জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন। তারপর কেকেআরের জার্সিতে আইপিএল খেলা হয়নি। সেই কারণেই এবার নিজের ইন্সুরেন্স কোম্পানির কাছে ১.৫৩ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করলেন মিচেল স্টার্ক।
গত বছর এপ্রিল মাসেই ইন্সুরেন্স কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তিনি। তবে বিমা সংস্থা সেই চোটের সময় নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। সেই প্রমাণ দেওয়ার জন্যই এবার সংশ্লিষ্ট কোম্পানির কাছে ভিডিও ফুটেজ জমা দেওয়া হয়েছে।
গত মাসে মধ্যস্থতা করার প্রচেষ্টা ভেস্তে যায়। তারপর স্টার্কের ম্যানেজার এন্ড্রু ফ্রেশার ফক্স স্পোর্টসের থেকে সংগৃহীত ভিডিও ফুটেজ জমা দিলেন। প্রসঙ্গত, ২০১৮ সালের আইপিএলে ১.৮ মিলিয়ন ডলারের চুক্তি ছিনিয়ে নিয়েছিলেন।
সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে ইন্সুরেন্স কোম্পানির তরফে আইনজীবী জানান, সেই সময় ফুটেজ খতিয়ে দেখার পর্যাপ্ত সময় পাননি তাঁরা। স্টার্কের আইনজীবীরা বলছেন, ১৩ মাস সময় পেলেও তারা ফুটেজ দেখার সময় পাননি কেন!
বিমার শর্ত অনুযায়ী, স্টার্ককে দেখাতে হবে "হঠাৎ অপ্রত্যাশিতভাবে তিনি একটি ইভেন্ট থেকেই চোট পেয়েছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পোর্ট এলিজাবেথ টেস্টে চোট পান তারকা পেসার। এরপর সিরিজের তৃতীয় টেস্টেও খেলেন তিনি।
আদালতে দুই পক্ষই মেডিকেল রিপোর্ট জমা দিয়ে পরস্পরবিরোধী দাবি করেছেন। স্টার্কের সপক্ষে বিবৃতি দিয়েছেন শল্যচিকিৎসক রাসেল মিলার। তবে বিমা কোম্পানির তরফে চিকিৎসক সীমাস ডালটন জানিয়েছেন, কোনো একটি নির্দিষ্ট সময় চোটে আক্রান্ত হননি স্টার্ক। বরং কাফ মাসলে সমস্যা নিয়ে তৃতীয় টেস্টে খেলে চোট পান তিনি।