/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/choto-14.jpg)
টেস্ট ক্রিকেট থেকে ব্রেক নিলেন মঈন আলি
ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াট থেকে অনির্দিষ্টকালীন সময়ের জন্য় অবসর নিলেন মঈন আলি। ব্রিটিশ অলরাউন্ডার এখনই টেস্ট থেকে নিজেকে পুরোপুরি সরিয়ে নিচ্ছেন না। কিন্তু আপাতত লাল বলের ক্রিকেট থেকে নিজেকে দূরে রাখতে চাইছেন ৩২ বছরের ক্রিকেটার।
Moeen Ali has decided to take an indefinite break from Test cricket but has not ruled out a return to the format in the future.https://t.co/Y51THfkP8Gpic.twitter.com/Vjo4pAjOUr
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 20, 2019
আরও পড়ুন: ৬০ বলে ১২১, একাই দলকে সেমিতে তুললেন মঈন আলি
যদিও মঈনের এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে একটা যথাযথ কারণ রয়েছে। সম্প্রতি ইংল্য়ান্ড ক্রিকেট বোর্ড ২০১৯-২০ মরসুমের টেস্ট ফর্ম্য়াটের যে সেন্ট্রাল চুক্তি প্রকাশ করেছে সেখান থেকে বাদ পড়েছেন মঈন। গত গ্রীষ্মকালীন ক্রিকেটীয় সময়টা তাঁর একেবারেই ভাল যায়নি। এমনকী বিশ্বকাপে ইংল্যান্ড দল থেকেও বাদ পড়েন তিনি।
"It's not necessarily the end of their Test careers."
Ashley Giles on Moeen Ali and Adil Rashid, who were only awarded white-ball contracts for the 2019/20 season.https://t.co/3vgWDRYIVJpic.twitter.com/TSew8MaZEv
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 20, 2019
ইএসপিএনক্রিকইনফোকে মঈন বললেন, "আমি আপাতত টেস্ট থেকে দূরে থাকতে চাই। নিজের ব্য়াটিংটা উপভোগ করতে চাই। এই ব্রেকটায় সেটা কাজে লাগাতে চাই। আমি পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে চাই। আমি শেষ পাঁচ বছর ইংল্য়ান্ডের হয়ে ক্রিকেট খেলছি। খুব কঠিন সময়ের মধ্য়ে দিয়ে গিয়েছি। টেস্ট ক্রিকেটে থেক কিছুটা দূরে থেকে দেখতে চাই কী হয়! ভবিষ্য়তে টেস্ট খেলতে চাই। নিজেকে একটু তরতাজা করে নিতে চাই এই সময়ের মধ্য়ে।"