Advertisment

৬৩ বলে অপরাজিত ১৩৩, ভেঙে চুরমার টোয়েন্টি-টোয়েন্টির একাধিক রেকর্ড

অস্ট্রেলিয়ার টি-২০ অধিনায়ক মেগ ল্য়ানিংয়ের আজ আর আলাদা করে পরিচয়ের কোনও প্রয়োজন নেই। ল্য়ানিংয়ের ব্য়াটে এবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের একাধিক রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেল।

author-image
IE Bangla Web Desk
New Update
Meg Lanning world record with her 63-ball 133 in Ashes

৬৩ বলে অপরাজিত ১৩৩, ভেঙে চুরমার টোয়েন্টি-টোয়েন্টির একাধিক রেকর্ড

বাইশ গজের মহিলা ক্রিকেটারদের মধ্য়ে প্রথম সারিতেই উচ্চারিত হয় তাঁর নাম। অস্ট্রেলিয়ার টি-২০ অধিনায়ক মেগ ল্য়ানিংয়ের আজ আর আলাদা করে পরিচয়ের কোনও প্রয়োজন নেই। ল্য়ানিংয়ের ব্য়াটে এবার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটের একাধিক রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেল। চলতি উইমেন অ্যাশেজের প্রথম টি-২০ ম্য়াচে ল্য়ানিং ৬৩ বলে অপরাজিত ১৩৩ রানের ইনিংস খেললেন। ইংল্য়ান্ডের বিরুদ্ধে ইতিহাস লিখলেন কাউন্টি চেলমসফোর্ডে। ল্য়ানিং নিজের ও নেদারল্য়ান্ডসের স্টেরে ক্য়ালিসের সর্বোচ্চ ব্য়াক্তিগত রানের যুগ্ম রেকর্ড ভাঙলেন।

Advertisment

২৭ বছরের ল্য়ানিং তাঁর অনবদ্য় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের দিন্দ্রা ডোটিন ও ভারতের মিতালি রাজকে ছাপিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন। ৮৬ ম্য়াচে ২৪৪৮ রান এল তাঁর ব্য়াট থেকে। ল্য়ানিংয়ের এই ১৩৩ রানের ইনিংস পুরুষ ও মহিলা আন্তর্জাতিক টি-২০ ফর্ম্য়াটের পঞ্চম সর্বোচ্চ ব্য়ক্তিগত রানের নজির হয়ে থাকল। ল্য়ানিংয়ের ব্য়াট থেকে ১৭টি চার ও সাতটি ছয় এসেছিল ম্য়াচে। ল্য়ানিংয়ের কেরিয়ারে এটি দ্বিতীয় আন্তর্জাতিক টি-২০ শতরান। ড্যানিয়েল ওয়াটের সঙ্গে এক আসনে বসলেন তিনি।

আরও পড়ুন: পুলিশি কারণে শামির ভিসাই বাতিল হয়ে গেল, কী করল বিসিসিআই?

 

cricket ICC Australia
Advertisment