Advertisment

Kohli in t20 World Cup: কোহলিকে বাদ দিয়েই বিশ্বকাপের দল সাজাও! আগারকারকে বিরাট পরামর্শ ভনের

Team India in t20 World Cup: এদেশে প্রতিভার অভাব নেই। তাঁদের মধ্যে বেশ কয়েকজন আবার নিজের বিভাগে বিশ্বসেরা। শুধু তাই নয়, ভারতেই বিশ্বের বৃহত্তম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগও চলে। কিন্তু, তারপরও টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে সাম্প্রতিককালে ভারতের সাফল্য অধরাই।

author-image
Chinmoy Bhattacharjee
New Update
Michael Vaughan, Ajit Aharkar, Virat Kolhi

Michael Vaughan-Ajit Aharkar-Virat Kolhi: বামদিক থেকে মাইকেল ভন, অজিত আগরকর ও বিরাট কোহলি। (ছবি- টুইটার এবং ইনস্টাগ্রাম)

Team India t20 World Cup selection: ভারতীয় জাতীয় ক্রিকেট দলের অন্যতম স্তম্ভ বিরাট কোহলি। সেই বিরাট কোহলিকে বাদ দিয়েই টি-২০ বিশ্বকাপের দল বাছতে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকারকে পরামর্শ দিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন। আগামী ১ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। তার আগে এপ্রিলের শেষেই বাছাই হতে পারে ভারতীয় স্কোয়াড।

Advertisment

এবারের বিশ্বকাপ যৌথভাবে হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায়। ইতিমধ্যেই টি-২০ বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। আর, সময় যতই এগিয়ে আসছে, ততই ভারতীয় দলকে ঘিরে বাড়ছে প্রত্যাশার পারদ। উদ্বোধনী সংস্করণ জেতার পর থেকে ভারত এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপে কিছু করে দেখাতে পারেনি। অথচ এদেশে প্রতিভার অভাব নেই। তাঁদের মধ্যে বেশ কয়েকজন আবার নিজের বিভাগে বিশ্বসেরা। শুধু তাই নয়, ভারতেই বিশ্বের বৃহত্তম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগও চলে। কিন্তু, তারপরও টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে সাম্প্রতিককালে ভারতের সাফল্য অধরাই।

২০২১ সালে তো গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল। ২০২২-এ তা-ও সেমিফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। কিন্তু, তারপরও আইপিএলের আগে কয়েকটি সিরিজে অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজারা ভালো পারফরম্যান্স করায়, বিসিসিআই ফের দল নির্বাচনে পরীক্ষিতদের ওপরই ভরসা রাখতে পারে। যদিও যশস্বী জয়সওয়াল, রিংকু সিংদের মত কয়েকজনের নামও নির্বাচকদের মাথায় ভাসছে।

বিসিসিআই সচিব জয় শাহ আগেই জানিয়ে দিয়েছিলেন, দল নির্বাচনের ক্ষেত্রে আইপিএলের পারফরম্যান্সকে তাঁরা বিশেষ গুরুত্ব দিয়ে দেখবেন। তারমধ্যেই প্রাক্তন ইংল্যান্ড তারকা মাইকেল ভন কোহলিকে বাদ দেওয়ার পরামর্শ দিয়ে বসলেন। সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে চেন্নাই সুপার কিংসের ম্যাচের পর ভন ওই পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন-  শেষ ওভারে ডিফেন্ড করতে হবে ১০ রান! বুমরাকে বোলিংই দেবেন না বাবর, আজব যুক্তি পাক ক্যাপ্টেনের

ইংল্যান্ডের প্রাক্তন ক্যাপ্টেন বলেছেন, 'আমি অজিত আগরকারকে বলব, ভয় পাবেন না। যদি শেষ পর্যন্ত মনে করেন যে বিরাট কোহলি বা কেএল রাহুলকে ছাড়া ভারতীয় টি-২০ দল ভালো হলে, তবে, তেমনটাই বাছুন। সব বড় নাম বাছতেই হবে, এসব চাপ মাথায় রাখবেন না। কারণ, তারা এর আগেও ট্রফি জিততে পারেনি।' ভনের এসব পরামর্শের জবাব অবশ্য ইতিমধ্যেই ক্রিজে দিয়েছেন বিরাট, রাহুলরা। তারমধ্যে বিরাট কোহলি এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ইতিমধ্যেই ৭২ বলে অপরাজিত ১১৩ রান করেছেন। কেএল রাহুল আবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ৩১ বলে অনবদ্য ৩৩ রান করেছেন।

Virat Kohli BCCI IPL T20 T20 World Cup Ajit Agarkar
Advertisment