MI vs KKR Highlights, IPL 2025: ঘরের মাঠে এল সাফল্য, কলকাতাকে ৮ উইকেটে হারাল মুম্বই

MI vs KKR Highlights Streaming, Mumbai Indians vs Kolkata Knight Riders IPL 2025: ডেবিউ ম্য়াচে অশ্বিনী কুমার নাইট ব্রিগেডকে তুড়ি মেরে নাচালেন। কে বলবে, তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ম্য়াচ খেলতে নামেন। এই ম্য়াচে তিনি ৪ উইকেট শিকার করেন।

MI vs KKR Highlights Streaming, Mumbai Indians vs Kolkata Knight Riders IPL 2025: ডেবিউ ম্য়াচে অশ্বিনী কুমার নাইট ব্রিগেডকে তুড়ি মেরে নাচালেন। কে বলবে, তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ম্য়াচ খেলতে নামেন। এই ম্য়াচে তিনি ৪ উইকেট শিকার করেন।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Kolkata Knight Riders Live

কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স সম্ভাব্য একাদশ

MI vs KKR IPL 2025 Highlights: অবশেষে ২০২৫ আইপিএল টুর্নামেন্টে জয়লাভ করল। শুধু জয়লাভ করল বললে বোধহয় কিছুটা কম বলা হবে। ৪৩ বল হাতে রেখে ৮ উইকেটে তারা ধামাকাদার জয় ছিনিয়ে আনে। ১১৭ রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বইকে অবশ্য খুব একটা ঘাম ঝরাতে হয়নি। মুম্বইয়ের ব্যাটিং ডিপার্টমেন্টকে নেতৃত্ব দিলেন রায়ান রিকলটন। ৪১ বলে ৬২ রান করে তিনি অপরাজিত থাকেন। আইপিএল টুর্নামেন্টে এটাই তাঁর প্রথম হাফসেঞ্চুরি। অন্যদিকে, ম্যাচটা শেষ করলেন সূর্যকুমার যাদব (৯ বলে অপরাজিত ২৭ রান)। সবমিলিয়ে ঘরের মাঠে জয় এই আনন্দকে যে আরও বাড়িয়ে দেবে, তা বলা যেতেই পারে। 

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। এরপর কী অসাধারণ বোলিং পারফরম্য়ান্স করল মুম্বই ইন্ডিয়ান্স। এই ম্য়াচে তারা শুরু থেকেই চাপে রাখে কলকাতা নাইট রাইডার্সকে। প্রথম ওভারেই নারিনের উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট। এরপর ডি ককের উইকেট শিকার করেন দীপক চাহার। এরপর শুরু হয় অশ্বিনীর রাজত্ব। ডেবিউ ম্য়াচে তিনি নাইট ব্রিগেডকে তুড়ি মেরে নাচালেন। কে বলবে, তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ম্য়াচ খেলতে নামেন। এই ম্য়াচে তিনি ৪ উইকেট শিকার করেন। প্রত্যেকটা ডেলিভারিতে অসাধারণ নিয়ন্ত্রণ ছিল। আর ছিল নিখুঁত দক্ষতা। ফিল্ডিং করার সময় বেশ কয়েকটা সুযোগ হাতছাড়া করলেও বল হাতে পুষিয়ে দেন তিনি।

Advertisment

সোমবারের ম্য়াচে কলকাতা নাইট রাইডার্সের সবকিছু যেন ভুল হচ্ছিল। শুরুতেই তারা দলের দুই ওপেনারকে হারিয়ে ফেলে। রাহানে এবং রঘুবংশী পাল্টা আক্রমণের পথে হেঁটেছিলেন বটে। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি। রিঙ্কু, রমনদীপ এবং মণীশ পাণ্ডে খুব বেশিক্ষণ ব্যাট করতে পারেননি। এই ম্য়াচে মণীশ ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে নেমেছিলেন। শুরুটা ভাল করলেও বড় রান করতে পারেননি। এই ম্য়াচে মুম্বই বরাবরই চালকের আসনে বসেছিল। কেকেআর ব্রিগেডকে এই ম্য়াচ জিততে হলে ম্যাজিকাল কিছু করতে হত। কিন্তু, সেটা তারা আর করতে পারেনি।

  • Mar 31, 2025 22:25 IST

    চলতি মরশুমের প্রথম জয় মুম্বই ইন্ডিয়ান্সের

    ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করলেন সূর্যকুমার যাদব। ৮ উইকেটে জয়লাভ করল মুম্বই ইন্ডিয়ান্স। ঘরের মাঠে এই জয় আনন্দের পারদ অনেকটা ঊর্ধ্বমুখী করে দিয়েছে।



  • Mar 31, 2025 22:23 IST

    রেকর্ড সূর্যকুমারের

    টি-২০ ক্রিকেটে ৮,০০০ রান করলেন সূর্যকুমার যাদব। দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে তিনি এই নজির কায়েম করলেন। শীর্ষে রয়েছেন আন্দ্রে রাসেল।



  • Advertisment
  • Mar 31, 2025 22:19 IST

    দ্বিতীয় উিকেট রাসেলের

    এই ম্য়াচে দ্বিতীয় উইকেট শিকার করলেন আন্দ্রে রাসেল। উইল জ্যাকসকে প্যাভিলিয়নের রাস্তা দেখালেন তিনি। জ্যাকস মাত্র ১৬ রান করে ফিরে যান। ইতিপূর্বে, রোহিতের উইকেট শিকার করেছিলেন রাসেল।



  • Mar 31, 2025 21:59 IST

    পাওয়ারপ্লে শেষে মুম্বইয়ের স্কোর

    ৬ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স এক উইকেট হারিয়ে ৫৫ রান করেছে। ক্রিজে রয়েছেন উইল জ্যাকস এবং রায়ান রিকলটন।



  • Mar 31, 2025 21:51 IST

    ফিরলেন রোহিত শর্মা

    অবশেষে প্রথম উইকেট পড়ল মুম্বই ইন্ডিয়ান্সের। ১৩ রান করে ফিরলেন রোহিত শর্মা। আন্দ্রে রাসেলের বলে বড় শট মারতে গিয়ে হর্ষিত রানার হাতে তিনি উইকেটটা ছুঁড়ে দিয়ে এলেন। বলটা তাঁর ব্য়াটের তলার দিকে লাগে। রোহিত ফিরলেও মুম্বই আপাতত চালকের আসনেই আছে।



  • Mar 31, 2025 21:34 IST

    এর ওভার শেষে মুম্বইয়ের স্কোর

    প্রথম ওভার শেষে মুম্বইয়ের স্কোর ১ রান। ব্যাট করছেন রোহিত শর্মা এবং রায়ান রিকলটন।



  • Mar 31, 2025 21:30 IST

    শুরু হল মুম্বইয়ের ইনিংস

    ১১৭ রানের টার্গেট তাড়া করতে নেমে মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামলেন রোহিত শর্মা এবং রায়ান রিকলটন। কেকেআর ব্রিগেডের হয়ে বল করছেন স্পেনসর জনসন।



  • Mar 31, 2025 21:10 IST

    অলআউট হয়ে গেল কলকাতা

    প্রথমে ব্যাট করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ১১৬ রানে অলআউট হয়ে গেল। কলকাতার হয়ে সর্বাধিক ২৬ রান করলেন অঙ্গকৃশ রঘুবংশী। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৪ উইকেট তুলে নেন অশ্বিনী কুমার। ডেবিউ ম্য়াচেই তিনি দুরন্ত পারফরম্য়ান্স করেন।



  • Mar 31, 2025 21:06 IST

    ১৬ ওভার শেষে কেকেআর-এর স্কোর

    ১৬ ওভার শেষে কেকেআর-এর স্কোর ৯ উইকেটে ১১০ রান। একেবারে জঘন্য ব্যাটিং করছে কেকেআর।



  • Mar 31, 2025 21:03 IST

    প্রথম সাফল্য ভিগনেশ পুথুরের

    আউট হয়ে গেলেন হর্ষিত রানা। কলকাতার ৯ উইকেট পড়ে গেল। ভিগনেশ পুথুর প্রথম উইকেট শিকার করলেন।



  • Mar 31, 2025 21:00 IST

    চতুর্থ উইকেট শিকার অশ্বিনীর

    কলকাতার অষ্টম উইকেটের পতন হল ফিরলেন আন্দ্রে রাসেল। অশ্বিনী কুমারকে বড় শট মারতে গিয়ে তিনি আউট হয়ে যান। এই ম্য়াচে রাসেন ১১ বলে ৫ রান করেছেন।



  • Mar 31, 2025 20:30 IST

    ক্লিন বোল্ড হলেন মণীশ পাণ্ডে

    ১১ ওভারের শেষ বলে ক্লিন বোল্ড হলেন মণীশ পাণ্ডে। ধ্বংসকর্তার নাম অশ্বিনী কুমার। অভিষেক ম্য়াচেই তিনি নিজের জাত চিনিয়ে দিলেন। ১১ ওভার শেষে কেকেআর ৭ উইকেট হারিয়ে ৮০ রান করেছে।



  • Mar 31, 2025 20:28 IST

    এবার ফিরলেন রিঙ্কু

    এবার ফিরে গেলেন রিঙ্কু সিং। নবাগত অশ্বিনী কুমারের বলে তিনি স্টেপ আউট করেছিলেন। কিন্তু, নমন ধীরের হাতে ক্যাচ দিয়ে তাঁকে ফিরে যেতে হল। ১৭ বলে ১৭ রান করলেন তিনি।



  • Mar 31, 2025 20:10 IST

    ৪৫ রানে পঞ্চম উইকেট পড়ল মুম্বইয়ের

    এবার ফিরলেন কলকাতা নাইট রাইডার্সের তরুণ ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশী। ১৬ বলে তিনি ২৬ রান করেন। অবশেষে হার্দিকের বলে তিনি নমন ধীরের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। পাঁচ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ল কেকেআর ব্রিগেড। 



  • Mar 31, 2025 20:02 IST

    দ্বিতীয় উইকেট শিকার করলেন দীপক চাহার

    মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দ্বিতীয় উইকেট শিকার করলেন দীপক চাহার। প্রথমে তিনি কুইন্টন ডি ককের উইকেট নিয়েছিলেন। এবার ভেঙ্কটেশ আইয়ারকে প্যাভিলিয়নের পথ দেখালেন। রায়ান রিকলটনের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হল আইয়ারকে। পাওয়ারপ্লে-র মধ্য়ে চতুর্থ উইকেট হারাল কেকেআর। ৯ বল খেলে তিনি মাত্র ৩ রান করলেন। ৬ ওভার শেষে কলকাতার স্কোর ৪১/৪।



  • Mar 31, 2025 19:50 IST

    কলকাতার তৃতীয় উইকেটের পতন

    আজই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অভিষেক করেছেন অশ্বিনী কুমার। আর ডেবিউ ম্য়াচের প্রথম বলেই তিনি উইকেট শিকার করে নিলেন। ফেরালেন অজিঙ্কা রাহানেকে। তিলক বর্মা নিলেন দুর্দান্ত একটা ক্যাচ নিলেন। ৭ বলে ১১ রান করে ফিরতে হল রাহানেকে। ইতিপূর্বে, একই রেকর্ড গড়েছিলেন মাথিশা পাথিরানাও। ডেবিউ ম্য়াচের প্রথম বলেই তিনি শুভমান গিলের উইকেট শিকার করেন।



  • Mar 31, 2025 19:40 IST

    আবারও ধাক্কা খেল কলকাতা

    ফের ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। এবার দীপক চাহারের বলে ফিরলেন কুইন্টন ডি কক। অশ্বিনী কুমারের হাতে সহজ ক্যাচ দিলেন ডি কক। তিনি ১ রান করেন। এই ম্য়াচে মুম্বইয়ের হয়ে ডেবিউ করেন অশ্বিনী।



  • Mar 31, 2025 19:36 IST

    শুরুতেই আউট সুনীল নারিন

    ট্রেন্ট বোল্টের ইয়র্কারে পরাস্ত হলেন সুনীল নারিন। প্রথম ওভারের চতুর্থ বলে বোল্ড হলেন তিনি। রানের খাতা খুলতে পারলেন না সুনীল। বড় ধাক্কা খেল কেকেআর।



  • Mar 31, 2025 19:12 IST

    মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ

    রায়ান রিকলটন, উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, অশ্বিনী কুমার, ভিগনেশ পুথুর।



  • Mar 31, 2025 19:09 IST

    কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ

    সুনীল নারিন, কুইন্টন ডি কক, অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, অঙ্গকৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, স্পেনসর জনসন, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।



  • Mar 31, 2025 19:02 IST

    টস আপডেট

    কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচের টস হয়ে গেল। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন।



  • Mar 31, 2025 15:47 IST

    মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ

    রোহিত শর্মা, রায়ান রিকলটন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, উইল জ্যাকস, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, ভিগনেশ পুথুর।



  • Mar 31, 2025 15:47 IST

    কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ

    কুইন্টন ডি কক (উইকেটকিপার), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, স্পেনসর জনসন, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী 



  • Mar 31, 2025 15:46 IST

    মুম্বই ইন্ডিয়ানস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ, ফ্রিতে কোথায় দেখবেন?

    MI বনাম KKR IPL 2025 ম্যাচটি সরাসরি সম্প্রচারিত হবে Star Sports Network-এ। MI বনাম KKR IPL 2025 ম্যাচটি JioHotstar অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি স্ট্রিমিং করা হবে।



  • Mar 31, 2025 15:15 IST

    দেখে নিন, হেড-টু-হেড রেকর্ড

    কেকেআর এবং মুম্বইয়ের মধ্যে এখনও পর্যন্ত ৩৪ ম্য়াচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ২৩ বার জয়লাভ করেছে। আর কলকাতা জিতেছে মাত্র ১১ ম্য়াচে।



  • Mar 31, 2025 14:45 IST

    কখন থেকে শুরু হবে কেকেআর বনাম মুম্বই ম্য়াচ?

    ভারতীয় সময় অনুসারে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচের আয়োজন করা হবে।



  • Mar 31, 2025 14:44 IST

    কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স

    নমস্কার, ২০২৫ আইপিএল টুর্নামেন্টের আরও একটি হাড্ডাহাড্ডি ম্য়াচে আপনাদের স্বাগত। সোমবার (৩১ মার্চ) কলকাতা নাইট রাইডার্স এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে ম্য়াচ আয়োজন করা হচ্ছে।



Kolkata Knight Riders Mumbai Indians IPL