৪৮ ঘণ্টা আগেই টেস্ট ক্রিকেটকে গুডবাই বলেছেন মহম্মদ আমির। জানিয়েছেন নিজেকে ফিট রাখতে তিনি পাকিস্তানের হয়ে ওয়ানডে আর টি-২০ ক্রিকেট খেলবেন। কিন্তু এখন মনে করা হচ্ছে যে, আমির নিজের দেশকেই আলবিদা বলতে চলেছেন। পাকিস্তান ছেড়ে পাকাপাকি ভাবে তিনি ইংল্য়ান্ডের বাসিন্দা হতে চাইছেন। ব্রিটিশ পাসপোর্ট করিয়ে সে দেশে একটা বাড়ি কেনারও ভাবনা পাকিস্তানের বাঁ-হাতি ফাস্ট বোলারের। এমনটাই খবর সংবাদসংস্থা পিটিআই-এর।
আরও পড়ুন: অবসর নেওয়ায় মহম্মদ আমিরকে ধুয়ে দিলেন আক্রম-আখতার
২০১৬-র সেপ্টেম্বরে আমির ব্রিটিশ নাগরিক নারগিস মালিককে বিয়ে করেন। ফলে তাঁর সেদেশে স্পাউস (স্বামী/স্ত্রী) ভিসা পাওযার ক্ষেত্রে কোনও সমস্য়া নেই। এর ফলে আমির ৩০ মাস ইংল্য়ান্ডে থাকতে পারেন।
সূত্র বলছে, "আমির ব্রিটিশ পাসপোর্ট নিয়ে পাকাপাকি ভাবে ভবিষ্যতে ইংল্য়ান্ডে থেকে যাওয়ার কথা ভাবছে। স্পাউস ভিসা পেলে ও স্বাধীন ভাবে নিজের কাজ করার পাশাপাশি সেদেশের নাগরিকরা যে সুযোগ সুবিধা পেয়ে থাকেন, তিনি পাবেন। আমির চাইছেন ওখানে একটা বাড়িও কিনতে। যদিও ২০১০-১১ সালে স্পট ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত আমিরকে সেদেশে কয়েক মাস হাজতবাস করতে হয়েছিল। কিন্তু আমিরের পাসপোর্টের ক্ষেত্রে কোনও সমস্য়া হবে না। আমির নিয়মিত ইংল্য়ান্ডে যাতায়াত করেন। গতবছর থেকে কাউন্টিও খেলেন। ফলে ওর কোনও সমস্য়া হবে না।"
এই মুহূর্তে আমিরের বয়স ২৭। এটাই তাঁর টেস্ট কেরিয়ারের সেরা সময়। এমনটাই মত প্রাক্তন পাক ক্রিকেটারদের। আমিরের দেশের জার্সিতে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত তাঁরা মেনে নিতে পারছেন না। ওয়াসিম আক্রম ও শোয়েব আখতারের মতো কিংবদন্তি পেসাররা আমিরের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।