জাতীয় দলের নির্বাচকরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ান-ডে ও তিন ম্যাচের টি-২০ সিরিজের দল বেছে নিয়েছেন। ফের একবার ওয়ান-ডে দলের দায়িত্বে মিতালি। টি-টোয়েন্টির অধিনায়কত্বের দায়িত্ব হরমনপ্রীতের কাঁধেই। শেষ ২৪ ঘণ্টায় মিতালি রয়েছেন শহরে। পূর্ব-ভারতের এক জুয়েলারি রিটেইল চেনের সৌজন্যে কলকাতায় এসেছেন তিনি। শনিবার দুপুরে একটি ইভেন্টে সাংবাদিকদের মুখোমুখি হন মিতালি। অকপট অবতারেই ধরা দিলেন ভারতীয় দলের ক্যাপ্টেন। হাসিমুখেই সব প্রশ্নের উত্তর দিলেন। মহিলা দলের সাম্প্রতিক ডামাডোল থেকে ভবিষ্য়ত পরিকল্পনা নিয়ে স্ট্রেইট ব্যাটে খেললেন তিনি। রমনকে নিয়েও বললেন কথা। তাঁর কথায় একটা বিষয় পরিস্কার, তিনি অতীত ভুলে এখন সামনের দিকে তাকাতে চান।
হরমনপ্রীতের সঙ্গে ভুল বোঝাবুঝি বা মনোমালিন্যর পালা শেষ মিতালির। ফের একবার দু’জন দু’জনের ক্যাপ্টেনসিতে খেলবেন। হরমনপ্রীতের সঙ্গে বিবাদের প্রসঙ্গে মিতালি বললেন, “দেখুন, দলের ১৫ জন প্লেয়ারই আলাদা। ভারতীয় দল একটা বড় পরিবাবের মতো। এখানে মতপার্থক্য হতেই পারে। হয়ে থাকে। এসব আমাদের কাছে কখনই প্রায়োরিটি নয়। অত্যন্ত গৌণ বিষয়। আমরা যখন জাতীয় দলের হয়ে মাঠে নামি তখন একটা ইউনিটের মতো। আমরা প্রত্যেকেই পেশাদার ক্রিকেটার। এটা মাথায় থাকে যে, মাঠে আমাদের কিছু কাজ রয়েছে।"
আরও পড়ুন: বোর্ডকে বিস্ফোরক চিঠি মিতালির, তোপ দাগলেন ডায়না এডালজি ও কোচের বিরুদ্ধে
ভারতীয় মহিলা ক্রিকেটে সম্প্রতি যা ঘটেছে তা একেবারেই কাঙ্খিত ছিল না বলেই জানিয়েছেন মিতালি। বললেন, "কয়েকটা দিন আমার আর আমার পরিবার খুব চাপের মধ্যে গিয়েছিল। আমার আশেপাশের মানুষেরও খারাপ লেগেছিল এই ঘটনায়। আর যে কারণে মহিলা ক্রিকেট লাইমলাইটে এসেছিল, তা একেবারেই কাঙ্খিত ছিল না। এতে প্রত্যেকেই কোনও না কোনও ভাবে প্রভাবিত হয়েছে। স্পোর্টস থেকেই ফোকাসটা সরে গিয়েছিল। এখন আবার সব ঠিক হয়েছে। ভবিষ্য়তের কথা ভেবেই ইতিবাচক হয়ে আমাদের এগিয়ে যেতে হবে। নজরটা পুরোপুুরি খেলার উপরেই রাখতে হবে।"
টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসেবে মিতালি খুব দূরের কথা ভাবতে চান না। আগামী বছরটাই তাঁর ভাবনায়। ২০২১-এ টি-২০ বিশ্বকাপে তিনি আদৌ খেলবেন কি না সে নিয়ে এখনই কিছু মন্তব্য করতে চান না। জানালেন, “২০১৯-এ আমাদের প্রচুর ক্রিকেট রয়েছে। আন্তর্জাতিক সফরও থাকবে। আমাদের একটা শক্তিশালী দল বানাতে হবে। সবচেয়ে বড় কথা, স্পোর্টসের ওপরেই ফোকাস রাখতে হবে। নতুন কোচের কাছ থেকে আমার এখনই সেভাবে কোনও প্রত্যাশা নেই। আমাদের কাজ ওঁকে সমর্থন করা। এই মুহূর্তে ওয়ান-ডে ক্যাপ্টেন হিসেবে আমার চোখ নিউজিল্যান্ড সফরের দিকেই। আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বড় একটা ফ্যাক্টর। চাইব যত বেশি পয়েন্ট বাড়ানো যায়। আমরা ২০০৭-এর পর ফের নিউজিল্যান্ডে যাচ্ছি। একমাত্র আমি আর ঝুলন ওই সফরে খেলেছিলাম। এই দলের আর কেউ খেলেনি। ফলে ভীষণ চ্যালেঞ্জিং একটা সিরিজ হবে। আমাদের প্রস্তুতিটা ভাল হওয়া দরকার। মাথায় রাখতে হবে, ২০২১-এ আমাদের পঞ্চাশ ওভারের বিশ্বকাপও রয়েছে।"
গত এক মাসে ভারতীয় মহিলা ক্রিকেটের উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। শুরুটা হয়েছিল টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে দলের এক স্তম্ভ মিতালি রাজের বাদ পড়াকে কেন্দ্র করে। এরপর মিতালির পত্রবোমায় নড়ে যায় বিসিসিআই। বোর্ডকে লেখা চিঠিতে মিতালি তোপ দাগেন সিওএ সদস্য ডায়না এডালজি ও ভারতীয় মহিলা দলের কোচ রমেশ পাওয়ারের বিরুদ্ধে। এরপর পাওয়ারও পাল্টা অভিযোগ আনেন মিতালির বিরুদ্ধে। তারপর ফের মিতালির বিস্ফোরক টুইট। অবশেষে পাওয়ারের জমানা শেষ হয়। শান্ত হন মিতালিও। ভারতীয় দলের দায়িত্বে এখন ডব্লিউভি রমন। তাঁর কোচিংয়ে আগামী মাসে নিউজিল্যান্ডের উদ্দেশে পাড়ি দেবে ভারতীয় দল।