MI VS CSK Highlights, IPL 2025: বদলা কমপ্লিট! হিটম্যান-স্কাইয়ের খুনখারাপি ব্যাটিংয়ে বড় জয় মুম্বাইয়ের

MI VS CSK Highlights Streaming, Mumbai Indians vs Chennai Super Kings IPL 2025: IPL 2025-এর ৩৮তম ম্যাচে ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংসের। দুই দলই এই ম্যাচের জন্য ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে নামবে।

MI VS CSK Highlights Streaming, Mumbai Indians vs Chennai Super Kings IPL 2025: IPL 2025-এর ৩৮তম ম্যাচে ওয়াংখেড়েতে মুম্বাই ইন্ডিয়ান্স মুখোমুখি হচ্ছে চেন্নাই সুপার কিংসের। দুই দলই এই ম্যাচের জন্য ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে নামবে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
IPL 2025 MI VS CSK: আজ ঘরের মাঠে চেন্নাইকে হারিয়ে বদলা নিতে তৈরি মুম্বাই

IPL 2025 MI VS CSK: আজ ঘরের মাঠে চেন্নাইকে হারিয়ে বদলা নিতে তৈরি মুম্বাই

MI VS CSK IPL 2025 Highlights: সুর্যকুমার যাদব এবং রোহিত শর্মার দুর্দান্ত ব্যাটিংয়ের সাহায্যে মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসকে (CSK) ৯ উইকেটে হারিয়েছে। চেন্নাই প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৬ রান করেছিল, কিন্তু রোহিত এবং সুর্যকুমার দ্বিতীয় উইকেটে সেঞ্চুরি পার্টনারশিপ করে মুম্বাইকে ১৫.৪ ওভারে ১ উইকেটে ১৭৭ রান করে ম্যাচ জিততে সাহায্য করেন। মুম্বাইয়ের ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলতে নামা রোহিত ৪৫ বলে চারটি চার এবং ছয়টি ছক্কার সাহায্যে ৭৬ রান করে অপরাজিত থাকেন, এবং সুর্যকুমার যাদব ৩০ বলে ছয়টি চার এবং পাঁচটি ছক্কার সাহায্যে ৬৮ রান করে অপরাজিত ছিলেন।

Advertisment

টার্গেট তাড়া করতে গিয়ে রিয়ান রিকেলটন এবং রোহিত মুম্বাইকে ভাল শুরু দেন। এই দুই ব্যাটসম্যান প্রথম উইকেটে ৬৩ রান করেন। মুম্বাই প্রথম উইকেট হারায় রিকেলটনের। তিনি ১৯ বলে তিনটি চার এবং একটি ছক্কার সাহায্যে ২৪ রান করে আউট হন। আগের ম্যাচগুলোর মতো এই ম্যাচেও মুম্বাই রোহিতকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করে। রোহিত কিছু সময় ধরে খারাপ ফর্মে ছিলেন, কিন্তু এই ম্যাচে তিনি সম্পূর্ণ ভিন্ন ছন্দে খেলেছেন।

চেন্নাই সুপার কিংস (সিএসকে): শেখ রশিদ, রচিন রবীন্দ্র, আয়ুষ মহাত্রে, রবীন্দ্র জাদেজা, শিভম দুবে, বিজয় শঙ্কর, জেমি ওভারটন, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক এবং উইকেটকিপার), নুর আহমেদ, খলিল আহমেদ, মাথিশা পাথিরানা।
ইমপ্যাক্ট প্লেয়ার: অনশুল কাঁবোঝ, কমলেশ নাগরকোটি, রামকৃষ্ণ ঘোষ, স্যাম কারান, রবিচন্দ্রন অশ্বিন।

মুম্বাই ইন্ডিয়ান্স: রিয়ান রিকলটন (উইকেটকিপার), উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রিত বুমরাহ, অশ্বিনী কুমার।
ইমপ্যাক্ট প্লেয়ার: রোহিত শর্মা, করবিন বোশ, রাজ বাওয়া, সত্যনারায়ণ রাজু, রবিন মিনজ।

  • Apr 20, 2025 22:53 IST

    MI VS CSK IPL 2025 Live Updates: হিটম্যান-স্কাইয়ের খুনখারাপি ব্যাটিংয়ে 'বদলা' নিল মুম্বাই

    MI VS CSK Live Score: এমন একটা হার যা দীর্ঘদিন মনে রাখবেন ধোনি। চেন্নাইয়ের বোলারদের রীতিমতো পিটিয়ে ছাতু করে মুম্বাইকে বড় জয় দিলেন রোহিত এবং সূর্যকুমার। ৯ উইকেটে জিতল মুম্বাই ইন্ডিয়ান্স।



  • Apr 20, 2025 22:43 IST

    MI VS CSK IPL 2025 Live Updates: হিটম্যান-স্কাইয়ের খুনে ব্যাটিং

    MI VS CSK Live Score: কোনও ফন্দিই খাটছে না ধোনির। ওয়াংখেড়েতে খুনে ব্যাটিং রোহিত এবং সূর্যকুমারের। পার্টনারশিপ ভাঙতে গিয়ে ল্যাজে-গোবরে অবস্থা চেন্নাইয়ের।



  • Advertisment
  • Apr 20, 2025 22:28 IST

    MI VS CSK IPL 2025 Live Updates: চেন্নাইয়ের বোলারদের নিয়ে ছেলেখেলা রোহিত-সূর্যকুমারের

    MI VS CSK Live Score: অবশেষে ফর্মে ফিরলেন রোহিত শর্মা। বহুদিন পর ব্যাট থেকে এল ফিফটি। উল্টোদিকে, সূর্যকুমার যাদবও চালিয়ে খেলছেন। দিশেহারা দেখাচ্ছে চেন্নাইয়ের বোলারদের। 



  • Apr 20, 2025 22:03 IST

    MI VS CSK IPL 2025 Live Updates: আউট রিকেলটন, প্রথম উইকেট পড়ল মুম্বাইয়ের

    MI VS CSK Live Score: চেন্নাইকে প্রথম সাফল্য দিলেন জাডেজা। আউট করলেন ভয়ঙ্কর হয়ে ওঠা রিকেলটনকে। 



  • Apr 20, 2025 21:56 IST

    MI VS CSK IPL 2025 Live Updates: ৫ ওভারেই ৫৬ রান মুম্বাইয়ের

    MI VS CSK Live Score: এবারের মরশুমে প্রথম উইকেট জুটিতে সর্বোচ্চ রান উঠল মুম্বাইয়ের। ৫ ওভারেই ৫৬ রান তুললেন রোহিত-রিকেলটন। দিশাহারা বোলিং চেন্নাইয়ের।



  • Apr 20, 2025 21:41 IST

    MI VS CSK IPL 2025 Live Updates: শুরুতেই ধামাকা ব্যাটিং রোহিত-রিকেলটনের

    MI VS CSK Live Score: প্রথম ওভার থেকেই চালিয়ে খেলা শুরু রোহিত এবং রিকেলটনের। ২ ওভার শেষে মুম্বাইয়ের স্কোর ২১-০।



  • Apr 20, 2025 21:18 IST

    MI VS CSK IPL 2025 Live Updates: শেষ চেন্নাইয়ের ব্যাটিং, জেতার জন্য মুম্বাইকে করতে হবে ১৭৭

    MI VS CSK Live Score: ট্রেন্ট বোল্টের শেষ ওভারে উঠল ১৬ রান। দুর্দান্ত ফিফটি করলেন জাডেজা। চেন্নাই ১৭৭ রানের টার্গেট রাখল মুম্বাইয়ের সামনে।



  • Apr 20, 2025 21:12 IST

    MI VS CSK IPL 2025 Live Updates: বুমরাহের শিকার ধোনি

    MI VS CSK Live Score: ফের ব্যর্থ ধোনি। বুমরাহর বলে মাত্র ৪ রান করে আউট মাহি। ৫ উইকেট হারাল চেন্নাই।



  • Apr 20, 2025 21:06 IST

    MI VS CSK IPL 2025 Live Updates: চেন্নাইয়ের ১৫০ রান পুরো

    MI VS CSK Live Score: ১৭.৫ ওভারে ১৫০ রান স্কোর হল চেন্নাইয়ের। ক্রিজে রয়েছেন ধোনি এবং জাডেজা। ইনিংসের আর বাকি রয়েছে ২ ওভার।



  • Apr 20, 2025 20:57 IST

    MI VS CSK IPL 2025 Live Updates: দুরন্ত ফিফটি করেই আউট শিবম

    MI VS CSK Live Score: আগের ওভারে অশ্বিনী কুমারকে পিটিয়ে দুরন্ত ফিফটি করলেন শিবম দুবে। পরের ওভারেই বুমরাহর বলে আউট। ছক্কা মারতে গিয়ে প্যাভিলিয়নে ফিরলেন চেন্নাই ব্যাটার। ৪ উইকেট পড়ল সুপারকিংসের।



  • Apr 20, 2025 20:46 IST

    MI VS CSK IPL 2025 Live Updates: চেন্নাইকে টানছেন শিবম-জাডেজা

    MI VS CSK Live Score: শুরুর ধাক্কা সামলে চেন্নাইকে ভদ্রস্থ স্কোরের দিকে নিয়ে যাচ্ছেন শিবম দুবে এবং রবীন্দ্র জাডেজা। উল্টোদিকে উইকেটের খোঁজে মরিয়া মুম্বাই।



  • Apr 20, 2025 20:12 IST

    MI VS CSK IPL 2025 Live Updates: আরও ধাক্কা চেন্নাইয়ের

    তিন নম্বর উইকেটের পতন চেন্নাইয়ের। স্যান্টনারের স্পিন ধরতেই পারলেন না শেখ রশিদ। ১৯ রান করে স্টাম্প আউট। সুপারকিংসের স্কোর ৮ ওভারে ৬৩-৩।



  • Apr 20, 2025 20:07 IST

    MI VS CSK IPL 2025 Live Updates: থামল আয়ুশের ঝোড়ো ইনিংস, ২ উইকেট পড়ল চেন্নাইয়ের

    MI VS CSK Live Score: চাহারের বলে ছক্কা মারতে গিয়ে আউট আয়ুশ। ক্যাচ ধরলেন মিচেন স্যান্টনার। ৩২ রান করে আউট ১৭ বছরের ব্যাটার।



  • Apr 20, 2025 19:52 IST

    MI VS CSK IPL 2025 Live Updates: অভিষেকেই তুলকালাম চেন্নাইয়ের আয়ুশের

    MI VS CSK Live Score: আইপিএলে অভিষেক ম্যাচেই তুলকালাম ব্যাটিং আয়ুশ মহাত্রের। অশ্বিনীর তিন বলে ৪, ৬, ৬ হাঁকালেন ইয়ং ব্যাটার।



  • Apr 20, 2025 19:46 IST

    MI VS CSK IPL 2025 Live Updates: অশ্বিনীর বলে আউট রাচিন রবীন্দ্র

    MI VS CSK Live Score: বল করতে এসেই সাফল্য অশ্বিনী কুমারের। প্রথম বলেই আউট রাচিন রবীন্দ্র। প্রথম উইকেট পড়ল চেন্নাইয়ের।



  • Apr 20, 2025 19:32 IST

    MI VS CSK IPL 2025 Live Updates: ব্যাটিং শুরু চেন্নাইয়ের

    MI VS CSK Live Score: ব্যাটিং শুরু করল চেন্নাই সুপারকিংস। ওপেন করছেন রাচিন রবীন্দ্র এবং শেখ রশিদ।



  • Apr 20, 2025 19:15 IST

    MI VS CSK IPL 2025 Live Updates: একনজরে চেন্নাই এবং মুম্বাইয়ের প্লেয়িং ইলেভেন

    MI VS CSK Live Score: চেন্নাই সুপার কিংস (সিএসকে): শেখ রশিদ, রাচিন রবীন্দ্র, আয়ুষ মহাত্রে, রবীন্দ্র জাদেজা, শিভম দুবে, বিজয় শঙ্কর, জেমি ওভারটন, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক এবং উইকেটকিপার), নুর আহমেদ, খলিল আহমেদ, মাথিশা পাথিরানা।

    ইমপ্যাক্ট প্লেয়ার: অনশুল কাম্বোজ, কমলেশ নাগরকোটি, রামকৃষ্ণ ঘোষ, স্যাম কুরান, রবিচন্দ্রন অশ্বিন।

    মুম্বাই ইন্ডিয়ান্স: রিয়ান রিকেলটন (উইকেটকিপার), উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রিত বুমরাহ, অশ্বিনী কুমার।

    ইমপ্যাক্ট প্লেয়ার: রোহিত শর্মা, করবিন বোশ, রাজ বাওয়া, সত্যনারায়ণ রাজু, রবিন মিনজ।

     



  • Apr 20, 2025 19:05 IST

    MI VS CSK IPL 2025 Live Updates: টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠালেন হার্দিক

    MI VS CSK Live Score: ওয়াংখেড়েতে পিচ বুঝে টসে জিতে আগে ফিল্ডিং নিলেন মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব্যাট করবে ধোনির চেন্নাই।



  • Apr 20, 2025 18:42 IST

    MI VS CSK IPL 2025 Live Updates: ওয়াংখেড়েতে আইপিএলের 'এল ক্লাসিকো'

    MI VS CSK Live Score: মুম্বাই এবং সিএসকের ম্যাচ এল ক্লাসিকো হিসেবে পরিচিত। আইপিএলে মুম্বাই এবং সিএসকে দুই দলই পাঁচ-পাঁচবার শিরোপা জিতেছে। এই কারণেই এই দুই দলের মধ্যে হওয়া লড়াইকে এল ক্লাসিকো বলা হয়। তাই আজকের ম্যাচে ফ্যানরা এক ব্লকবাস্টার ম্যাচ উপভোগ করতে পারবেন।

     



  • Apr 20, 2025 18:40 IST

    MI VS CSK IPL 2025 Live Updates: চেন্নাইয়ের বিরুদ্ধে বদলার ম্যাচ মুম্বাইয়ের

    MI VS CSK Live Score: মুম্বাইয়ের কাছে প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে। IPL 2025-এ যখন দুই দলের মধ্যে প্রথমবার মুখোমুখি হয়, তখন চেন্নাই সুপার কিংস এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করেছিল। তাই এবার মুম্বাইয়ের সুযোগ রয়েছে এই মরশুমে পাওয়া প্রথম হারের প্রতিশোধ সিএসকের বিরুদ্ধে নেওয়ার।

     



MI IPL 2025 CSK