দ্বিতীয় টি২০ ম্যাচ জিতলেই সিরিজ ভারতের। এমন অবস্থায় বড়সড় ধাক্কা খেল অজিরা। পারিবারিক কারণে বায়ো সিকিউর বাবল ছেড়ে বাড়ি ফিরে গেলেন মিচেল স্টার্ক। তিনি সিরিজের বাকি দুই ম্যাচে আর খেলবেন না।
ক্যানবেরা থেকে সিডনি পৌঁছেই স্টার্ক জানতে পারেন পরিবারের একজন অসুস্থ। সঙ্গেসঙ্গেই জাতীয় দল ছেড়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নেন তিনি। রবিবার অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গার এক প্রেস বিবৃতিতে বলেন, "এই বিশ্বে পরিবারের থেকে বড় আর কিছুই নয়। মিচের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হতে পারে না। ওর যতটা সময় প্রয়োজন, ততটা সময় আমরা ওকে দেব। যখন ও দলে ফিরবে স্বাগত জানাবো।"
আরো পড়ুন: ‘হিন্দুরা বেইমান’, হিন্দুদের জন্য বিষ ওগড়ালেন যুবির বাবা, ভিডিও দেখুন
শুক্রবার ১১ রানে জয়ের পর ভারত আপাতত সিরিজে ১-০ এগিয়ে রয়েছে। মিচেল স্টার্কের পরিবর্ত কে হতে চলেছেন, তা এখনো জানানো হয়নি অজি শিবির থেকে।
ক্যানবেরার জয় এবার সিডনিতেও তুলে আনতে চাইবে টিম ইন্ডিয়া। ম্যানুকা ওভালে টসে হেরে ভারত প্রথমে ব্যাট করতে নেমে ১৬১/৭ তুলেছিল। কেএল রাহুল হাফসেঞ্চুরি করে যান। স্লগ ওভারে রবীন্দ্র জাদেজা গুরুত্বপূর্ণ ৪৪ রান কর যান। অন্যদিকে অজিদের হয়ে সেরা বোলার মোজেস হেনরিকস। ২২ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করেন তিনি।
জবাবে ব্যাট করতে নেমে কোনো অজি ব্যাটসম্যানই সুবিধা করতে পারেনি। নটরাজন, চাহাল ৩টে করে উইকেট নিয়ে ধসিয়ে দেন অজি ব্যাটিং লাইনআপে। ১১ রানে জয় পায় ভারত। এই নিয়ে টি২০-তে টানা নবম ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের বিপক্ষে এর আগে ভারত ৩-০, ৫-০ সিরিজ জিতেছিল। এদিকে, রাজধানী শহর ক্যানবেরায় এর আগে অস্ট্রেলীয় দল কোনো আন্তর্জাতিক ম্যাচে হারেনি। তবে তৃতীয় ওডিআইয়ের পর প্রথম টি২০ টানা দু ম্যাচ হেরে বসল অজিরা।
যাইহোক, মিচেল স্টার্কের পর দ্বিতীয় টি২০-তেও অনিশ্চিত অধিনায়ক ফিঞ্চ। তাঁর পরিবর্তে স্টিভ স্মিথকে ফের নেতৃত্বের আর্মব্যান্ড পড়ানো হয় কিনা, তা দেখার।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন