Advertisment

IND vs BAN: 'কী করে এটা ছয় হলো!' বিস্মিত শামি, কোহলির মাথায় হাত, রইল ভিডিও

মিরাজ লেগ সাইডে পুল করতে গিয়েছিলেন। কিন্তু লিডিং এজ হয়ে বলটা চারের বদলে ওভার বাউন্ডারি হয়ে যায়। যা দেখে বিস্মিত হয়ে যান শামি। কোহলিরও হাত উঠে যায় মাথায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Mehidy Hasan's bizarre six leaves Virat Kohli stunned

'কী করে এটা ছয় হলো!' বিস্মিত শামি, কোহলির মাথায় হাত, রইল ভিডিও

ইডেন টেস্টের দ্বিতীয় দিনে ব্য়াট হাতে কামাল করেছেন বিরাট কোহলি। বল হাতে আগুন জ্বালিয়েছেন ইশান্ত শর্মা। বিরাটের ঝকঝকে সেঞ্চুরিতেই ভর করেই ভারত ৩৪৭/৯ রান তুলে ডিক্লেয়ার করে। আর ইশান্তের চার উইকেটে বাংলাদেশ স্কোরবোর্ড ১৫২/৬ তুলতে পেরেছে।

Advertisment

বিরাট-ইশান্ত ছাড়াও ক্রিকেটের নন্দনকাননে নজর কেড়েছেন। মেহদি হাসান মিরাজ। ২২ বলে ১৫ রান করে আউট হয়ে যাওয়ার আগে মিরাজ একটি ছয় মেরেছিলেন। ঘটনাচক্রে ছয়টা পেয়ে যান তিনি। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের তৃতীয় সেশনের ২৪ নম্বর ওভারের ঘটনা।

আরও পড়ুন-প্রথম অধিনায়ক হিসাবে এই লজ্জার রেকর্ড মোমিনুল হকের

মহম্মদ শামি পঞ্চম ডেলিভারিটা মিরাজের শরীর লক্ষ্য় করে শর্ট বল করেছিলেন। মিরাজ লেগ সাইডে পুল করতে গিয়েছিলেন। কিন্তু লিডিং এজ হয়ে বলটা চারের বদলে ওভার বাউন্ডারি হয়ে যায়। যা দেখে বিস্মিত হয়ে যান শামি। কোহলিরও হাত উঠে যায় মাথায়।

বিসিসিআই এই ছয়ের ভিডিও তাদের ওয়েবসাইটে ভিডিও সেকশনে আপলোড করেছে। ক্য়াপশন দিয়েছে, "হাউ ডিড দ্য়াট গো ফর আ সিক্স?" এই প্রশ্নটাই সকলের ছিল, কেউই বুঝতে পারলেন না, এটা ছয় কী করে হলো?

আরও পড়ুন-বিরাট কোহলি নন, গোলাপি বলে প্রথম ভারতীয় হিসাবে সেঞ্চুরি করেন রাহুল দ্রাবিড়

আপনিও দেখে নিন সেই ভিডিও

এই সময় ধারাভাষ্য় দিচ্ছিলেন সঞ্জয় মঞ্জরেকর। তিনিও ঘটনায় হকচকিয়ে যান। তিনি বলেন, "এটা অবিশ্বাস্য়! বছরের পর বছর ক্রিকেট দেখছি। কিন্তু মনে হয় না কখনও এরকম কিছু দেখেছি বলে! শর্ট বল লিডিং এজে থার্ড ম্য়ানের ওপর দিয়ে ছয় হয়ে গেল! ভাবতেই পারছি না।"

Virat Kohli Bangladesh India
Advertisment