MI vs RCB Head to Head Record:আইপিএল (IPL 2025) টুর্নামেন্টে যখনই মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) একে অপরের বিরুদ্ধে খেলতে নামে, তখন নিঃসন্দেহে সেই লড়াই যথেষ্ট রোমাঞ্চকর হয়। সোমবার অর্থাৎ ৭ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আরও একবার এই দুটো দলের মধ্যে হাড্ডাহাড্ডি টক্কর দেখতে পাওয়া যাবে।
এই মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখনও পর্যন্ত তিনটের মধ্যে জোড়া ম্যাচে জয়লাভ করেছে। অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স ৪ ম্যাচের মধ্যে জিততে পেরেছে মাত্র একটি। এই পরিস্থিতিতে মুম্বই ইন্ডিয়ান্স ঘরের মাঠে আগামী ম্যাচ জেতার আপ্রাণ চেষ্টা করবে। যদিও বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও যথেষ্ট ভাল ফর্মে রয়েছে। ফলে মুম্বইয়ের পক্ষে লড়াইটা একেবারেই সহজ হবে না।
হেড-টু-হেড রেকর্ড
আইপিএল ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে এখনও পর্যন্ত মোট ৩৩ ম্যাচ খেলা হয়েছে। এরমধ্যে মুম্বই জিতেছে ১৯ ম্যাচে এবং আরসিবি ১৪ বার জয়লাভ করেছে।
যদি ওয়াংখেড়ে স্টেডিয়ামের রেকর্ড নিয়ে আলোচনা করতে হয়, তাহলে মুম্বইয়ের পাল্লা অনেকটাই ভারী হয়ে থাকবে। কারণ এই মাঠে দুটো দলের মধ্যে মোট ১২ ম্যাচের আয়োজন করা হয়েছে। এরমধ্যে ৯ ম্যাচে জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মাত্র তিনটে ম্যাচ জিততে পেরেছে।
তবে গত ৫ ম্যাচে অবশ্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অনেকটাই এগিয়ে থাকবে। কারণ আরসিবি তিনবার জয়লাভ করেছে। সেখানে মুম্বই একটি ম্যাচ পিছিয়ে রয়েছে।
এক নজরে পয়েন্টস টেবিল
বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে দাঁড়িয়ে রয়েছে। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স ২ পয়েন্ট সংগ্রহ করে দাঁড়িয়ে রয়েছে ৮ নম্বরে। মুম্বইয়ের নীচে রয়েছে চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার (৬ এপ্রিল) গুজরাটকে হারাতে পারলে হায়দরাবাদের সামনে মুম্বই এবং চেন্নাইকে টেক্কা দেওয়ার সুযোগ ছিল। কিন্তু, সেটা হয়নি।