Advertisment

স্টার্ক যা করলেন তা এর আগে কেউ বিশ্বকাপে করেননি

ম্যাচের এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়াকে ক্রিকেটের পরিভাষায় ফাইফার বলে। স্টার্ক বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে একের বেশি ফাইফার নেওয়ার নজির গড়লেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Mitchell Starc becomes first bowler to take three five-wicket hauls in World Cup history

স্টার্ক যা করলেন তা এর আগে কেউ বিশ্বকাপে করেননি (ছবি-টুইটার/আইসিসি)

লর্ডসে হলুদ জার্সিধারীদের ঔদ্ধত্য দেখেছে বাইশ গজ। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৮৬ রানে নিউজিল্যান্ডকে হারিয়ে বুঝিয়ে দিয়েছে কেন তারা এবারও চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার। অজিদের ২৪৩ রান তাড়া করতে নেম ১৫৭ রানে গুটিয়ে যায় ব্ল্যাকক্যাপস। অজিদের হয়ে বল হাতে ফুল ফুটিয়েছেন সেই মিচেল স্টার্ক। ৯.৪ ওভার বল করে মাত্র ২৬ রান খরচ করে একাই তুলে নিয়েছেন পাঁচ উইকেট। স্টার্কের আগুনেই ঝলসে গেছে কিউয়িরা।

Advertisment

আর এই পাঁচ উইকেটের সৌজন্যেই এক অনন্য নজির গড়লেন স্টার্ক। ম্যাচের এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়াকে ক্রিকেটের পরিভাষায় ফাইফার বলে। স্টার্ক বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে একের বেশি ফাইফার নেওয়ার নজির গড়লেন।

আরও পড়ুন: মাঠে জয় সরফরাজদের, গ্য়ালারিতে আগুন! মারামারি আফগানিস্তান-পাকিস্তানের

গত বিশ্বকাপে স্টার্ক ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন। আর সেবার পুল পর্যায়ের ম্যাচে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২৮ রান খরচ করে স্টার্ক তুলে নিয়েছিলেন হাফডজন উইকেট। দেখতে গেলে ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটল। চলতি বিশ্বকাপে স্টার্ক ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ফাইফার পান। ১০ ওভার বল করে ৪৬ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন তিনি। শেষ দু'টি বিশ্বকাপ মিলিয়ে স্টার্কের ঝুলিতে ৪৬টি উইকেট চলে এল। স্টার্ক যে ফর্মে রয়েছেন, এবারও তিনি যদি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।

New Zealand Cricket World Cup Australia
Advertisment