Pakistan Players Sleeping During Test Match: পাকিস্তানি খেলোয়াড়দের মনোভাবের তীব্র নিন্দা করেছেন পাকিস্তান দলের প্রাক্তন পরিচালক মহম্মদ হাফিজ। ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের পরিচালকের ভূমিকায় ছিলেন। তাঁর সেই অভিজ্ঞতা প্রকাশ করেই পাকিস্তানের জাতীয় দলের খেলোয়াড়দের নিন্দায় সরব হয়েছেন হাফিজ। তিনি বলেছেন, 'পাকিস্তান জাতীয় দলের ৪-৫ জন ক্রিকেটারকে তিনি ড্রেসিংরুমেই ঘুমোতে দেখেছেন।'
অতি সম্প্রতি টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তানের জাতীয় ক্রিকেট দল। বাবর আজমের নেতৃত্বাধীন বাহিনী এবারের টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে নবাগত আমেরিকার কাছে সুপার ওভারে হেরেছে। ভারতের বিরুদ্ধে কম রানের লক্ষ্য তাড়া করেও হেরে গেছে। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া নিয়ে শেষ পর্যন্ত আবহাওয়ার ওপর তাদের ভাগ্য ঝুলেছিল। সেখানেও হেরেছে বাবরের বাহিনী। আর, তারপরই পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে সমালোচনার ঝড় আছড়ে পড়েছে।
সেই ঝড়ে এবার আরও বাতাস দিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ হাফিজ। প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট ও মাইকেল ভনের সঙ্গে এক সাক্ষাত্কারে একটি টেস্ট ম্যাচের সময় পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটারদের আচরণের কথা তুলে ধরেছেন হাফিজ। তিনি বলেছেন, 'আমরা তখন টেস্ট ম্যাচ খেলছি। ড্রেসিরুমে দেখছি, চার-পাঁচ জন ক্রিকেটার ঘুমোচ্ছে। একজন টিম ডিরেক্টর হিসেবে এটা আমি কখনও সহ্য করতে পারি?'
ওই খেলোয়াড়রা কি ক্লান্তির চোটে ঘুমোচ্ছিলেন? সাক্ষাৎকারের সময় হাফিজকে সেই প্রশ্ন করা হলে তিনি বলেন, 'আমি সত্যিই জানি না। ট্রেন ম্যাচ চলছে। সেই সময় ড্রেসিরুমে গিয়ে দেখি চার-পাঁচ জন ক্রিকেটার ঘুমোচ্ছে। আমি সঙ্গে সঙ্গে বললাম, এটা কী হচ্ছে? যদি আমি এরকম দেখি, দল থেকে কিন্তু বাদ দিয়ে দেব। আমি চাই, খেলার সময় তোমরা সবাই মনোযোগী থাক।'
হাফিজ বলেন, 'খেলার বাইরে ক্রিকেটাররা কে কী করছে, আমি সেনিয়ে মাথা ঘামাই না। তবে, পেশাদার ক্রিকেটার হিসেবে আমি সবসময় চাই, ছেলেরা খেলার প্রতি মনোযোগী থাকুক। আপনি যদি ফাস্ট বোলার হন, একটু বিশ্রাম নিতে চান? তবে, বরফ স্নান করুন। কিন্তু, আপনাকে খেলায় মন দিতে হবে। খেলা চলাকালীন আপনি অন্য কিছু করতে পারবেন না। কিন্তু, দুর্ভাগ্যের ব্যাপার হল পাকিস্তানে অনেকে (মিডিয়া) এই ব্যাপারটাকে পছন্দ করেনি।'