Advertisment

IPL 2019, MI vs KXIP Highlights: রুদ্ধশ্বাস থ্রিলারে শেষ হাসি মুম্বইয়ের

KXIP vs MI Head to Head Highlights: শেষ ওভারের রুদ্ধশ্বাস থ্রিলারে তিন উইকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স।  ১৯৭ রান করেও ওয়াংখেড়েতে হারতে হল পাঞ্জাবকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Mumbai Indians Vs Kings XI Punjab

হাড্ডাহাড্ডি ম্যাচে আজ মুখোমুখি মুম্বই-পাঞ্জাব (ছবি-টুইটার)

IPL MI vs KXIP Highlights: শেষ ওভারের রুদ্ধশ্বাস থ্রিলারে তিন উইকেটে জয়ী মুম্বই ইন্ডিয়ান্স।  ১৯৭ রান করেও ওয়াংখেড়েতে হারতে হল পাঞ্জাবকে।

Advertisment

আইপিএলের দ্বাদশ সংস্করণ দেখল চতুর্থ সেঞ্চুরি। সনজু স্য়ামসন,  জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নারের পর চতুর্থ  ক্রিকেটার হিসেবে শতরান করলেন রাহুল। এককথায় অনবদ্য় ইনিংস খেললেন তিনি আজ। ৬৪ বলে ১০০ রানের অপরাজিত ইনিংসের সুবাদে দলের স্কোর নিয়ে গেলেন ১৯৭ রানে।মুম্বইয়ের টার্গেট ১৯৮।

আজ কিংস ইলেভেন পাঞ্জাব যখন ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে, তখন দু'পয়েন্টের লক্ষ্যে পুরোমাত্রায় ঝাঁপাবেন অশ্বিনরা। আগের ম্যাচেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দুরন্ত খেলে জিতেছেন কিংস ইলেভেন। এই মুহূর্তে জয়ের সেই মোমেন্টাম ধরে রাখার আসল চ্যালেঞ্জ প্রীতি জিন্টার দলের। হাফ ডজন ম্যাচ খেলার পরে চার জয়ের সৌজন্যে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কিংস ইলেভেন। মুম্বইয়ের শক্তিশালী দলের বিরুদ্ধে জিতে লিগ তালিকায় নিজেদের অবস্থান আরও মজবুত করতে চায় পাঞ্জাব।

অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স ঘরের মাঠে আলজারি জোসেফের সেই দুর্ধর্ষ অভিষেক-পারফরম্যান্সের পুনরাবৃত্তি চাইছে। সানরাইজার্সের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচেই ১২ রান খরচ করে ৬ উইকেট তুলে নিয়েছিল ক্যারিবিয়ান প্রতিভা। তাঁর সৌজন্যেই লো স্কোরিং ম্যাচে ৪০ রানে জেতে মুম্বই।

MI vs KXIP Highlights In Bengali

Live Blog

MI vs KXIP Live Cricket Score Updates In Bengali



























00:13 (IST)11 Apr 19










































রুদ্ধশ্বাস ম্য়াচে ৩ উইকেটে জয়ী মুম্বই

অসাধারণ খেলা। শেষ ওভারেরে সাসপেন্স থ্রিলারে জয়ী মুম্বই

00:02 (IST)11 Apr 19










































৬ বলে বাকি ১৫

১৯ ওভারে এল ১৬ রান, পোলার্ড...পোলার্ড...পোলার্ড...গ্য়ালারিতে একটাই আওয়াজ। তিনি কি পারবেন দলকে জেতাতে?

23:50 (IST)10 Apr 19










































পোলার্ড স্বপ্ন দেখাচ্ছেন

মুম্বইয়ের বাকি ১৮ বলে ৪০ রান। স্বপ্ন দেখাচ্ছেন পোলার্ড। অপরাজিত রয়েছেন হাফ-সেঞ্চুরি করে।

23:41 (IST)10 Apr 19










































আবার আউট, আগুনে ফর্মে শামি

মহম্মদ শামির কামাল। ক্রুনাল পাণ্ডিয়াক ফেরালেন তিনি। হাফ ডজন উইকেট হারাল মুম্বই। ২৪ বলে প্রয়োজন ৫৪ রান

23:32 (IST)10 Apr 19










































পাণ্ডিয়ার ইনিংস থামল

হার্দিক পাণ্ডিয়া আউট। মহম্মদ শামির বলে মিলারের হাতে ক্য়াচ আউট হয়ে গেলেন তিনি। মুম্বইয়ের দরকার ২৯ বলে ৬৩ রান। হাতে রয়েছে আর পাঁচ উইকেট। এখনও ক্রিজে আছেন পোলার্ড।

23:26 (IST)10 Apr 19










































তাণ্ডব করছেন পোলার্ড

মুম্বইয়ের ৩৬ বলে প্রয়োজন ৭০ রান।  পোলার্ড গ্য়ালারিতে বল পাঠাচ্ছেন অবলীলায়। দেখে মনে হচ্ছে তিনি আসল ক্রিকেট নন, ভিডিও গেমস খেলছেন। পাঁচটি ছয় মেরেছেন ইতিমধ্য়েই। তিনি ক্রিজে দাঁড়িয়ে গেলে একাই ম্য়াচ বার করে দেওয়ার ক্ষমতা রাখেন।

23:13 (IST)10 Apr 19










































ঈশান কিশান ফিরে গেলেন

আবার উইকেট, ঈশান কিশানকে রান আউট করে দিলেন কারেন। চার উইকেট হারিয়ে ফেলল মুম্বই। চাপ বাড়ছে পোলার্ডদের। মুম্বইয়ের হাতে ব্যাটসম্যান বলতে রয়েছেন পাণ্ডিয়া ভাইয়েরা।

23:10 (IST)10 Apr 19










































পোলার্ডের প্রহার শুরু

ক্রিস গেইল তাণ্ডব দেখিয়ে গিয়েছেেন কয়েক ঘণ্টা আগে। এবার কি তাঁর স্বদেশীয় কায়রন পোলার্ডের পালা? তেমনই  ইঙ্গিত তাঁর ব্য়াটে। পোলার্ড খেলতে শুরু করলে তাঁকে থামাতেও দিশাহীন হতে পারে মুম্বই।

22:54 (IST)10 Apr 19










































ডি কক আউট

ফিরে গেলেন ডি-কক। মুম্বইয়ের  টপ অর্ডার ধসিয়ে দিল পাঞ্জাব। ৬২ রানে চলে গেল তিন উইকেট। মুম্বইয়ের হাতে এখনও অনেক ব্য়াটসম্য়ন রয়েছে। ১১ ওভারে এ্রখনও ১৩৬ রান প্রয়োজন। 

22:48 (IST)10 Apr 19










































সূর্যকুমার যাদব আউট

১৫ বলে ২১ করে আউট হলেন সূর্যকুমার। স্য়াম কারেনের বলে ফ্লিক করতে গিয়ে আউট হলেন তিনি। আজ রোহিতের পরির্বতে অধিনায়কত্ব সামলাচ্ছেন কায়রন পোলার্ড। তিনিই ব্য়াট করতে এলেন। আট ওভার শেষে ৫২ তুলল মুম্বই। চলে গেল জোড়া উইকেট। ১২ ওভারে প্রয়োজন ১৪০ রান।

22:34 (IST)10 Apr 19










































শামি ক্লিন বোল্ড করে দিলেন লাদকে

১৩ বলে ১৫ করে ক্লিন বোল্ড হয়ে গেলেন লাদ। ভালই টাচে ছিলেন তিনি। মুম্বই পাঁচ ওভার শেষে ৪১ রান তুলল। এখনও অনেকটা পথ বাকি তাদের। খেলা সবে শুরু। সূর্যকুমার যাদব এবার আসবেন। তিনিও প্রয়োজনে বড় রান করতে পারেন। হাতে ভাল শট রয়েছে।

22:10 (IST)10 Apr 19










































নতুন ওপেনিং জুটি মুম্বইয়ের

সিধেশ লাদ ও কুইন্ট ডি ককে রান তাড়া করতে নামল। আজ নতুন ওপেনিং জুটি মুম্বইয়ের। প্রথম ওভারেই চলে এল ১১ রান। আজ লাদ মুম্বইয়ের হয়ে অভিষেক করলেন। রোহিত তাঁর হাতে ক্য়াপ তুলে দিয়েছিলেন।

21:53 (IST)10 Apr 19










































রাহুলের অনবদ্য় সেঞ্চুরি, মুম্বইয়ের টার্গেট ১৯৮

আইপিএলের দ্বাদশ সংস্করণ দেখল চতুর্থ সেঞ্চুরি। সনজু স্য়ামসন,  জনি বেয়ারস্টো, ডেভিড ওয়ার্নারের পর চতুর্থ  ক্রিকেটার হিসেবে শতরান করলেন রাহুল। এককথায় অনবদ্য় ইনিংস খেললেন তিনি আজ। ৬৪ বলে ১০০ রানের অপরাজিত ইনিংসের সুবাদে দলের স্কোর নিয়ে গেলেন ১৯৭ রানে।মুম্বইয়ের টার্গেট ১৯৮।

21:47 (IST)10 Apr 19










































১৯ নম্বর ওভারে হার্দিক পাণ্ডিয়া ২৫ রান দিলেন

পাণ্ডিয়াকে তিনটি ছয় ও একটি চার হাঁকালেন রাহুল। পাণ্ডিয়া বুঝে উঠতে পারছিলেন না, কোথায় বল ফেলবেন। রাহুল আজ শুরু থেকেই রণংদেহী।

21:41 (IST)10 Apr 19










































স্য়াম কারেন আউট

তিন বলের অতিথি ছিলেন কারেন। আট রান করে আউট হয়ে গেলেন। বুমরার বলে স্কুপ করতে গিয়ে ডি ককের হাতে ক্য়াচ দিয়ে বসলেন কারেন। পাঞ্জাবের হাতে শেষ দু ওভার। রান উঠল ১৫৯। রাহুল পাচ্ছেন মনদীপ সিংকে।

21:35 (IST)10 Apr 19










































করুণ নায়ার আউট

গেইলের পর মিলার এবং করুণ নায়ারকে হারিয়ে ফেলল পাঞ্জাব। আজ প্রীতির দলের থেকে আরও বেশি রানের প্রত্য়াশা ছিল। কিন্তু পরপর উইকেট হারিয়ে একটা ধাক্কা খেল পাঞ্জাব। ১৭ ওভার শেষে তারা ১৪৩ রান তুলল। হাতে আর শেষ তিন ওভার। এখন দেখার রাহুল আর স্য়াম কারেন কত রান তুলতে পারেন।

21:26 (IST)10 Apr 19










































কিলার মিলার আউট

হার্দিক পাণ্ডিয়ার বলে ডি ককের হাতে খোঁচা দিয়ে আউট হয়ে গেলেন ডেভিড মিলার। ১৫ ওভারে পাঞ্জাব ১৩১ রান তুলল। চলে গেল জোড়া উইকেট। গেইলের পর মিলারকে তুলে নিয়ে মুম্বই এখন অনেক বেশি রিল্য়াক্সড। মিলার আট বল খেলে মাত্র সাত রান করেছিলেন আজ।

21:13 (IST)10 Apr 19










































মুম্বই বিপদসীমার বাইরে

অবশেষে ক্রিস গেইল আউট। হাঁফ ছেঁড়ে বাঁচল মুম্বই। বেহেরেনডর্ফই শুভকাজটা করলেন দলের হয়ে। ৩৬ বলে ৬৩ করে পাণ্ডিয়ার হাতে ধরা পড়ে গেলেন তিনি। ১৩ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ১১৭ তুলল প্রীতির দল। হাতে আর অন্তিম ৭ ওভার।

20:59 (IST)10 Apr 19










































গেইলের ফিফটিতে পাঞ্জাবের ১০০

গ্য়ালারিতে বল উড়িয়ে প্রত্য়াশিত হাফ-সেঞ্চুরি ক্রিস গেইলের। পাঞ্জাব পার করে গেল ১০০। আজ গেইলের দিন। তাঁকে থামানো প্রায় অসম্ভব হয়ে উঠছে। বাইশ গজ জানে গেইল ফর্মে থাকলে একাই তছনছ করে দিতে পারেন।

20:54 (IST)10 Apr 19










































একে গেইলে রক্ষে নেই, দোসর হয়েছেন রাহুল

গেইল-রাহুল বিধ্বংসী ফর্মে রয়েছেন। মুম্বই দিশাহীন। গেইল আজের নিজের পরিচিত ব্র্য়ান্ডের ক্রিকেটটাই খেলছেন। ঝড়ের ইঙ্গিতই রয়েছে তাঁর উইলোতে। অন্য়দিকে রাহুলও মেজাজে খেলছেন। এই জুটি ভাঙতে না-পারলে মুম্বইয়ে দুর্ভোগ বাড়বে। ১০ ওভারে ৯৩ রান তুলে ফেললেন তাঁরা। আজ কিন্তু ওয়াংখেড়ে বড় রান দেখতে চলেছে।

20:37 (IST)10 Apr 19










































গেইল যেখানে পাওয়ার হিটিংয়ে ভরসা করছেন সেখানে সঙ্গী লোকেশের অস্ত্র নিঁখুত টাইমিং। সপ্তম ওভারে আলজারি জোসেফকে দেখিয়ে দিলেন ধুম-ধাড়াক্কা ক্রিকেটে টাইমিংয়েও ফুল ফোটানো যায়। ৭ ওভার শেষে কিংসদের স্কোর ৬৩।

20:26 (IST)10 Apr 19










































খুন খারাপি গেইল

গেইলের ব্যাট বেশিক্ষণ চুপ করিয়ে রাখতে পারলেন না বেহরেনডর্ফ। শুরুটা রাহুল করেছিলেন। সেই পথে হেঁটেই পঞ্চম ওভারে গেইলের ধুম-ধাড়াক্কা ব্যাটিং। এক ওভারের ছক্কার হ্যাটট্রিক ও একটা বাউন্ডারি।

20:21 (IST)10 Apr 19










































রাহুল-ধামাকা

রান রেট বাড়াতে হবে। এমন বাধ্যবাধকতার মধ্যেই কেএল রাহুলের ব্যাট থেকে বাউন্ডারি ও ওভার বাউন্ডারি। গেইলের ব্যাটে-বলে কানেকশন ঠিক মতো হচ্ছে না। তাই পরপর দু ওভারে বেহরেনডর্ফ ও আলজারি জোসেফের বলে চার-ছক্কা।

20:05 (IST)10 Apr 19










































প্রথম ওভার

প্রথম ওভারে দারুণ বোলিংয়ের নমুনা রেখে মাত্র ১ রান খরচ করলেন জেসন বেহরেনডর্ফ। ক্রিজে লোকেশ রাহুল (১) এবং গেইল (০)।

19:55 (IST)10 Apr 19










































উইজডেন ক্রিকেটার অফ দ্য ইয়ার

উইজডেনের অন্যতম বর্ষসেরা ক্রিকেটার স্যাম কুরান

19:45 (IST)10 Apr 19










































গেইল ভীতি

জসপ্রীত বুমরা ও লাসিথ মালিঙ্গার সামনে গেইলের বল্লা চলে না! পরিসংখ্যান বলছে এই কথা। তবে, দুই তারকা বোলাররা ক্যারিবিয়ান সুপারস্টারকে আউট করতে পেরেছেন মাত্র ৩বার। সেই তুলনায় মুম্বইয়ের অস্ট্রেলিয়ান বেন কাটিং একাই আউট করেছেন ৪বার। সবমিলিয়ে মুম্বইয়ের বোলারদের মধ্যে কাটিংই গেইলকে আউট করার সংখ্যায় শীর্ষস্থানে।

19:39 (IST)10 Apr 19










































টস

ঘরের মাঠে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত মুম্বইয়ের

19:31 (IST)10 Apr 19










































অশ্বিনের রণকৌশল

অধিনায়ক অশ্বিন নিজে সাধারণত পাওয়ার প্লে-র সময়ে আক্রমণে আসেন না। ফিল্ডিং ছড়ানো থাকলে বল হাতে ক্রিজে দেখা যায় তাঁকে। তবে ওয়াংখেড়ের পরিস্থিতি ভিন্ন। এখানে দিন-রাতের ম্যাচে শিশির গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। যদি মুজিবর রহমানকে প্রথম একাদশে রাখেন, তাহলে আফগান তারকাকে অশ্বিন পাওয়ার প্লেতে ব্যবহার করতে পারেন। নিজে আসতে পারেন মিডল ওভারে।

19:24 (IST)10 Apr 19










































মাঠে আগমন দুই দলের

মাঠে চলে এল দুই দল

19:23 (IST)10 Apr 19










































নতুন অভিষেক

মুম্বইয়ের জার্সিতে অভিষেক ঘটাতে চলেছেন সিদ্ধার্থ লাড। চোট পেয়ে ছিটকে যাওয়া মুম্বইকে আজ নেতৃত্ব দেবেন পোলার্ড।

19:22 (IST)10 Apr 19










































দুই দলের সম্ভাব্য একাদশ

মুম্বইয়ের সম্ভাব্য একাদশঃ রোহিত শর্মা (?), কুইন্টন ডিকক, সূর্যকুমার যাদব, ইশান কিষান, ক্রুনাল পাণ্ডিয়া, হার্দিক পাণ্ডিয়া, কায়রণ পোলার্ড, রাহুল চাহার, আলজারি জোসেফ, জসপ্রীত বুমরা, জেসন বেহরেনডর্ফ

কিংস ইলেভেনের সম্ভাব্য একাদশ লোকেশ রাহুল, ক্রিস গেইল, মায়াঙ্ক আগারওয়াল, সরফরাজ খান, ডেভিড মিলার/মোজেস হেনরিক্স, মনদীপ সিং, স্যাম কুরান, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সামি, মুজিব উর রহমান, অঙ্কিত রাজপুত

19:15 (IST)10 Apr 19










































রোহিতের চোট

গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে চোট সমস্যায় আক্রান্ত রোহিত শর্মা। মু্ম্বই অধিনায়কের চোট অস্বস্তি বেড়েছে ভারতীয় ক্রিকেটে। সামনেই বিশ্বকাপের দল ঘোষণা, তার আগে অনুশীলনের সময়ে রোহিতের চোট বিপাকে ফেলেছে নির্বাচকদের।

গত ম্যাচে চেন্নাইয়ের ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স ৭ উইকেটে হেরেছে। প্রায় একপেশে ম্যাচ খেলেই ধোনিরা দীনেশদের সরিয়ে লিগ তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছে।
IPL Kings XI Punjab Hardik Pandya Rohit Sharma mumbai Mumbai Indians
Advertisment