ইন্ডিয়ান প্রিমিয়র লিগের আইকনিক প্লেয়ারদের মধ্যে প্রথমেই নাম আসে সুরেশ রায়নার। মূলত তাঁর দু’টো কারণ। এক) রায়নার ধারাবাহিকতা, দুই) তাঁর অনবদ্য ফিল্ডিং। এই টুর্নামেন্টে সর্বোচ্চ রান করার নজিরও রয়েছে এই বাঁ-হাতি মারকুটে ব্য়াটসম্য়ানের। তাঁর নামের পাশে জ্বলজ্বল করছে ৫০৭০ রান। এহেন রায়না এই ক্যাশ-রিচ এই লিগে ‘মিস্টার আইপিএল’ নামেই পরিচিত।
মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের অন্য়তম নির্ভরযোগ্য় ব্য়াটসম্য়ান রায়না। আর একটু পরেই তিনি ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবেন। আজ এক অনন্য সেঞ্চুরির দোরগোড়ায় রায়না। আর একটি মাত্র ক্য়াচ নিতে পারলেই ১০০ নম্বর ক্যাচ নেওয়া হয়ে যাবে তাঁর। আইপিএলের প্রথম ক্রিকেটার হিসেবে রায়না এই মাইলস্টোন স্পর্শ করবেন। আজ রায়নার জীবনে একটি বিশেষ দিনও বটে। ঠিক চার বছর আগের ৩ এপ্রিলে প্রিয়াঙ্কা চৌধুরির সঙ্গে কেরিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন রায়না। আজ তাঁদের বিয়ের জন্মদিন।
Today, we celebrate one of the best decisions we ever made. Today, we celebrate love & friendship. Today, we celebrate us. Thank you for being with me at every step of the way! Happy anniversary, love! @_PriyankaCRaina ???? pic.twitter.com/faqFW2R3ox
— Suresh Raina???????? (@ImRaina) April 3, 2019
ফেরা যাক রায়নার ক্যাচের প্রসঙ্গে। রায়না এখনও পর্যন্ত ১৭৯টি ম্য়াচ খেলেছেন আইপিএলে। তাঁর হাতে জমা পড়েছে ৯৯টি ক্য়াচ। তালিকায় শীর্ষেই বিরাজমান রায়না। দু’নম্বরে রয়েছেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। ১৭৬টি ম্যাচে হিটম্য়ান নিয়েছেন ৭৯টি ক্য়াচ। তিনে রয়েছেন রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের এবি ডিভিলিয়ার্স। ১৪৫টি ম্য়াচে তিনি ধরেছেন ৭৮টি ক্যাচ। দেখার রায়না আজ ক্যাচের শতরান করতে পারেন কি না!
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Sports News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
'ভোটে অনাচার হলেই অপসারণ', রাজ্য পুলিশ-প্রশাসনকে কড়া বার্তা নির্বাচন কমিশনের
'আমরাই খাওয়াব, বানিয়ে দেব ঘর', বাগবাজার বস্তিবাসীদের বরাভয় মমতার
মাথায় ক্ষতচিহ্ন, বাথটবে রক্তাক্ত পরিণীতি, প্রকাশ্যে 'দ্য গার্ল অন দ্য ট্রেন'-এর টিজার
মেয়েদের বিয়ের বয়স নিয়ে বিতর্কিত মন্তব্য, শিশুসুরক্ষা কমিশনের নোটিস কংগ্রেস নেতাকে
ধোনি, রায়না, বিরাট সবারই কন্যাসন্তান, 'এ তো ভবিষ্যতের মহিলা ক্রিকেট টিম', বলছেন অমিতাভ
১৬ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন! শতাব্দী রায়ের ফ্যান ক্লাবের পোস্ট ঘিরে জল্পনা
ফোনে আড়ি পাতা হচ্ছে দাবি শোভনের, 'ভিত্তিহীন' অভিযোগ বলে ওড়াল তৃণমূল