আবারও একবার ফোর্বসের তালিকায় বিরাট কোহলির বাজিমাত। চলতি বছর বিশ্বের 'হায়েস্ট পেড অ্যাথলিট' (সর্বোচ্চ অর্থ উপার্জনকারী অ্যাথলিট) দের যে ১০০ জনের তালিকা প্রকাশ করেছে ফোর্বস, সেখানে একমাত্র ভারতীয় হিসেবে জ্বলজ্বল করছে কিং কোহলির নাম। ১০০ নম্বরে রয়েছেন তিনি।
কোহলির বার্ষিক আয় ২১মিলিয়ন মার্কিন ডলার। শেষ এক বছরে কোহলির উপার্জন ছিল ২৫ মিলিয়ন মার্কিন ডলার। এই সময়ের মধ্যে কোহলির এনডোর্সমেন্ট এক মিলিয়ন মার্কিন ডলার বেড়েছে। কিন্তু কোহলি আগের জায়গা থেকে ১৭ ধাপ নেমে এসেছেন। গতবছর কোহলি ছিলেন ৮৩ নম্বরে। ২০১৭ থেকেই কোহলি একমাত্র ভারতীয় হিসেবে ফোর্বসের সর্বোচ্চ অর্থ উপার্জনকারী অ্যাথলিটদের তালিকায় রয়েছেন।
আরও পড়ুন:
বিশ্বের ২৫টি দেশের ১০টি খেলার সঙ্গে যুক্ত অ্যাথলিটদের নিয়েই ফোর্বস তালিকা প্রকাশ করে। এবছর বিশ্বের সবচেয়ে বেশি অর্থ উপার্জনকারী অ্যাথলিট হয়েছেন বার্সেলোনার আর্জেন্তাইন রাজপুত্র লিওনেল মেসি। প্রাক্তন বক্সার ফ্লয়েড মেওয়েদারকে সরিয়ে একে এসেছেন লিও। বেতন এবং এনডোর্সমেন্টের চুক্তি মিলিয়ে মেসি ১২৭ মিলিয়ন মার্কিন ডলার অর্জন করেছেন। মেসির পরেই রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জুভেন্তাসের পর্তুগিজ জাদুকর ১০৯ মিলিয়ন অর্থ উপার্জন করেছেন শেষ এক বছরে।
কোহলি বর্তমানে বিশ্বের সমস্ত ক্রীড়াবিদদের মধ্যে অগ্রগণ্য। শুধু বাইশ গজ নয়, কোহলির প্রভাব ও ব্যপ্তি এতটাই মারাত্মক যে গত বছরে ফোর্বসের সেরা ১০০ ক্রীড়াবিদদের তালিকাতেও জায়গা পেয়েছিলেন তিনি। ফোর্বস ইন্ডিয়ার দ্বিতীয় জনপ্রিয় সেলিব্রিটি ছিলেন। ফেডেরার, কোবে ব্রায়ান্ট, রোনাল্ডো, মেসি, টাইগার উডসদের মতো শ্রেষ্ঠত্বের ব্র্যাকেটে বসে পড়ার পরে বিরাট কোহলির সোশ্যাল মিডিয়ার ফলোয়ার সংখ্যাও চড়চড় করে বেড়েছে। সোশ্যাল মিডিয়ায় ১০০ মিলিয়ন ফলোয়ার রয়েছে তাঁর।