Mitchell Starc Retirement: আচমকা অবসর আগুন পেসারের, ভয়ঙ্কর সমস্যায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল

Australia Cricket Team: আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে টি-২০ বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। কিন্তু, তার আগেই অস্ট্রেলিয়ার এক তারকা পেস বোলার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন।

Australia Cricket Team: আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে টি-২০ বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। কিন্তু, তার আগেই অস্ট্রেলিয়ার এক তারকা পেস বোলার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mitchell Starc T20I retirement

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন মিচেল স্টার্ক

Mitchell Starc: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন মিচেল স্টার্ক। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্য়াটে তিনি ডেবিউ করেছিলেন। ১৩ বছর পর তিনি শেষপর্যন্ত এই ফরম্য়াটকে বিদায় জানালেন। সত্যি কথা বলতে কী, স্টার্ক যে এইভাবে অবসর গ্রহণ করবেন, সেটা কেউ কল্পনাও করতে পারেননি। আচমকা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে গুডবাই বলে সমর্থকদের যথেষ্ট বিস্মিত করেছেন। তবে এই সিদ্ধান্তের পিছনে কারণটাও খোলসা করেছেন এই অজি ক্রিকেটার।

কেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন মিচেল স্টার্ক?

Advertisment

একটি বিবৃতি দিয়ে মিচেল স্টার্ক জানিয়েছেন যে তিনি ভারতের বিরুদ্ধে সিরিজ, ওয়ানডে বিশ্বকাপ এবং অ্যাশেজ সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করতে চান। আর সেকারণেই তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন। ওই স্টেটমেন্টে স্টার্ক বলেছেন, 'এখন আমার লক্ষ্য টিম ইন্ডিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ, অ্যাশেজ এবং ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। আমি মনে করি যে এই দুটো সিরিজ এবং বিশ্বকাপ টুর্নামেন্টের জন্য নিজেকে আরও বেশি ফিট এবং ফ্রেশ রাখা দরকার। সেকারণে এটার (আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর) থেকে ভাল সিদ্ধান্ত আর কিছু হতে পারে বলে আমার মনে হয়নি। পাশাপাশি আমার এই সিদ্ধান্ত টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বোলিং ডিপার্টমেন্টকে আরও ভালভাবে প্রস্তুতি গ্রহণ করতে সাহায্য করবে।'

টি-২০ কেরিয়ারে স্টার্কের সবথেকে স্মরণীয় মুহূর্ত কোনটা ছিল?

মিচেল স্টার্কের আন্তর্জাতিক টি-২০ কেরিয়ার যথেষ্ট দীর্ঘ। বেশ কয়েকবার তিনি একাই বল হাতে গোটা ম্য়াচের রং বদলে দিয়েছেন। তবে অস্ট্রেলিয়ার দলের জার্সিতে তাঁর টি-২০ কেরিয়ারের সবথেকে স্মরণীয় মুহূর্ত হল ২০২১ বিশ্বকাপ। তিনি জানিয়েছেন, 'টেস্ট ক্রিকেটকেই আমি সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি। অস্ট্রেলিয়ার হয়ে খেলা টি-২০ ক্রিকেটের প্রত্যেকটা মুহূর্তই আমার কাছে স্মরণীয়। তবে আমি বিশেষ করে ২০২১ বিশ্বকাপের কথা উল্লেখ করব। ওই বছর আমরা বিশ্বকাপ খেতাব জিতেছিলাম বলেই নয়, বরং আমাদের গোটা দলটাই দুর্দান্ত পারফরম্য়ান্স করেছিল। এই টুর্নামেন্টটা আমি যথেষ্ট উপভোগ করেছিলাম।'

মিচেল স্টার্কের আন্তর্জাতিক টি-২০ রেকর্ড

Advertisment

অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক ৬৫ আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেলেছেন। ইতিমধ্যে তিনি ২৩.৮১ বোলিং গড়ে মোট ৭৯ উইকেট শিকার করেছেন। তাঁর কেরিয়ারে ইকোনমি রেট ৭.৭৪। একবার টি-২০ ক্রিকেটে তিনি ৪ উইকেট হল করেছিলেন। ২০২৬ টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া অবশ্যই স্টার্কের অভাব অনুভব করবে। যদিও স্টার্কের বিকল্প খুঁজে নেওয়ার জন্য তাদের হাতে পর্যাপ্ত সময় রয়েছে।

Mitchell Starc