চলতি বছর রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য কুস্তিগির বজরং পুনিয়ার নাম পাঠানো হলেও শেষ পর্যন্ত তা গ্রহণ করা হয়নি। আর তাতেই বেজায় চটেছেন হরিয়ানার বছর চব্বিশের বক্সার। এমনকি সরকার যদি তাঁর পাশে না-দাঁড়ায়, তাহলে তিনি সুবিচারের জন্য আদালতের দ্বারস্থ হবেন বলে হুঙ্কার দিয়েছেন। যদিও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর তাঁকে আস্বস্ত করেছেন যে, বিষয়টা খতিয়ে দেখা হবে বলেই।
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বজরং বললেন, “আমার ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্ত গত সন্ধ্যায় বৈঠকের আগে একটা ফোন পাই। আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম যে, কেন আমার নাম বিবেচনা করা হল না! উনি বলেছিলেন যে, আমার পয়েন্ট বিরাট কোহলি ও মীরাবাই চানুর থেকে কম। কিন্তু আমার পয়েন্ট ওদের থেকে বেশি। আমি সুবিচার চাই। ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন যে, তিনি বিষয়টা খতিয়ে দেখবেন। কিন্তু খেলরত্ন অনুষ্ঠানের আগে আর সেরকম সময় নেই হাতে। আমি সন্ধ্যা অবধি দেখব। যদি দেখি সরকারের পক্ষ থেকে কোনও সদুত্তর না-পাই, তাহলে আমি আগামিকাল আদালতের দ্বারস্থ হব।”
আরও পড়ুন: খেলরত্নের মনোনয়ন পেলেন বিরাট কোহলি ও মীরাবাঈ চানু
পুনিয়া চলতি বছর কমনওয়েলথ ও এশিয়ান গেমসে সোনা পেয়েছেন। সূত্রের খবর, শেষ মুহূর্তে পুরস্কার প্রাপকের নামের আর কোনও পরিবর্তন হবে না। ক্রীড়ামন্ত্রক নিজেদের সিদ্ধান্তেই স্থির থাকবে। ফি-বছর ২৯ অগস্ট জাতীয় ক্রীড়া দিবসের দিনেই রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দেওয়া হয়। কিন্তু এই বছর ধ্যান চাঁদের জন্মদিনের দিন এশিয়ান গেমস চলছিল বলেই পিছিয়ে ২৫ সেপ্টেম্বর করা হয়েছে।