Advertisment

আজাহারউদ্দিন এবার হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি

৯৯ টেস্ট এবং ৩৩৪টি ওয়ানডে খেলা জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক আজাহারউদ্দিন গত সপ্তাহেই নির্বাচনে মনোনয়ন পেশ করেছিলেন। তাঁর মনোনয়নে প্রস্তাব দেন আদনান মাহমুদ এবং সমর্থন করেন জিশান আদনান মাহমুদ।

author-image
IE Bangla Web Desk
New Update
Mohammad azharuddin

হায়দরাবাদ ক্রিকেট সংস্থার নতুন সভাপতি মহম্মদ আজাহারউদ্দিন (টুইটার)

বিসিসিআইয়ের রাজ্য ক্রিকেট সংস্থা নির্বাচনে লাইম লাইট কেড়ে নিয়েছিল তামিলনাড়ু ক্রিকেট সংস্থা। কন্যাকে তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সর্বোচ্চ পদে বসিয়ে বিসিসিআইয়ের সঙ্গে ফের একবার দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হয়েছেন শ্রীনিবাসন। তবে এবার শিরোনামে চলে এল হায়দরাবাদ ক্রিকেট সংস্থা। সেখানেই নির্বাচনে মহম্মদ আজাহারউদ্দিন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

Advertisment

হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সভাপতি নির্বাচনে আজাহারউদ্দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রকাশ চন্দ জৈনকে ১৪৭-৭৩ ব্যবধানে পরাজিত করেছেন। ৯৯ টেস্ট এবং ৩৩৪টি ওয়ানডে খেলা জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক আজাহারউদ্দিন গত সপ্তাহেই নির্বাচনে মনোনয়ন পেশ করেছিলেন। তাঁর মনোনয়নে প্রস্তাব দেন আদনান মাহমুদ এবং সমর্থন করেন জিশান আদনান মাহমুদ।

আরও পড়ুন সিএবি-র সভাপতি পদে পুনর্নির্বাচিত হলেন সৌরভ

জাতীয় দলের অন্যতম সফল ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও আজাহারউদ্দিনের ক্রিকেট কেরিয়ার কলঙ্কিত হয়েছিল গড়াপেটা কাণ্ডে জড়িয়ে। তাঁকে বিসিসিআইয়ের তরফে আজীবন নির্বাসনে পাঠানো হয়েছিল। আদালতে নিজের নির্বাসনের বিরুদ্ধে মামলা করেছিলেন তারকা ক্রিকেটার। ২০১২ সাল নাগাদ তাঁর উপর নির্বাসনের খাঁড়া ওঠে। অন্ধ্রপ্রদেশের হাই কোর্ট সাফ জানিয়ে দিয়েছিল, আজাহারউদ্দিনের বিরুদ্ধে তদন্ত সঠিকভাবে সম্পন্ন করা হয়নি।

আরও পড়ুন শ্রীনিবাসনের কন্য়া, নিরঞ্জনের পুত্র আসতে চলেছেন রাজ্য় ক্রিকেট সংস্থার মাথায়

ক্রিকেট ছাড়াও আজাহারউদ্দিন রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। ২০০৯ সালের নির্বাচনে কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে লোকসভায় সাংসদও নির্বাচিত হয়েছিলেন উত্তরপ্রদেশের মোরদাবাদ কেন্দ্র থেকে। তবে ক্রিকেট প্রশাসন এবারই প্রথম এলেন তিনি।

cricket BCCI
Advertisment