শ্রীলঙ্কা ক্রিকেটের পর এবার ভারতীয় ক্রিকেটে আছড়ে পড়ল #মিটু বিতর্কের ঝড়। অর্জুন রণতুঙ্গা ও লাসিথ মালিঙ্গার পর মুখ পুড়ল বিসিসিআইয়ের সিইও রাহুল জোহরির। টুইটারে (@PedestrianPoet) পেডেস্ট্রিয়ান পোয়েট নামের অ্যাকাউন্ট থেকে এক মহিলা জোহরির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন। কাজের সুযোগ দেওয়ার বিনিময়ে জোহরি তাঁর সঙ্গে এই অভব্যতা করেছেন বলেই দাবি তাঁর। এই মর্মে আগামী এক সপ্তাহের মধ্যে জোহরিকে জবাবদিহি করতে হবে বোর্ডের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সকে (সিওএ)। বিসিসিআইয়ের নোটিশ পৌঁছে গিয়েছে জোহরির কাছে।
সিওএ-র প্রধান বিনোদ রাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ বিসিসিআইয়ের সিইও রাহুল জোহরির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এসেছে একটি অনামি টুইটার হ্যান্ডেল থেকে। মিডিয়াতেও বেশ কিছু রিপোর্ট বেরিয়েছে এই বিষয়। এর মধ্যে সোশ্যাল মিডিয়াও রয়েছে। মিটু মুভমেন্টেরই অংশ এটা। জোহরি এর আগে যে বড় মাপের মিডিয়া হাউসে কাজ করতেন, তখনই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এক সপ্তাহের মধ্যে এই ঘটনার ব্যাখ্যা দিতে হবে জোহরিকে। তারপরেই ভবিষ্য়তের পদক্ষেপ নেওয়া হবে।”
আরও পড়ুন: #Me Too: শীঘ্রই বিবৃতি দেবেন, দেশে ফিরে জানালেন যৌন হেনস্থায় অভিযুক্ত এম জে আকবর
আরও পড়ুন: #MeToo: মুখ খুললেন মন্দাক্রান্তা সেন
এই বিষয় জোহরির থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’এর ফোনও তিনি ধরেননি। আগামী ১৭ অক্টোবর সিঙ্গাপুরে আইসিসি-র চিফ এক্সিকিউটিভসদের বৈঠকে বিসিসিআই-এর হয়ে প্রতিনিধিত্ব করার কথা জোহরির। ২০১৬ সালে বিসিসিআই-এর সিইও পদে নিযুক্ত হন তিনি। বোর্ডের অপারেশনস, স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট ও ক্রিকেট প্রমোশনের স্ট্র্যাটেজি তৈরি করে ক্রিকেটকে মসূণভাবে চালানোর দায়িত্ব বরতায় তাঁর ওপর। বিসিসিআই-তে আসার আসে ডিসকভারি নেটওয়ার্কের দক্ষিণ এশিয়ার এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার পদে বহাল ছিলেন।