চার ওভারে ৪০ রান দেন। কোনও উইকেটও পাননি। পরের চারটি ম্যাচে আর খেলার সুযোগ জোটেনি। টি২০ বিশ্বকাপের পরও আর ভারতের হয়ে ডাকও পাননি। আগরকার তাঁর কেরিয়ারে ১৯১ একদিনের ম্যাচ, ২৬ টেস্ট খেলেছেন। একদিনের ম্যাচে পেয়েছেন ২৮৮ উইকেট। টেস্ট-এ সংগ্রহ ৫৮ উইকেট। টেস্ট-এ করেছিলেন ৫৭১ রান। একদিনের ক্রিকেটে ১,২৬৯ রান।

MS DHONI T20 Indian Cricket Team Indian Team T20 World Cup India Cricket Team Team India
Advertisment