Advertisment

ক্লাব বন্ধের সিদ্ধান্ত বাজাজের, ফের কী নয়া গিমিক মিনার্ভার মালিকের

author-image
IE Bangla Web Desk
New Update
Ranjit Bajaj

রঞ্জিৎ বাজাজ (ছবি: টুইটার)

ফেডারেশনের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছিল ক্লাব জোটগুলির। সেই সমস্যার সুরাহা এখনও হয়নি। তার মধ্যেই এবার সরাসরি বিস্ফোরণ ঘটিয়ে ক্লাব তুলে দেওয়ার হুমকি দিলেন মিনার্ভা পাঞ্জাবের কর্ণধার রঞ্জিৎ বাজাজ। পরপর টুইট করে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন সর্বভারতীয় ফুটবল সংস্থার বিরুদ্ধে। বিস্ফোরক ভঙ্গিতে তিনি ফেডারেশনের অন্তর্ঘাতের অভিযোগও তুলেছেন।

Advertisment

5, 2019

5, 2019

5, 2019

5, 2019

5, 2019


ঘটনা হল, সামনেই মিনার্ভা পাঞ্জাবের এএফপি কাপের খেলা। সেখানে ১লা মে বাজাজের দলের মুখোমুখি নেপালের ক্লাব। মিনার্ভার সঙ্গে নেপালের ক্লাবটির খেলার কথা উড়িষ্যার কলিঙ্গ স্টেডিয়ামে। সেখানেই নাকি খেলতে বাধা দেওয়া হচ্ছে। বাজাজ টুইটে লেখেন, "ভীষণ দুঃখের সঙ্গে জানাচ্ছি অতীতে অন্য অনেক ক্লাব যা করেছে, সেরকমভাবেই আমাদের ক্লাব বন্ধ রাখতে হচ্ছে। ২০১৮-১৯ সালের আইলিগের চ্যাম্পিয়ন দল, যুব পর্যায়ে বয়সভিত্তিক তিন দলের ছয় খেতাব জিতেছি। সেই দলই বন্ধ করে দিতে হচ্ছে।" তাঁর অভিযোগ, আগে থেকে কলিঙ্গ স্টেডিয়াম বুকিং করে রাখা সত্ত্বেও উড়িষ্যা সরকারের মাধ্যমে সেই ম্যাচ বাতিল করার পরিকল্পনা স্বয়ং ফেডারেশনের। ফেডারেশনের 'অপকর্মে' আইএসএলের এফডিএসএলকেও সমানভাবে দায়ী করেছেন তিনি।

এর আগে বহু ক্লাব আর্থিক সমস্যার কারণে বন্ধ হয়ে গিয়েছে। জেসিটি, মাহিন্দ্রা ইউনাইটেড, ভিভা কেরলের মতো বহু ক্লাব এখন ইতিহাস হয়ে গিয়েছে। মিনার্ভার কর্ণধার যদি সত্যিই সেই তালিকায় নাম লেখান, তা সত্যিই ভারতীয় ফুটবলে বড় ধাক্কা হতে চলেছে। অবশ্য রঞ্জিৎ বাজাজ এর আগেও একাধিকবার বিভিন্ন কারণে হুমকি দিয়েছেন। বহুবার বিতর্কের জন্ম দিয়েছেন। তাঁর একের পর এক টুইট 'গিমিক' কিনা, সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

Football Punjab odisha
Advertisment