/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/ALI.jpg)
৬০ বলে ১২১, একাই দলকে সেমিতে তুললেন মঈন আলি (ছবি-টুইটার/ওরচেস্টারশায়ার)
ভাইটালিটি ব্লাস্টে আগুনে ফর্মে আছেন মঈন আলি। গত শনিবার টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে রণংদেহী মূর্তি ধারন করলেন ওরচেস্টারশায়ারের ক্য়াপ্টেন। হোভের কাউন্টি গ্রাউন্ডে ৬০ বলে ১২১ রানের অপরাজিত ইনিংস খেললেন মঈন।
-->লুক রাইটের সাসেক্সের বিরুদ্ধে দলকে আট উইকেটে জিতিয়ে নিয়ে গেলেন টুর্নামেন্টের সেমিফাইনালে। আগামী ২১ সেপ্টেম্বর শেষ চারের লড়াইয়ে মঈনের ওরচেস্টারশায়ার খেলবে র্যাপিডস বনাম আউটল-র মধ্য়ে বিজয়ী দলের সঙ্গে।
So it’s Rapids vs Outlaws in the @VitalityBlast Semi-Final @Edgbaston on Saturday 21 September#Rapids???? pic.twitter.com/hv05HZkbKl
— Worcestershire CCC (@WorcsCCC) September 7, 2019
টস জিতে এদিন মঈন আলি ব্য়াটিংয়ের আমন্ত্রণ জানান লুক রাইটদের। ফিলিপ সল্ট (৪০ বলে ৭২) ও লরি ইভান্সের (৩১ বলে অপরাজিত ৪৩) ব্য়াটে ভর করে সাসেক্স নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে। এই রান তাড়া করতে নেমে ওরচেস্টারশায়ার মাত্র ২ রানের মধ্য়েই দলের ওপেনার জো লিচকে হারিয়ে ফেলে।
আরও পড়ুন: বোর্ডের চুক্তি লঙ্ঘন করার অভিযোগে বিদ্ধ কার্তিক, চিঠিতে ক্ষমাপ্রার্থনা তারকার
???? Who's up late and wants to watch the highlights?#Rapidspic.twitter.com/WflsppdLns
— Worcestershire CCC (@WorcsCCC) September 6, 2019
এরপর রিকি ওয়েসেলসকে নিয়ে ধ্বংসলীলায় মাতেন মঈন। ৩২ বছরের ব্রিটিশ অলরাউন্ডার ৭১টি মিনিট ক্রিজে ছিলেন। প্রথম ৩০ বলেই ৫০ রান করে ফেলন মঈন, এরপরের ২০ বলে পেয়ে যান ১০০। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে এটা মঈনের দ্বিতীয় সেঞ্চুরি, এই টুর্নামেন্টে প্রথম। এদিন ১১টি ছয় ও আটটি চারের সৌজন্য়ে ৬০ বলে অপরাজিত ১২১ রানের অপরাজিত খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। উইনিং স্ট্রোকেও মেরেছিলেন ছয়। যদিও এদিন মঈন মাত্র পাঁচ রানেই ক্য়াচ দিয়ে বসেছিলেন।এই টুর্নামেন্টে মঈন ম্য়াজিকাল ফর্মেই রয়েছেন। শেষ চার ম্য়াচে তিনি যথাক্রমে ৮৫*, ২৩, ৫১ ও ১২১* করলেন। অধিনায়োকচিত বলাই যায়।
-->