Advertisment

বিরাট না শচীন, কে সেরা! জানিয়ে দিলেন মাইক্রোসফটের বস

বিরাট কোহলি নাকি শচীন তেন্ডুলকর, কে সেরা! সেই প্রশ্নের জবাবেই তুখোড় বুদ্ধিমত্তার পরিচয় দিলেন তিনি। জানিয়ে দিলেন নিজের পছন্দ।

author-image
IE Bangla Web Desk
New Update
satya nadella sachin tendulkar and virat kohli

শচীন তেন্ডুলকর, বিরাট কোহলি এবং সত্য নাদেল্লা (টুইটার)

গুগলের সিইও তিনি। ভারতীয় হিসেবে টেক-দুনিয়ায় দেশের নাম উজ্জ্বল করেছেন তিনি। বর্তমানে তিনি মার্কিন প্রবাসী। তবে ভারতীয় হিসেবে রক্তের টান তো থেকেই যায়। ভারতে মাইক্রোসফট-এর একটি অনুষ্ঠানে এসে ভারতীয় শাখার প্রধান অনন্ত মাহেশ্বরীর কাছে জানালেন নিজের ভাললাগার কথা। ক্রিকেট প্রেমের কথা।

Advertisment

তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, বিরাট কোহলি নাকি শচীন তেন্ডুলকর, কে সেরা! সেই প্রশ্নের জবাবেই তুখোড় বুদ্ধিমত্তার পরিচয় দিলেন তিনি। বললেন, "এটা অনেকটা ধর্ম বাছাইয়ের মতো বিষয়। গতকাল হলে শচীন বলতাম। আজ হলে কোহলি।"

আরও পড়ুন বাতিল উইলিয়ামসন, ‘কলঙ্কিত’ তারকাকে নেতা বাছল হায়দরাবাদ

সচিন না কোহলি! সেরা ব্যাট কে, তর্ক বেশ কিছুদিন আগে থেকেই চলছে। বর্তমান ক্রিকেট বিশ্বের একচ্ছত্র সম্রাট বিরাট কোহলি। মাত্র কয়েক বছর আন্তর্জার্তিক ক্রিকেট খেলেই ৭০টি শতরানের মালিক হয়ে গিয়েছেন কোহলি। সচিন দীর্ঘ আড়াই দশকের কেরিয়ারে আবার একশো শতরানের অধিকারী।

আরও পড়ুন কেকেআরের আশঙ্কাই সত্যি! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ ঘোষণা বোর্ডের

যাইহোক, মাইক্রোসফট বস-কে আরও জিজ্ঞাসা করা হয়, কোডিং এবং ক্রিকেটের মধ্যে একটা বেছে নিতে হলে, তিনি কী করবেন। ভারতীয় বংশোদ্ভূত টেক জায়ান্ট সংস্থার প্রধান ফের একবার নিজের প্রবল রসবোধের পরিচয় দেন। জানান, তিনি হলে দুটোই নিতেন। দুটি ক্ষেত্রকে একসঙ্গে মেশাতেন। পাশাপাশি তিনি অনিল কুম্বলের প্রসঙ্গও তুলে আনেন।

তিনি বলেন, "আমি হলে ক্রিকেটের কোডিং বাছতাম। গতকালই অনিল কুম্বলের সঙ্গে দেখা হল। ওঁর একটি স্টার্ট আপ কোম্পানি রয়েছে, যেখানে ক্রিকেট ব্যাট প্রযুক্তির সেন্সর ব্যবহার করে থাকে। কোডিং এমন একটা বিষয় যা আগামীদিনের দারুণ ভবিষ্যতের জন্য নমনীয়, পরিবর্তনশীল উপযোগী।"

Sachin Tendulkar google Virat Kohli
Advertisment