Advertisment

৬০০০ মিটার উঁচুতে বরফের মধ্যে এখনও বেঁচে ভারতীয়! নিখোঁজ অনুরাগকে নিয়ে বিরাট আপডেট

নিখোঁজ অনুরাগকে নিয়ে বড় আপডেট জানা গেল বৃহস্পতিবার

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

নেপালের মাউন্ট অন্নপূর্ণা অভিযানে গিয়ে ক্রেভাসের মধ্যে পড়ে হারিয়ে গিয়েছিলেন ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালো। ভাবা হয়েছিল তিনি হয়ত প্রাণ হারিয়েছেন। তবে তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধারকারী দল উদ্ধার করেছে। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন তাঁর ভাই।

Advertisment

রাজস্থানের কৃষ্ণগড়ের বাসিন্দা মালো। বিশ্বের দশম উচ্চতম শৃঙ্গ মাউন্ট অন্নপূর্ণা অভিযানে গিয়ে সোমবার ৩৪ বছরের এই পর্বতারোহী নিখোঁজ হয়ে যান ৬০০০ মিটার উচ্চতায়। সেই সময় ক্যাম্প থ্রি থেকে নামছিলেন তিনি।

তাঁর ভাই সুধীর জানিয়েছেন, "ওঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় ওঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে ও এখনও জীবিত রয়েছে। আপাতত ওঁর চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আমরা ফোকাস করছি।"

ইউএন-এর গ্লোবাল গোলস-এর লক্ষ্য পূরণের জন্য বিশ্বের সমস্ত ৮ হাজারি শৃঙ্গ জয় পাখির চোখ করেছিলেন। সেই সঙ্গে সচেতনতা বৃদ্ধির জন্য সপ্ত মহাদেশের সর্বোচ্চ সাত শৃঙ্গ জয় করতে চেয়েছিলেন তিনি। REX কর্মবীরচক্র পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। ভারত থেকে ২০৪১ আন্টার্কটিকার ইউথ এম্বাসাডরও হন মালো।

Read the full article in ENGLISH

sports Mount Everest Sports News mountain Sports Others
Advertisment