MI vs RCB Highlights Score, IPL 2025: শেষ পর্যন্ত লড়েও হার, বেঙ্গালুরু ১২ রানে হারাল মুম্বইকে

MI vs RCB Highlights Score Streaming, Mumbai Indians vs Royal Challengers Bengaluru IPL 2025: টস হেরে প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু ৫ উইকেটে ২০ ওভারে তুলেছিল ২২১ রান। জবাবে মুম্বই ৯ উইকেটে ২০ ওভারে ২০৯ রান করেছে।

MI vs RCB Highlights Score Streaming, Mumbai Indians vs Royal Challengers Bengaluru IPL 2025: টস হেরে প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু ৫ উইকেটে ২০ ওভারে তুলেছিল ২২১ রান। জবাবে মুম্বই ৯ উইকেটে ২০ ওভারে ২০৯ রান করেছে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
MI vs RCB Today's Match: দুই দলের কড়া টক্কর

MI vs RCB Today's Match: দুই দলের কড়া টক্কর। (ছবি- আইপিএল)

MI vs RCB IPL 2025 Highlights Updates: শেষ পর্যন্ত ৯ উইকেটে ২০ ওভারে ২০৯ রান থামল মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস। ক্রুনাল পান্ডিয়ার বলে যশ দয়ালের হাতে ধরা পড়লেন নমন ধীর তিনি ৬ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১১ রান করেছেন। ক্রুনাল পান্ডিয়ার বলে টিম ডেভিডের হাতে ধরা পড়লেন দীপক চাহার। তিনি ১ বলে ১ রান করেছেন। ক্রুনাল পান্ডিয়ার বলে টিম ডেভিডের হাতে ধরা পড়েন মিচেল স্যান্টনার। তিনি ৪ বলে ১টি ছয়-সহ ৮ রান করেছেন। জশ হ্যাজলউডের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়েছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি ১৫ বলে ৩টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে ৪২ রান করেছেন। ভুবনেশ্বর কুমারের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েছেন তিলক ভার্মা। তিনি ২৯ বলে ৪টি চার এবং ৪টি ছয়-সহ ৫৬ রান করেছেন। যশ দয়ালের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়েছেন সূর্যকুমার যাদব। তিনি ২৬ বলে ৫টি চার-সহ ২৮ রান করেছেন। ক্রুনাল পান্ডিয়ার বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েছেন উইল জ্যাকস। তিনি ১৮ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২২ রান করেছেন। জশ হ্যাজলউডের বলে এলবিডব্লিউ হয়েছেন রিয়ান রিকেলটন। তিনি ১০ বলে ৪টি চার-সহ ১৭ রান করেছেন। যশ দয়ালের বলে বোল্ড হয়েছেন রোহিত শর্মা। তিনি ৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ১৭ রান করেছেন। 

Advertisment

প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু ৫ উইকেটে ২০ ওভারে তুলেছিল ২২১ রান। জিতেশ শর্মা ১৯ বলে ২টি চার এবং ৪টি ছয়-সহ ৪০ রান করে এবং টিম ডেভিড ১ বলে ১ রান করে অপরাজিত থেকে যান। ৩২ বলে ৫টি চার এবং ৪টি ছয়-সহ ৬৪ রান করে আউট হন রজত পাতিদার। তিনি ট্রেন্ট বোল্টের বলে রিয়ান রিকেলটনের হাতে ধরা পড়েন। দলের ২১৩ রানের মাথায় বেঙ্গালুরুর ৫ম উইকেটের পতন হয়। দলের ১৪৪ রানের মাথায় বেঙ্গালুরুর চতুর্থ উইকেটের পতন হয়। হার্দিক পান্ডিয়ার বলে জসপ্রীত বুমরার হাতে ধরা পড়েন লিয়াম লিভিংস্টোন। তিনি ২ বলে খেলে বিনা রানেই ফিরে যান। দলের ১৪৩ রানের মাথায় বেঙ্গালুরুর তৃতীয় উইকেটের পতন হয়। ৪২ বলে ৮টি চার এবং ২টি ছয়-সহ ৬৭ রান করে ফিরেছেন বিরাট কোহলি। তিনি হার্দিক পান্ডিয়ার বলে নমন ধীরের হাতে ধরা পড়েছেন। দলের ৯৫ রানের মাথায় বেঙ্গালুরুর দ্বিতীয় উইকেটের পতন হয়েছে। বিঘ্নেশ পুথুরের বলে উইল জ্যাকসের হাতে ধরা পড়েছেন দেবদত্ত পারিক্কল। তিনি ২২ বলে ২টি চার এবং ৩টি ছয়-সহ ৩৭ রান করেছেন। এর আগে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হন ফিল সল্ট। তিনি ২ বলে ১টি চার-সহ ৪ রান করে আউট হন। 

ওয়াংখেড়ে স্টেডিয়ামে সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া রজত পাতিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। আইপিএল ২০২৫ পয়েন্ট টেবিলে মুম্বই ইন্ডিয়ান্স ৪ ম্যাচে ৩টি হেরে ৮ নম্বরে নেমে গেছে। এই অবস্থায় আত্মবিশ্বাস ফেরাতে এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ মুম্বইয়ের জন্য। ম্যাচের শুরুতেই ট্রেন্ট বোল্ট ফিল সল্টকে ফিরিয়ে দিয়ে এক উইকেট তুলে নিয়েছেন। অন্যদিকে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখন পর্যন্ত ৩ ম্যাচে ২টি জিতে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে আছেন।

দলগুলি:

Advertisment

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Playing XI):
ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদত্ত পাডিক্কল, রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), টিম ডেভিড, ক্রুণাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল

মুম্বই ইন্ডিয়ান্স (Playing XI):
রোহিত শর্মা, রায়ান রিকেলটন (উইকেটকিপার), উইল জ্যাকস, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধীর, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রিত বুমরাহ

  • Apr 07, 2025 23:27 IST

    MI vs RCB LIVE Cricket Score, IPL 2025: শেষ পর্যন্ত লড়েও পরাজয়, বেঙ্গালুরু ১২ রানে হারাল মুম্বইকে

    শেষ পর্যন্ত ৯ উইকেটে ২০ ওভারে ২০৯ রান থামল মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস। ক্রুনাল পান্ডিয়ার বলে যশ দয়ালের হাতে ধরা পড়লেন নমন ধীর তিনি ৬ বলে ১টি চার এবং ১টি ছয়-সহ ১১ রান করেছেন। ক্রুনাল পান্ডিয়ার বলে টিম ডেভিডের হাতে ধরা পড়লেন দীপক চাহার। তিনি ১ বলে ১ রান করেছেন। ক্রুনাল পান্ডিয়ার বলে টিম ডেভিডের হাতে ধরা পড়েন মিচেল স্যান্টনার। তিনি ৪ বলে ১টি ছয়-সহ ৮ রান করেছেন। জশ হ্যাজলউডের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়েছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি ১৫ বলে ৩টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে ৪২ রান করেছেন। ভুবনেশ্বর কুমারের বলে ফিল সল্টের হাতে ধরা পড়েছেন তিলক ভার্মা। তিনি ২৯ বলে ৪টি চার এবং ৪টি ছয়-সহ ৫৬ রান করেছেন। যশ দয়ালের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়েছেন সূর্যকুমার যাদব। তিনি ২৬ বলে ৫টি চার-সহ ২৮ রান করেছেন। ক্রুনাল পান্ডিয়ার বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েছেন উইল জ্যাকস। তিনি ১৮ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২২ রান করেছেন। জশ হ্যাজলউডের বলে এলবিডব্লিউ হয়েছেন রিয়ান রিকেলটন। তিনি ১০ বলে ৪টি চার-সহ ১৭ রান করেছেন। যশ দয়ালের বলে বোল্ড হয়েছেন রোহিত শর্মা। তিনি ৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ১৭ রান করেছেন। 



  • Apr 07, 2025 23:20 IST

    MI vs RCB LIVE Cricket Score, IPL 2025: ফিরলেন স্যান্টনারওও, মুম্বইয়ের ৬ উইকেটের পতন

    ক্রুনাল পান্ডিয়ার বলে টিম ডেভিডের হাতে ধরা পড়লেন মিচেল স্যান্টনার। তিনি ৪ বলে ১টি ছয়-সহ ৮ রান করেছেন। জশ হ্যাজলউডের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়লেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি ১৫ বলে ৩টি চার এবং ৪টি ছয়ের সাহায্যে ৪২ রান করেছেন। ভুবনেশ্বর কুমারের বলে ফিল সল্টের হাতে ধরা পড়লেন তিলক ভার্মা। তিনি ২৯ বলে ৪টি চার এবং ৪টি ছয়-সহ ৫৬ রান করেছেন। যশ দয়ালের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়লেন সূর্যকুমার যাদব। তিনি ২৬ বলে ৫টি চার-সহ ২৮ রান করেছেন। ক্রুনাল পান্ডিয়ার বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েছেন উইল জ্যাকস। তিনি ১৮ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২২ রান করেছেন। জশ হ্যাজলউডের বলে এলবিডব্লিউ হয়েছেন রিয়ান রিকেলটন। তিনি ১০ বলে ৪টি চার-সহ ১৭ রান করেছেন। যশ দয়ালের বলে বোল্ড হয়েছেন রোহিত শর্মা। তিনি ৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ১৭ রান করেছেন। 



  • Apr 07, 2025 23:11 IST

    MI vs RCB LIVE Cricket Score, IPL 2025: তিলকের অনবদ্য লড়াই, থামলেন অর্ধশতরান করে

    ভুবনেশ্বর কুমারের বলে ফিল সল্টের হাতে ধরা পড়লেন তিলক ভার্মা। তিনি ২৯ বলে ৪টি চার এবং ৪টি ছয়-সহ ৫৬ রান করেছেন। যশ দয়ালের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়লেন সূর্যকুমার যাদব। তিনি ২৬ বলে ৫টি চার-সহ ২৮ রান করেছেন। ক্রুনাল পান্ডিয়ার বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েছেন উইল জ্যাকস। তিনি ১৮ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২২ রান করেছেন। জশ হ্যাজলউডের বলে এলবিডব্লিউ হয়েছেন রিয়ান রিকেলটন। তিনি ১০ বলে ৪টি চার-সহ ১৭ রান করেছেন। যশ দয়ালের বলে বোল্ড হয়েছেন রোহিত শর্মা। তিনি ৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ১৭ রান করেছেন। 



  • Apr 07, 2025 22:36 IST

    MI vs RCB LIVE Cricket Score, IPL 2025: লড়েও হার মানলেন সূর্য, ৪ উইকেট পতনে বিপাকে মুম্বই

    যশ দয়ালের বলে লিয়াম লিভিংস্টোনের হাতে ধরা পড়লেন সূর্যকুমার যাদব। তিনি ২৬ বলে ৫টি চার-সহ ২৮ রান করেছেন। ক্রুনাল পান্ডিয়ার বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েছেন উইল জ্যাকস। তিনি ১৮ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২২ রান করেছেন। জশ হ্যাজলউডের বলে এলবিডব্লিউ হয়েছেন রিয়ান রিকেলটন। তিনি ১০ বলে ৪টি চার-সহ ১৭ রান করেছেন। যশ দয়ালের বলে বোল্ড হয়েছেন রোহিত শর্মা। তিনি ৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ১৭ রান করেছেন। 



  • Apr 07, 2025 22:29 IST

    MI vs RCB LIVE Cricket Score, IPL 2025: অবধারিত হারের মুখে মুম্বই, জ্যাকসও ফিরে গেলেন

    ক্রুনাল পান্ডিয়ার বলে বিরাট কোহলির হাতে ধরা পড়েছেন উইল জ্যাকস। তিনি ১৮ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ২২ রান করেছেন। জশ হ্যাজলউডের বলে এলবিডব্লিউ হয়েছেন রিয়ান রিকেলটন। তিনি ১০ বলে ৪টি চার-সহ ১৭ রান করেছেন। যশ দয়ালের বলে বোল্ড হয়েছেন রোহিত শর্মা। তিনি ৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ১৭ রান করেছেন। 



  • Apr 07, 2025 21:49 IST

    MI vs RCB LIVE Cricket Score, IPL 2025: এবার রিয়াল রিকেলটন, মুম্বইয়ের ২য় উইকেটের পতন

    জশ হ্যাজলউডের বলে এলবিডব্লিউ হলেন রিয়ান রিকেলটন। তিনি ১০ বলে ৪টি চার-সহ ১৭ রান করেছেন। যশ দয়ালের বলে বোল্ড হয়েছেন রোহিত শর্মা। তিনি ৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ১৭ রান করেছেন। 



  • Apr 07, 2025 21:43 IST

    MI vs RCB LIVE Cricket Score, IPL 2025: কোহলি পারলেও আজও ব্যর্থ রোহিত, মুম্বইয়ের ১ম উইকেটের পতন

    যশ দয়ালের বলে বোল্ড হয়েছেন রোহিত শর্মা। তিনি ৯ বলে ২টি চার এবং ১টি ছয়-সহ ১৭ রান করেছেন। এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৫ উইকেটে ২০ ওভারে তুলেছে ২২১ রান।



  • Apr 07, 2025 21:20 IST

    MI vs RCB LIVE Cricket Score, IPL 2025: বেঙ্গালুরু ৫ উইকেটে ২০ ওভারে ২২১

    প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু ৫ উইকেটে ২০ ওভারে তুলল ২২১ রান। জিতেশ শর্মা ১৯ বলে ২টি চার এবং ৪টি ছয়-সহ ৪০ রান করে এবং টিম ডেভিড ১ বলে ১ রান করে অপরাজিত থেকে গেলেন। ৩২ বলে ৫টি চার এবং ৪টি ছয়-সহ ৬৪ রান করে আউট হন রজত পাতিদার। তিনি ট্রেন্ট বোল্টের বলে রিয়ান রিকেলটনের হাতে ধরা পড়েন। দলের ২১৩ রানের মাথায় বেঙ্গালুরুর ৫ম উইকেটের পতন হয়। দলের ১৪৪ রানের মাথায় বেঙ্গালুরুর চতুর্থ উইকেটের পতন হয়। হার্দিক পান্ডিয়ার বলে জসপ্রীত বুমরার হাতে ধরা পড়েন লিয়াম লিভিংস্টোন। তিনি ২ বলে খেলে বিনা রানেই ফিরে যান। দলের ১৪৩ রানের মাথায় বেঙ্গালুরুর তৃতীয় উইকেটের পতন হয়। ৪২ বলে ৮টি চার এবং ২টি ছয়-সহ ৬৭ রান করে ফিরেছেন বিরাট কোহলি। তিনি হার্দিক পান্ডিয়ার বলে নমন ধীরের হাতে ধরা পড়েছেন। দলের ৯৫ রানের মাথায় বেঙ্গালুরুর দ্বিতীয় উইকেটের পতন হয়েছে। বিঘ্নেশ পুথুরের বলে উইল জ্যাকসের হাতে ধরা পড়েছেন দেবদত্ত পারিক্কল। তিনি ২২ বলে ২টি চার এবং ৩টি ছয়-সহ ৩৭ রান করেছেন। এর আগে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হন ফিল সল্ট। তিনি ২ বলে ১টি চার-সহ ৪ রান করে আউট হন। 



  • Apr 07, 2025 20:52 IST

    MI vs RCB LIVE Cricket Score, IPL 2025: বেঙ্গালুরুর ৪র্থ উইকেটের পতন, ফিরলেন লিয়াম লিভিংস্টোন

    দলের ১৪৪ রানের মাথায় বেঙ্গালুরুর চতুর্থ উইকেটের পতন হয়েছে। হার্দিক পান্ডিয়ার বলে জসপ্রীত বুমরার হাতে ধরা পড়েছেন লিয়াম লিভিংস্টোন। তিনি ২ বলে খেলে বিনা রানেই ফিরে গিয়েছেন। দলের ১৪৩ রানের মাথায় বেঙ্গালুরুর তৃতীয় উইকেটের পতন হল। ৪২ বলে ৮টি চার এবং ২টি ছয়-সহ ৬৭ রান করে ফিরলেন বিরাট কোহলি। তিনি হার্দিক পান্ডিয়ার বলে নমন ধীরের হাতে ধরা পড়েছেন। দলের ৯৫ রানের মাথায় বেঙ্গালুরুর দ্বিতীয় উইকেটের পতন হয়েছে। বিঘ্নেশ পুথুরের বলে উইল জ্যাকসের হাতে ধরা পড়েছেন দেবদত্ত পারিক্কল। তিনি ২২ বলে ২টি চার এবং ৩টি ছয়-সহ ৩৭ রান করেছেন। এর আগে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়েছেন ফিল সল্ট। তিনি ২ বলে ১টি চার-সহ ৪ রান করে আউট হন।



  • Apr 07, 2025 20:25 IST

    MI vs RCB LIVE Cricket Score, IPL 2025: বেঙ্গালুরুর দ্বিতীয় উইকেটের পতন, ফিরলেন দেবদত্ত পারিক্কল

    দলের ৯৫ রানের মাথায় বেঙ্গালুরুর দ্বিতীয় উইকেটের পতন হয়েছে। বিঘ্নেশ পুথুরের বলে উইল জ্যাকসের হাতে ধরা পড়েছেন দেবদত্ত পারিক্কল। তিনি ২২ বলে ২টি চার এবং ৩টি ছয়-সহ ৩৭ রান করেছেন। এর আগে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়েছেন ফিল সল্ট। তিনি ২ বলে ১টি চার-সহ ৪ রান করে আউট হন। 



  • Apr 07, 2025 20:15 IST

    MI vs RCB LIVE Cricket Score, IPL 2025: বিরাট কোহলির অর্ধশতরান

    রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল ২০২৫-এর ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৯ বলে ৫১ রান করে অর্ধশতরান পূর্ণ করলেন বিরাট কোহলি। এই ম্যাচে বিরাট কোহলি টি-২০ ক্রিকেটে ১৩,০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন। ৩৬ বছর বয়সি কোহলি এই কীর্তি গড়লেন আজকের ম্যাচে ব্যক্তিগত ১৭ রানে পৌঁছনোর পর। তিনি এই রেকর্ড গড়া প্রথম ভারতীয় ক্রিকেটার এবং বিশ্বের পঞ্চম ব্যাটার, যিনি টি-২০ ক্রিকেটে ১৩,০০০ রান পূর্ণ করলেন।



  • Apr 07, 2025 20:04 IST

    MI vs RCB LIVE Cricket Score, IPL 2025: বিরাট কোহলির ১৩,০০০ টি-২০ রান পূর্ণ

    রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল ২০২৫-এর ম্যাচটি ওয়াংখেড়ে স্টেডিয়ামে চলছে। এই ম্যাচে বিরাট কোহলি টি-২০ ক্রিকেটে ১৩,০০০ রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন। ৩৬ বছর বয়সি কোহলি এই কীর্তি গড়লেন আজকের ম্যাচে ব্যক্তিগত ১৭ রানে পৌঁছনোর পর। তিনি এই রেকর্ড গড়া প্রথম ভারতীয় ক্রিকেটার এবং বিশ্বের পঞ্চম ব্যাটার, যিনি টি-২০ ক্রিকেটে ১৩,০০০ রান পূর্ণ করলেন।



  • Apr 07, 2025 19:57 IST

    MI vs RCB LIVE Cricket Score, IPL 2025: নমস্কার! মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচে স্বাগত

    মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ইতিমধ্যে মুম্বই ১ উইকেট পেয়েছে।



Indian Premier League (IPL) Royal Challengers Bengaluru Mumbai Indians