/indian-express-bangla/media/media_files/2025/02/01/d2F31zGw0NuYkuefoZ7T.jpg)
Kaif on hardik pandya: হার্দিককে নিয়ে বড় মন্তব্য কাইফের (টুইটার)
Mohammad Kaif on Hardik Pandya: হার্দিক পান্ডিয়া বারবার প্রমাণ করেছেন কেন তাকে সাদা-বল ক্রিকেটে সেরা অল-রাউন্ডারদের অন্যতম হিসেবে বিবেচনা করা হয়। ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ম্যাচেই হার্দিক ঝড়ো গতির ৫৩ রানের ইনিংস খেলে ভারতকে ১৮০ প্লাস রানের স্কোর করতে সাহায্য করেন। শেষ পর্যন্ত, তাঁর ইনিংসই ভারতের ১৫ রানের জয়ের পিছনে অন্যতম ফ্যাক্টর হিসাবে উঠে আসে।
প্রাক্তন ভারতীয় ব্যাটার মহম্মদ কাইফ মনে করেন, দেশে হার্দিক পান্ডিয়ার মতো কোনো ক্রিকেটার নেই। এবং তারকা এই অল-রাউন্ডারই ভারতীয় দলের "মেরুদণ্ড"। হার্দিক, গত দুই বছরে একটি কেরিয়ারে উত্থান-পতন প্রত্যক্ষ করেছেন। আইপিএল ২০২৪-এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে নিযুক্ত হন। তবে, রোহিত শর্মাকে সরিয়ে তাঁকে ক্যাপ্টেন হিসাবে নিয়োগ করাকে ভক্তরা ভালোভাবে নেয়নি এবং ওয়াংখেডে স্টেডিয়ামে তাকে নির্মমভাবে ব্যঙ্গের শিকার হতে হয়েছে ম্যাচের পর ম্যাচ।
তবে, হার্দিক সেরকম অবস্থা থেকেই ভারতকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছিলেন। রোহিত শর্মার টি২০আই ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর অনেকের প্রত্যাশা ছিল হার্দিককে টি২০ দলের অধিনায়ক করা হবে। তবে, তা হয়নি। সূর্যকুমার যাদব তাঁকে পিছনে ফেলে অধিনায়ক হিসেবে নিযুক্ত হন। বর্তমানে এই হার্দিক টি২০ ফরম্যাটে দলের সহ-অধিনায়কও নন।
কাইফ মনে করেন, জাতীয় দলের এমন অবহেলায় হার্দিকের খারাপ লাগতেই পারে। বিশেষ করে আইপিএলে নেতা হিসেবে যখন তিনি পরীক্ষিত। আইপিএল ২০২৪-এর সময় হার্দিক পান্ডিয়া মাঠে নামলেই ভয়ানক কটূক্তি, ব্যঙ্গ, অনেক সমালোচনার সম্মুখীন হন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে কার্যত নরক দর্শন করেছেন ম্যাচের পর ম্যাচ।
তিনি কখনই খারাপ লাগার কথা প্রকাশ্যে আনেননি। হার্দিকই টি২০ বিশ্বকাপ ফাইনালের শেষ ওভার বোলিং করে ভারতকে ট্রফি এনে দেন। ভারতকে জেতানোর পর তাঁর সেই অঝোর ধারায় কান্নার দৃশ্য গোটা দেশের হৃদয় ভাসিয়ে দিয়েছিল।
কাইফ তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন, "হার্দিক ২০২৩ ওডিআই বিশ্বকাপের সময় পুনেতে চোট পান। তবে ওঁর পরিবর্ত পাওয়া সম্ভব হয়নি। কোনো ক্রিকেটারই আদতে ওঁকে রিপ্লেস করতে সমর্থ নন। মহম্মদ শামি ভালো বোলিং করেছিলেন। কিন্তু ভারতকে ৭ জন ব্যাটসম্যান এবং ৪ জন বোলার নিয়ে খেলতে নামতে হয়েছিল। অষ্টম ব্যাটসম্যান ছিল না একাদশে। হার্দিক পান্ডিয়া এই দলের মেরুদণ্ড। ও যখন চোট পায়, তখন কোনও পরিবর্ত পাওয়া যায় না।"
মহম্মদ কাইফ আরও বিশ্বাস করেন যে হার্দিক পান্ডিয়া এমন একজন খেলোয়াড় যিনি সর্বদা তার সেরাটা দেন। "দলের প্রয়োজনের সময় হার্দিক রান করে। দলের প্রয়োজনের সময় ও উইকেট নেয়। হার্দিক পান্ডিয়া টি২০ বিশ্বকাপের প্রতিটি ম্যাচে ছোট ছোট গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন। ও এখন অধিনায়ক নন। ওঁর মধ্যে কি খারাপ লাগা কাজ করে না? ও কি মানুষ নয় এবং ও কি কিছুই অনুভব করেন না? হার্দিক এই ভারতীয় দলের সহ-অধিনায়কও নন,"
Think Hardik Pandya deserves captaincy. India's most valuable white-ball player, genuine finisher, World Cup hero and not getting impacted by stadium abuse. Sub ko chup kara diya, True leader.#CricketwithKaif11#TeamIndiapic.twitter.com/zJr4VPblg8
— Mohammad Kaif (@MohammadKaif) February 1, 2025
কাইফ আরও বলে দিয়েছেন, "ও মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন। গুজরাট টাইটান্সের হয়ে আইপিএল জেতার পাশাপাশি একবারের রানার্স আপ। কিন্তু তিনি ভারতীয় দলের অধিনায়ক নন। সূর্যকুমার যাদব অধিনায়ক। হার্দিক তার ভূমিকা সর্বোত্তমভাবে পালন করেছে। ও সর্বদা নিজের সেরাটা দেয়। ও চোটের শিকার হলে ওঁর দক্ষতার সঙ্গে মানানসই কাউকে খুঁজে সম্ভব নয়।"
"আমার মনে হয় হার্দিক পান্ডিয়ার মতো কোনও খেলোয়াড় পাওয়া সম্ভব নয়। ১.৪ বিলিয়ন জনসংখ্যার মধ্যে মাত্র একজন জেনুইন অল-রাউন্ডার রয়েছে দেশে, এবং সে হল হার্দিক পান্ডিয়া," কাইফ যোগ করেন।