/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/1-2.jpg)
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে হাজির ছিলেন কে কে আরের ক্রিকেটাররা
বাংলা বছরের প্রথমেই সেনকো গোল্ড নিয়ে এল পুরুষদের কালেকশন। শুধু কালেকশন নয়, একেবারে স্পোর্টস কালেকশন। কলকাতা নাইট রাইডার্সের ফ্যানেদের জন্য এ দারুন খবর। পেন্ড্যান্ট, ব্রেসলেট, কাফলিংক থেকে টাইপিন, কী নেই এই তালিকায়।
গয়না বলতেই মেয়েদের, এই ধারণা উঠে গেছে বহুকাল। সাজ নিয়ে শুরু হয়েছে নতুন ভাবনা। সে ভাবনায় অন্তর্ভুক্ত হয়েছেন পুরুষরাও। এসব মাথায় রেখেই বাংলা বছরের গোড়ায় সেনকো গোল্ড ইন্ট্রোডিউস করল পুরুষদের কালেকশন। এই মেনস স্পোর্টস কালেকশন নজর কাড়বে প্রত্যেকের।
এই কালেকশন লঞ্চ করতে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে হাজির ছিলেন কে কে আরের ক্রিকেটাররা। এদিনের অনুষ্ঠানে দেখা মিলল কুলদীপ যাদব, টম কুরান, জেভন সিয়ারলেস,পীযূষ চাওলা ও শুভমান গিলের। ৭০০০ থেকে ৫০০০০ টাকার মধ্যে মিলবে সোনার গয়নাগুলো এবং ২৫০০ থেকে ১৫০০০ মধ্যে রয়েছে সিলভার কালেকশন।