Mirabai Chanu: দেশের মুখ উজ্জ্বল করলেন এই 'অগ্নিকন্যা', ধন্য ধন্য করছেন সকলে

Commonwealth Championship 2025: বর্তমানে অহমেদাবাদে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়েছে। এই কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে মীরাবাঈ চানু সোনার পদক জয় করে দুর্দান্ত কামব্যাক করলেন।

Commonwealth Championship 2025: বর্তমানে অহমেদাবাদে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়েছে। এই কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে মীরাবাঈ চানু সোনার পদক জয় করে দুর্দান্ত কামব্যাক করলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mirabai Chanu

ভারতের মহিলা ওয়েট লিফটার মীরাবাঈ চানু

Mirabai Chanu: বর্তমানে অহমেদাবাদে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপ (Commonwealth Championship 2025) আয়োজন করা হয়েছে। এই কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে মীরাবাঈ চানু সোনার পদক জয় করে দুর্দান্ত কামব্যাক করলেন। গত ১ বছর মীরাবাঈ খেলাধুলোর জগৎ থেকে একেবারেই বিচ্ছিন্ন ছিলেন। ইতিপূর্বে তাঁকে প্যারিস অলিম্পিক্সে দেখতে পাওয়া গিয়েছিল। আর এবার ফের একবার মীরাবাঈ আন্তর্জাতিক ওয়েটলিফটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করলেন।

Advertisment

Algerian boxer Imane Khelif wins gold at Paris Olympics: নারী হয়েই জন্মেছি, রয়েছি! অলিম্পিকে সোনা জয়ের পর খুল্লামখুল্লা বিস্ফোরণ 'জৈবিক পুরুষ' ইমেনের

সোনার পদক জয় করলেন মীরাবাঈ চানু

চলতি কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা ওয়েট লিফটাপ মীরাবাঈ চানু ৪৮ কেজি ওজন বিভাগে অংশগ্রহণ করেছিলেন। ইতিমধ্যে তিনি মোট ১৯৩ কিলোগ্রামে ভার উত্তোলন করেন। ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে মীরাবাঈ মোট ১০৯ কিলোগ্রাম ওজন তুলেছেন। এছাড়া স্ন্যাচের তিনটে প্রচেষ্টার মধ্যে মীরাবাঈ চানু মাত্র একবারই সফল হয়েছেন। সেখানে তিনি ৮৪ কেজি ওজন তুলেছিলেন।

Advertisment

Paris Olympics 2024: মেয়েদের মুক্তির বার্তা দিয়ে বিতাড়িত আফগান ড্যান্সার, গনগনে বিতর্কে জড়িয়ে পড়ল প্যারিস অলিম্পিক

এরপর ক্লিন অ্যান্ড জার্কের প্রথম প্রচেষ্টাতেই মীরাবাঈ ১০৫ কিলোগ্রাম ওজন তোলেন। এরপর দ্বিতীয় প্রচেষ্টাতেও তিনি যথেষ্ট সফল হয়েছিলেন। এবার তিনি ১১৩ কিলোগ্রাম ওজন তোলেন। যদিও তৃতীয় প্রচেষ্টায় মীরাবাঈ ব্যর্থ হন। সেকারণে স্ন্যাচ বিভাগে ৮৪ এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৯ কিলোগ্রাম মিলিয়ে তিনি মোট ১৯৩ কিলোগ্রাম ওজন তুলে সোনার পদক জয় করেন।

Bangladesh at Paris Olympics: গেমসের ইতিহাসে নিকৃষ্টদের মধ্যেও নিকৃষ্টতম! প্যারিস অলিম্পিকে কটা পদক পেল 'স্বাধীন' বাংলাদেশ

দেখুন ভিডিও:

টোকিও অলিম্পিকে জিতেছিলেন রুপোর পদক

২০২০ সালে আয়োজিত টোকিও অলিম্পিকে মীরাবাঈ চানু ৪৯ কেজি বিভাগে ভারতের হয়ে রুপোর পদক জয় করেছিলেন। যদিও প্যারিস অলিম্পিকে তিনি কোনও পদক জিততে পারেননি। একথা আর বলার অপেক্ষা রাখে না, এবার লস অ্যাঞ্জেলস অলিম্পিকে তাঁর উপরে সকলের নজর থাকবে। উল্লেখ্য, চোটের কারণে মীরাবাঈ চানু গত ১ বছর ধরে ভারোত্তলন করতে পারেননি। প্রথমে মীরাবাই ৪৯ কিলোগ্রাম ক্যাটেগরিতে অংশগ্রহণ করতেন। পরে অবশ্য ৪৮ কিলোগ্রাম ক্যাটেগরিতে শিফট করেছেন। কারণ অলিম্পিক থেকে এই ক্যাটেগরি প্রত্যাহার করা হয়েছে।

Commonwealth Championship 2025 Mirabai Chanu