Cricket Australia in T20 World Cup 2024: টি২০ ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্যাপ্টেন হচ্ছেন মিচেল মার্শ। এমনটাই জানিয়ে দিলেন কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড। ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন মুলুকে আয়োজিত বিশ্বকাপে নেতা হিসেবে দেখা যাবে না প্যাট কামিন্সকে।
গত বছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারানোর পর অস্ট্রেলিয়ার তরফে হার্ড হিটার মিচেল মার্শকে নেতা ঘোষণা করা হয়। এর পরে মার্শের নেতৃত্বে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকায় গিয়ে হোয়াইটওয়াশ জয় পায়। সেই সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৯২ এবং ৭৯ করার সুবাদে মার্শকে সিরিজের সেরা ঘোষণা করা হয়। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়া মার্শের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে ২-১ জয় পেয়েছে। নিউজিল্যান্ডে গিয়ে কিউইদের ক্লিন সুইপ করেছে।
টিম ম্যানেজমেন্টের অন্যতম মুখ হেড কোচ এন্ড্রু ম্যাকডোনাল্ড। তিনিই মার্শকে শো-পিস ইভেন্টে নেতা হওয়ার জন্য ব্যাক করেছেন। এছাড়াও নির্বাচক কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি এবং অন্য সদস্য টনি ডুডমেদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন মার্শ। তাঁরাই ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে নিজেদের পছন্দ হিসাবে মার্শের নাম জানিয়ে দেবেন।
আরও পড়ুন- শামিকে নিয়ে চরম দুঃসংবাদ জয় শাহের! এক মন্তব্যেই ভেসে এল দুঃখের ঢেউ
ক্রিকেট.কম.এইউ-কে অজি হেড কোচ জানিয়েছেন, "সবাই মিচকেই নেতা চাইছেন। আমাদের স্রেফ কয়েকটা বিষয়ে উন্নতি করতে হবে। ও যেভাবে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছে, তাতে আমরা আশাবাদী। বিশ্বকাপে ও-ই আমাদের নেতা।"
এরন ফিঞ্চের অবসরের পর মার্শকেই টি২০ দলের নেতা বাছা হয়েছিল। ২০২১-এ ফিঞ্চের অধিনায়কত্বেই অস্ট্রেলিয়া প্ৰথমবার টি২০ ওয়ার্ল্ড কাপ জয়ী হয়। আর অজিদের বিশ্বকাপ জয়ের প্রধান স্থপতি ছিলেন মার্শ। ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। ম্যাচের সেরাও হন। মার্শের অনুপস্থিতিতে ম্যাথু ওয়েড নেতৃত্বের ভূমিকা পালন করছিলেন। বিশ্বকাপ সমাপ্ত হওয়ার পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় সারির দলকে নেতৃত্ব দেন ওয়েড ভারতের বিপক্ষে। এই সেই সিরিজে অজিরা ১-৪ ব্যবধানে পরাস্ত হয়।
৫৪ টি২০ ম্যাচে মার্শ ২২.৭৬ গড়ে ১৪৩২ রান করেছেন। নয়টা হাফসেঞ্চুরি সমেত। এমনকি বল হাতেও ১৭ উইকেট তুলে নিয়েছেন সীমিত টি২০ কেরিয়ারে।
টি২০ ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া গ্রুপ-বিতে রয়েছে। অজিদের গ্রুপ পর্বে মোকাবিলা করতে হবে ওমান, ইংল্যান্ড, নামিবিয়া, স্কটল্যান্ডের বিপক্ষে। ৬ জুন বার্বাডোজে ওমানের বিপক্ষে অস্ট্রেলিয়া বিশ্বকাপ অভিযান শুরু করবে।