Advertisment

কোনও দুর্বলতাই নেই ভারতের, গলায় অসহায়তা বিখ্যাত কোচের

মিকি আর্থারকে কোচ করেই ভারত সফরে এসেছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। গুয়াহাটিতে প্রথম ম্যাচ খেলা না হলেও ইন্দোরে ভারত সহজ লড়াইয়ে হারিয়েছে শ্রীলঙ্কাকে। তারপরেই ভারতের প্রশংসায় পঞ্চমুখ মিকি।

author-image
IE Bangla Web Desk
New Update
Team India

ইন্দোরে অপ্রতিরোধ্য ভারতীয় দল (ফেসবুক)

গোটা বিশ্ব দেখে শিখুক, ভারত কীভাবে প্রতিভাবান ক্রিকেটারদের পরিচর্যা করে। প্রতিভা তুলে আনার এটাই সেরা উপায়। কার্যত এমন ভাষাতেই শ্রীলঙ্কান কোচ মিকি আর্থার ভারতীয় ক্রিকেটকে প্রশংসায় ভরিয়ে দিলেন। পাকিস্তানের কোচ থেকে ছাঁটাই হতে হয়েছিল বিশ্বকাপের পরেই। তারপরেই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড দক্ষিণ আফ্রিকান কোচের হাতে জাতীয় দলের দায় চাপিয়েছিল।

Advertisment

আরও পড়ুন কেকেআর তারকায় মজেছেন কোহলি! বিশ্বকাপ জিততে বড় ভরসা ক্যাপ্টেনের

সেই মিকি আর্থারকে কোচ করেই ভারত সফরে এসেছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। গুয়াহাটিতে প্রথম ম্যাচ খেলা না হলেও ইন্দোরে ভারত সহজ লড়াইয়ে হারিয়েছে শ্রীলঙ্কাকে। তারপরেই ভারতের প্রশংসায় পঞ্চমুখ মিকি। তিনি সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন, "ভারত যে ভাবে তরুণ ক্রিকেটারদের তুলে আনছে, তা দারুণ ব্যাপার। যে ভাবে ওদের ওপর দায়িত্ব চাপানো হচ্ছে, সেটাও অসাধারণ। আর এই তরুণরা যে ভাবে সাড়া দিচ্ছে, সেটাও মুগ্ধ করার মতো। এই মুহূর্তে বিশ্বক্রিকেটে ভারত সত্যিই দুর্দান্ত জায়গায় রয়েছে।"

আরও পড়ুন ধোনি-২ মুক্তি শীঘ্রই, কী কী দেখবেন পর্দায় জেনে নিন

এরপরেই কেএল রাহুলের দৃষ্টান্ত তুলে ধরে মিকি বলেছেন, "কেএল রাহুলের দিকেই তাকানো যাক। ও বেশ কয়েকটা শট খেলল, যা দুর্দান্ত বিষয়। ভারত এখন অস্ট্রেলিয়ার মতো সেরাদের মধ্যে। অস্ট্রেলিয়া এখন আবার দল হিসেবে ঘুরে দাঁড়িয়েছে। ভারত আবার এমন একটা দল যাদের দুর্বলতা খুঁজে বের করা মুশকিল।"

শ্রীলঙ্কাকে আরও উন্নতি করার বার্তা দিয়েছেন তিনি। ইন্দোরের ম্যাচের বিশ্লেষণ করতে বসে মিকি আর্থার জানিয়েছেন, "আমরা স্কোরবোর্ডে পর্যাপ্ত রান তুলতে পারিনি। ওয়ার্ম আপ ম্যাচে আমাদের বোলার ইসুরু উদানাকে হারাতে হলো। স্কোরবোর্ডে আর ২০-২৫ রান যোগ করলেই ভারতকে চাপে রাখা যেত। আমাদের বেশ কিছু ব্যাটসম্যান শুরুটা ভাল করেছিল। তবে তারপরে উইকেট ছুড়ে দিয়ে আসে। দলের কোনও একজনকে ৭০-৮০ করতেই হবে।"

Read the full story in ENGLISH

cricket Sri Lanka
Advertisment