Advertisment

IPL 2019, MI vs KKR Live Cricket Score Highlights: লিগের ফার্স্ট বয় হয়ে প্লে-অফে মুম্বই

IPL 2019 MI vs KKR Playing 11 Highlights: প্লে-অফে মুম্বই, কলকাতার অভিযান কার্যত শেষ। চেন্নাই-দিল্লির পর তৃতীয় দল হিসেবে প্লে-অফে উঠল মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা আজ হারল ৯ উইকেটে।

author-image
IE Bangla Web Desk
New Update
MI vs KKR Live Score, MI vs KKR Match Score

MI vs KKR Live Score, MI vs KKR Match Score

Mumbai Indians vs Kolkata Knight Riders Highlights: আজ ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্স বনাম কলকাতা নাইট রাইডার্স। দীনেশ কার্তিকদের সামনে অঙ্কটা ভীষণ সোজা। আজ যেভাবেই হোক তাঁদের মুম্বই ইন্ডিয়ান্সকে হারাতেই হবে। আর কলকাতা জিতলেই পৌঁছে যাবে আইপিএলের প্লে-অফে।

Advertisment

এদিন টস হেরে প্রথমে ব্যাট করে কলকাতা। ২০ ওভারে কেকেআর মাত্র ১৩৩ রান তুলতে পারল। প্লে-অফে যাওয়ার জন্য কলকাতাকে এই ম্যাচ জিততেই হবে। অবিশ্বাস্য বোলিং ছাড়া কলকাতার কাছে এই রান নিয়ে মুম্বইকে হারানোটা দিবাস্বপ্নের মতো হয়ে যাবে। কলকাতার ফ্যানেরা তবুও আশায় বুক বাঁধছিলেন। কিন্তু কলকাতাকে ৯ উইকেটে হারিয়েই লিগের ফার্স্ট হয় প্লে-অফে চলে গেল তিনবারের চ্যাম্পিয়ন মুম্বই।

গত শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হারিয়েছে সানরাইজার্স হায়দরাবাদকে। আর এটাই দীনেশদের কাছে বিশাল লাইফলাইন হয়ে গিয়েছে। আজ জিতলেই কলকাতা ১৪ পয়েন্টে চলে আসবে। কলকাতার প্রতিদ্বন্দ্বীরা সকলেই তাদের থেকে পয়েন্টে পিছিয়ে। ফলে নেট রানরেটের হিসেব দেখার প্রয়োজন পড়বে না। জিতেলেই শাহরুখ খানের টিমের প্লে-অফ পাকা।

অন্য়দিকে রোহিতের মুম্বই জিততে পারলেই লিগ টেবিলে প্রথম দুয়ের মধ্যে চলে আসতে পারবে। শনিবার রাজস্থান রয়্যালসকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়ে লিগের সেকেন্ড বয় হয়েছে দিল্লি ক্যাপিটালস। ১৪ ম্য়াচে দিল্লির পয়েন্ট ১৮। নাইটদের আজ হারালেই দিল্লির আসনে থাবা বসাবে মুম্বই। কারণ রোহিত শর্মাদের রানরেট শ্রেয়াস আয়াদের থেকে ভাল। লিগ টেবিলে প্রথম দুয়ে থাকা দলের কাছে ফাইনালে যাওয়ার জোড়া সুযোগ থাকে। রোহিত সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইবেন না।

Live IPL 2019:MI vs KKR Playing 11 live Highlights:

Live Blog

Live IPL 2019:MI vs KKR Playing 11 live Highlights:














23:19 (IST)05 May 19





















প্লে-অফে মুম্বই ইন্ডিয়ান্স

চার ওভারে মুম্বইয়ের জেতার জন্য প্রয়োজন ছিল ৬ রান। সূর্যকুমার ছক্কা মেরেই দলকে নিয়ে গেলেন প্লে-অফে। চেন্নাই-দিল্লির পর তৃতীয় দল হিসেবে প্লে-অফে উঠল মুম্বই ইন্ডিয়ান্স। তারা চেন্নাইকে টপকে লিগ শীর্ষে পৌঁছেই প্লে-অফে গেল। কলকাতার অভিযান কার্যত শেষ।

23:08 (IST)05 May 19





















রোহিতের ফিফটি

প্রত্যাশিত হাফ-সে়ঞ্চুুরি রোহিতের। আজ হিটম্যানের রাত। তাঁর দলের প্রয়োজন ১৩ বলে ৩০ রান।

23:01 (IST)05 May 19





















৪২ বলে ৩৭ রান প্রয়োজন মুম্বইয়ের

এই ম্য়াচে কলকাতার হয়ে বলার জন্য আর কিছুই বাকি নেই। রোহিতরা ধীরে ধীরে লক্ষ্যের পথে এগিয়ে যাচ্ছেন। সূর্যকুমারের সঙ্গে জুটি বেঁধে ১৩ বলে ৫১ রান করেছেন তিনি। ওয়াংখেড়ে এখন  প্রিয় দলের জয়ের প্রহর গুনছে।

22:47 (IST)05 May 19





















সূর্য-রোহিতে মুম্বই এগিয়ে চলেছ

১০ ওভারে ৭৬ রান তুলে ফেলল মুম্বই। ম্যাচ এখন আর কলকাতার হাতে নেই। সূর্যকুমার আর রোহিত যে ছন্দে ব্যাট করছেন তাতে করে মুম্বইয়ের জয় প্রত্যাশিত। ৬০ বলে আর ৫৮ রান চাই রোহিতদের। কার্তিকের সামনে কার্যত কঠিন চ্যালেঞ্জ। রোহিত আজ ওয়াংখেড়েতে রাজ করছেন। সূর্যও অনন্য ফর্মে আছেন। চারের বন্যা বইছে।

22:33 (IST)05 May 19





















ফ্লাইং ডিকে, অনন্য ক্যাচ ক্যাাপ্টেনের

দীনেশ কার্তিক যেন বাজ পাখি। উড়ে গিয়ে ডি ককের ক্যাচটা ধরলেন তিনি। প্রসিদ্ধ কৃষ্ণার শট বলে হুক করতে গিয়ে বিপত্তি ডেকে আনলেন ডি কক। তবে উইকেটের কৃতিত্ব কৃষ্ণার থেকেও বেশি কার্তিকের। সত্যিই অনন্য ক্যাচ নিলেন কলকাতার অধিপতি। আর আজ একটা ক্যাচ নিলেই টি-২০ ফর্ম্যাটে ১৫০ ক্যাচ চলে আসবে তাঁর ঝুলিতে। সাত ওভার শেষে ৫৫ রান তুলল মুম্বই। এখন সূর্যকুমার যাদবের সঙ্গে রয়েছেন রোহিত।

22:25 (IST)05 May 19





















রোহিতরা ক্রিজে জমে গিয়েছেন

৬ ওভারে ৪৬ রান করে ফেলল মুম্বই।  রোহিতদের থামানোর রাস্তা খুঁজে পাচ্ছেন না দীনেশ। চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু আজ কেকেআরের মধ্যে সেই মরিয়া লড়াইটা কোথাও যেন উধাও। বাধ্য়তামূলক পাওয়ার-প্লে শেষ হয়ে গেল। আম্পায়ার টাইম আউটের সিদ্ধান্ত নিলেন।

22:13 (IST)05 May 19





















ওপেনাররা রয়েছেন দুরন্ত টাচে

তিন ওভারে ১৮ রান করে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স। দীনেশের বোলারদের একদমই নিস্প্রভ দেখাচ্ছে আজ। রোহিতরা এখনও সে অর্থে কলকাতার বোলারদের বিরুদ্ধে কোনও সমস্য়াই পোহাল না এখনও। এভাবে চলতে থাকলে নির্দিষ্ট সময়ের আগেই মুম্বই ম্যাচ বার করে নেবে।

22:00 (IST)05 May 19





















ডি কক আর রোহিতে শুরু

১২০টি বল ১৩৪টি রান। মুম্বইয়ের কাছে সেঅর্থে এটা কোনও টার্গেটই নয়। রোহিত শর্মা আর কুইন্টন ডি কক নেমেছেন রান তাড়ার খেলায়।  প্রথম ওভারেই তাঁরা তুলে ফেলল ৯ রান। বোঝাই যাচ্ছে মুম্বই দ্রুত ম্যাচের নিস্পত্তি করতে চায়।

21:43 (IST)05 May 19





















ইনিংস ব্রেক!

২০ ওভার ব্যাট করে কলকাতা মাত্র ১৩৩ রান তুলতে পারল। প্লে-অফে যাওয়ার জন্য কলকাতাকে এই ম্যাচ জিততেই হবে। অবিশ্বাস্য বোলিং ছাড়া কলকাতার কাছে এই রান নিয়ে মুম্বইকে হারানোটা দিবাস্বপ্নের মতো হয়ে যাবে। কলকাতার ফ্যানেরা তবুও আশায় বুক বাঁধছেন।

21:30 (IST)05 May 19





















আবার মালিঙ্গা

নিতীশ রানার উইকেটটা তুলে নিলেন সেই মালিঙ্গা। বড় শট মারতে গিয়ে নিতীশ উইকেট দিয়ে আসলেন। আপাতত রিঙ্কু সিং আর রবিন উথাপ্পা ক্রিজে। ১৮ ওভার শেষে কলকাতা ১২৩ রান তুলতে পারল। শেষ ২ ওভার হাতে। এখন দেখার আর কত রান যোগ করতে পারে কেকেআর! এই রান নিয়ে লড়াই করা কিন্তু রীতিমত কঠিন হতে চলেছে।

21:17 (IST)05 May 19





















কলকাতার হাতে শেষ ৫ ওভার

১৫ ওভার হয়ে গেল। কলকাতার হাতে আর অন্তিম পাঁচ ওভার। ১০০ রান উঠেছে সবে। উথাপ্পা আর নিতীশ রানাকে শেষ পাঁচ ওভার চালিয়ে খেলতেই হবে। কারণ এই রান নিয়ে লড়াই করা সম্ভব হবে না। মুম্বই অসম্ভব শক্তিশালী দল। তারওপর তারা খেলছে নিজেদের ঘরের মাঠে। ফলে কলকাতা যদি তাদের চাপে রাখতে চায়, তাহলে অবশ্যই রানের পুঁজি বাড়াতে হবে।

21:05 (IST)05 May 19





















কার্তিক-রাসেল ফিরলেন

লসিথ মালিঙ্গার কামাল। দীনেশ কার্তিক আর আন্দ্রে রাসেলের উইকেটটা তুলে নিলেন এসেই । ক্রুনাল পাণ্ডিয়ার হাতে ক্যাচ আউট হয়ে গেলেন কার্তিক। আজ একেবারেই ছন্দে ছিলেন না কার্তিক।  কার্তিক ফেরার পর রাসেল এলেন আর গেলেন। ১৩ ওভার শেষে কলকাতা ৭৩ রান তুলল। চার উইকেট হারিয়ে ফেলল কেকেআর। আপাতত ম্যাচের রাশ মুম্বইয়ের হাতে।

20:58 (IST)05 May 19





















উথাপ্পা-কার্তিকই এগিয়ে নিয়ে যাচ্ছেন

১২ ওভারের খেলা শেষ। কলকাতা ৬৫ রান তুলল। হাতে তাদের আর আট ওভার রয়েছে। ক্রিজে রয়েছেন কার্তিক আর উথাপ্পা। কার্তিক এখনও সেভাবে মেলে ধরতে পারেননি নিজেকে। সেই তুলনায় উথাপ্পা আজ ভাল ছন্দে রয়েছেন। তবে এই দুই ব্যাটসম্যানই এখন কলকাতার ভরসা

20:44 (IST)05 May 19





















গিলের পর লিনও ফিরে গেলেন

দুর্দান্ত ইনিংস খেলে আউট হয়ে গেলে লিনও।  ২৯ বলে ৪১ রান করলেন তিনি।  আবারও সেই হার্দিক পাণ্ডিয়া। লিন ঠিকঠাক শট নিতে পারলেন না। কুইন্টন ডি ককের হাতে ধরা পড়ে গেলেন। পরপর দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গেল কেকেআর। এখন উথাপ্পার সঙ্গে দীনেশ কার্তিক রয়েছেন।

20:36 (IST)05 May 19





















গিল আউট, ওপেনিং জুটি ভাঙল মুম্বই

শুভমান গিল আউট হয়ে গেলেন হার্দিক পাণ্ডিয়ার বলে।  এলবিডব্লিউ হয়ে গেলেন গিল। বেশ ভাল ছন্দেই ব্যাট করছিলেন তিনি। ১৬ বলে ৯ রান করে আউট হয়ে গেলেন গিল। এখন রবিন উথাপ্পার সঙ্গে খেলবেন লিন। সাত ওভারের খেলা চলছে কলকাতার স্কোরবোর্ডে ৪৯ রান। এখনও কলকাতার ঝুলিতে রাসেল-কার্তিকরা রয়েছেন

20:19 (IST)05 May 19





















দারুণ ছন্দে কেকেআর

চার ওভারে ২৮ রান তুলে ফেলল কলকাতা নাইট রাইডার্স। দারুণ মেজাজে ব্যাট করছেন লিন। গিলও যোগ্য সঙ্গত দিচ্ছেন। কলকাতা বড় রানের দিকেই হাঁটছে। মুম্বইয়ের বোলাররা এখনও বেগ দিতে পারলেন না। মোড বদলে গিল-লিন কামাল করছেন।

20:07 (IST)05 May 19





















সেই চেনা জুটি

ওপেনিং নিয়ে কোনও পরীক্ষা নয়। শুভমান গিল আর ক্রিস লিনের চেনা জুটিতেই কলকাতার ভরসা। প্রথম ওভারটা দেখেই খেললেন দুই ব্যাটসম্যান। এল তিনটি রান। কিন্তু প্রথম ৬ ওভারই পাওয়ার-প্লে। ফলে গিল আর লিনকে সেট হয়েই মারমুখী হতে হবে। 

19:54 (IST)05 May 19





















গিলের কথা বলতেই হবে

শুভমান গিলের দিকে আজও চোখ থাকবে। গত শুক্রবার তাঁর ব্যাটেই প্লে-অফের আশা জিইয়ে রেখেছিল কলকাতা নাইট রাইডার্স। মোহালিতে গিয়ে কিংস ইলেভেন পাঞ্জাবকে সাত উইকেটে হারিয়েছিল দীনেশ কার্তিক অ্যান্ড কোং। কিংসের ১৮৩ রান তাড়া করতে নেমে গিল অনবদ্য ইনিংস উপহার দেন। ক্রিস লিনের সঙ্গে ওপেন করতে নেমে ৪৯ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের স্টার।

19:38 (IST)05 May 19





















টস জিতল মুম্বই

টস জিতলেন রোহিত শর্মা। দীনেশ কার্তিককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন তিনি। কলকাতার দর্শক শুরুতেই প্রিয় দলের ব্যাটিং দেখার সুযোগ পেতে চলেছেন। আর আজ কলকাতাকে জিততেই হবে। নাহলে কার্যত আইপিএল শেষ  হয়ে যাবে। আজ পীযূষ চাওলার বদলে প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলাচ্ছে কেকেআর। ওদিকে কেকেআরের স্টার আন্দ্রে রাসেল ওয়ার্ম আপে একটু নেচে নিজেকে চাঙ্গা করে নিলেন। দেখে নিন সেই মজার ভিডিও

19:28 (IST)05 May 19





















ধোনির হাসি কাড়লেন প্রীতি

রবিবারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও কিংস ইলেভেন পাঞ্জাব। মোহালির আইএস বিন্দ্রা স্টেডিয়ামে এমএস ধোনির চেন্নাইকে ৬ উইকেটে হারিয়ে দিল আর অশ্বিনের পাঞ্জাব।

19:17 (IST)05 May 19





















কলকাতার পাওয়ার-প্লে ভাগ্য়

কলকাতা নাইট রাইডার্সের ম্যাচের ভাগ্য গড়ে দেয় পাওয়ার-প্লে বোলিং। এমনটাই দেখা গিয়েছে এই মরসুমে। পাওয়ার-প্লে চলাকালীন ওভারে নয়ের বেশি রান খরচ করা প্রতিটি ম্যাচে কেকেআর হেরেছে। অথচ যখনই তারা সাতের কম রান দিয়েছে তখনই জিতেছে। চারবারের মধ্যে তিনবার এমনটা হয়েছে। আজ দেখার দীনেশরা কী করেন! পাওয়ার-প্লে-র সময় বাড়তি সতর্ক থাকতেই হবে।

19:07 (IST)05 May 19





















একটু পরিসংখ্যানে চোখ রাখা যাক
  • টি-২০ ক্রিকেটে ৫০০০ রান থেকে ৩৪ রান দূরে  আন্দ্র রাসেল।
  • রোহিত শর্মা আর চার ছক্কা হাঁকাতে পারলেই আইপিএলে ক্যাপ্টেন হিসেবে ছয়ের সেঞ্চুরি করবেন।
  • আজ রোহিতের মুম্বইয়ের জার্সিতে ১৫০ নম্বর ম্যাচ।
  • উইকেটের পিছনে দাঁড়িয়ে আর দু’টো ক্যাচ নিতে পারলেই দীনেশ কার্তিক টি-২০ ক্রিকেটে ১৫০ নম্বর ক্যাচটি নিয়ে ফেলবেন।
গতকাল ফিরোজ শাহ কোটলায় দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস মুখোমুখি হয়েছিল। টস জিতে প্রথমে ব্যাট করে রাজস্থান ১১৫ রান তোলে। এদিন দিল্লির হয়ে দুরন্ত বল করলেন ইশান্ত-অমিত। রান তাড়া করতে নেমে ২৩ বাল বাকি থাকতেই পাঁচ উইকেট জিতে যায় দিল্লি।
Mumbai Indians KKR IPL
Advertisment