Michael Atherton on India vs Pakistan: হাইপের মত খেলার মান মোটেও ওঠে না! ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা নিয়ে মুখ খুললেন আথারটন

Michael Atherton on India vs Pakistan: ভারত চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে এবং কার্যত সেমিফাইনালে পৌঁছেই গিয়েছে। ২ মার্চ ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ লিগ ম্যাচ খেলবে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Babar Azam vs Virat Kohli comparison

Babar Azam and Virat Kohli: চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি হয়েছিলেন বাবর-কোহলি (টুইটার)

Michael Atherton on India vs Pakistan: ইংল্যান্ড-এর প্রাক্তন অধিনায়ক মাইকেল আথারটন বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা এখন "একপেশে" হয়ে গিয়েছে। কারণ এই ম্যাচ নিয়ে যতটা আলোড়ন সৃষ্টি হয়, তা প্রত্যাশা পূরণ করতে পারছে না। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ এ পর্বে রবিবার দুবাইয়ে ভারত পাকিস্তানকে ছয় উইকেটে পরাজিত করেছে।

Advertisment

"আসলে, এটি পুরোপুরি একপেশে ছিল," স্কাই স্পোর্টস পডকাস্টে বলে দিয়েছেন মাইকেল আথারটন।

"অনেক আগেই এটা অনুমান করা যাচ্ছিল। পাকিস্তানের ব্যাটিং লাইনআপ দুর্বল, যেমনটা প্রথম ম্যাচেও দেখা গিয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে। ব্যাটিংয়ে মনে হলো কিছুটা শক্তি এবং গতিশীলতার অভাব রয়েছে ওঁদের।"

আথারটন যুক্তি দেন যে, এই ম্যাচ নিয়ে যত প্রচারমাধ্যম হাইপ তৈরি হয়, সেই তুলনায় খেলার মান সেভাবে উত্তেজনা সৃষ্টি করতে পারছে না।

Advertisment

"এই প্রতিদ্বন্দ্বিতার জন্য এটা একটা সমস্যা, তাই না? এটি অত্যন্ত প্রতীক্ষিত একটি ম্যাচ, নানা কারণে। এর একটি বড় কারণ হলো, এই দুই দল খুব কমই মুখোমুখি হয়। তারা শুধুমাত্র আইসিসি ইভেন্টগুলোতে নিরপেক্ষ ভেন্যুতে খেলে, সুস্পষ্ট কারণবশত," তিনি বলেন।

"কিন্তু এই ম্যাচকে ঘিরে এত প্রচারণা হয় যে, সবাই চায় খেলার মানও সেই প্রচারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হোক। গত ১০ বছরে যদি ফলাফল দেখা যায়, ওডিআই ফরম্যাটে তারা নয়বার মুখোমুখি হয়েছে।

"পাকিস্তান কেবল একবারই জিতেছে, আর সেটি ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে, দ্য ওভালে। তাই এখন এটি একপেশে লড়াই। তবে আমি পরিসংখ্যান দেখেছি।

"২০০০ সালের পর থেকে ওডিআই-তে পাকিস্তান ভারতের বিরুদ্ধে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। আমার মনে হয়, তারা ২৬টি ম্যাচ জিতেছে এবং ৩০টি হেরেছে, এরকম কিছু। কিন্তু গত ১০ বছরে, সেই নয়টি ম্যাচের মধ্যে ভারতের পক্ষেই ফলাফল গিয়েছে, একবার বাদে।"

Champions Trophy india pakistan India-Pakistan India Vs Pakistan match