Advertisment

সোনার মেয়ে সিন্ধুকে মোদী-মমতার শুভেচ্ছা

শেষ ২৪ ঘণ্টায় টুইটারে শুভেচ্ছায় ভাসছেন সিন্ধু। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় টুইট করেও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Modi-Mamata congratulates PV Sindhu

সিন্ধুকে মোদী-মমতার শুভেচ্ছা

গত রবিবাসরীয় বিকালে সুইজারল্য়ান্ডের বাসেলে ইতিহাস লিখেছেন পিভি সিন্ধু। প্রথম ভারতীয় ব্য়াডমিন্ট খেলোয়ড় হিসাবে বিশ্ব ব্য়াডমিন্টন চ্য়াম্পিয়নশিপের খেতাব ছিনিয়ে নিয়েছেন তিনি। অলিম্পিকের রুপো জয়ী কন্য়া এখন বিশ্বের সোনার মেয়ে। জাপানের নোজোমি ওকুহারাকে ২১-৭ ২১-৭ হারিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন গোপীচাঁদের কৃতী শিষ্য়া।

Advertisment

আরও পড়ুন: বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস লিখলেন সিন্ধু

শেষ ২৪ ঘণ্টায় টুইটারে শুভেচ্ছায় ভাসছেন সিন্ধু। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্য়ের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় টুইট করেও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। মোদী লিখেছেন, "অসাধারণ ট্য়ালেন্টে ফের একবার দেশকে গর্বিত করেছ তুমি। তোমার সাফল্য় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা দেবে।" মমতা লিখলেন, "প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব ব্যাডমিন্টন খেতাব জেতার জন্যপিভি সিন্ধুকে অভিনন্দন। সারা দেশ আজ তোমার কৃতিত্বে গর্বিত। জিততে থাকো।"

PM Narendra Modi Mamata Banerjee Badminton
Advertisment