Advertisment

দু-দশক আন্তর্জাতিক ক্রিকেটে, মিতালি রাজের নয়া নজির

মিতালি রাজের নজির গড়ার দিনেই ভারত সহজে জয় পেল দক্ষিণ আফ্রিকার মহিলা দলের বিপক্ষে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা দল ৪৬ ওভারে ১৬৪ রানে অল আউট হয়ে যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Mithali Raj

জাতীয় দলের জার্সিতে মিতালি রাজ (টুইটার)

১০ কিংবা ১৫ বছর নয়। আন্তর্জাতিক ক্রিকেটে টানা ২০ বছর। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে এবার নজির তৈরি করলেন মিতালি রাজ। বুধবারে দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিপক্ষে প্রথম ওয়ান ডে-তে খেলতে নেমে এই নজির গড়লেন তিনি। প্রথম একদিনের ম্যাচেই ভারতীয় মহিলা দল ৮ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকানদের। আর সেই ম্যাচেই বিরল কীর্তি জাতীয় দলের অধিনায়ক মিতালির।

Advertisment

আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯৯৯ সালের ২৬ জুন অভিষেক ওয়ান ডে ম্যাচে খেলতে নেমেছিলেন। তারপরে কেটে গিয়েছে দীর্ঘ ২০ বছর ১৯৫ দিন। ওয়ান ডে ক্রিকেটে তিনিই প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে দুই দশক আন্তর্জাতিক ক্রিকেটে খেলার নজির স্থাপন করলেন।

আরও পড়ুন অভিষেকেই বাজিমাত প্রিয়ার, প্রোটিয়াজ মহিলা দলকে শুরুতেই হারাল ভারত

দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে পরিসংখ্যান অনুযায়ী, মিতালি এখনও পর্যন্ত ২০৪টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। সবথেকে বেশি ওয়ান ডে ম্যাচে খেলার কৃতিত্বও তাঁর। এরপরে ওয়ান ডে ম্য়াচ খেলার নিরিখে এই তালিকায় রয়েছেন যথাক্রমে ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস (১৯১), ঝুলন গোস্বামী (১৭৮), এবং অ্যালেক্স ব্ল্যাকওয়েল (১৪৪)। পাশাপাশি মিতালির আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ১০টি টেস্ট এবং ৮৯টি টি২০ ম্যাচেও খেলেছেন। গত মাসেই আন্তর্জাতিক ক্রিকেটে টি২০ ম্যাচ থেকে অবসর নিয়েছেন।

মিতালি রাজের নজির গড়ার দিনেই ভারত সহজে জয় পেল দক্ষিণ আফ্রিকার মহিলা দলের বিপক্ষে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা দল ৪৬ ওভারে ১৬৪ রানে অল আউট হয়ে যায়। ঝুলন গোস্বামী একাই নেন তিন-তিনটে উইকেট। শিখা পাণ্ডে, পুনম যাদব এবং একতা বিস্ত দুটো করে উইকেট নেন। সহজ টার্গেট তাড়া করতে নেমে ভারতকে জয় এনে দেন অভিষেককারী প্রিয়া পুনিয়া এবং জেমাইমা রড্রিগেজ। স্মৃতি মান্ধানা চোট পেয়ে ছিটকে যাওয়ায় প্রিয়া পুনিয়ার কাছে সুযোগ এসেছিল। তিনি সেই সুযোগের সদ্ব্যবহার করে প্রথম ম্যাচেই ১২৪ বলে ৭৫ রানের ইনিংস উপহার দেন। অন্য ওপেনার জেমাইমা রড্রিগেজ ৬৫ বলে ৫৫ রানের ইনিংস খেলে যান।

Read the full article in ENGLISH

Mithali Raj BCCI
Advertisment