Advertisment

আইপিএলে 'অবৈধ' সুবিধে, নাইটদের দৃষ্টান্ত এনে প্রতিবাদে সোচ্চার কাইফ

সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলতে নামার আগে ফিরোজ শাহ কোটলায় এমন কথা জানান কাইফ। পাশাপাশি সাফ জানিয়ে রাখেন, প্রয়োজন হলে রীতিমতো ব্যবস্থা নেবে তাঁর দল।

author-image
IE Bangla Web Desk
New Update
Mohammad Kaif shows his discontent over ‘unfair practice’ in ongoing IPL

আইপিএলের ঘটনায় রীতিমতো বিরক্ত মহম্মদ কাইফ। (ছবিঃ টুইটার)

আইপিএলের নিয়মের ফাঁক ফোঁকর দিয়েই চলছে "অন্যায় সুবিধে" নেওয়া। এমন অভিযোগ তুলে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মহম্মদ কাইফ। কীভাবে? জাতীয় দলের প্রাক্তন তারকা জানাচ্ছেন, শ্লথ গতির ফিল্ডারদের বদলে ফিল্ডিংয়ের সময়ে ক্ষিপ্র গতির ক্রিকেটারদের নামানো হচ্ছে। সংবাদমাধ্যমে তিনি সরাসরি বলেছেন, "প্রায় প্রতিটি ম্যাচই মাঝরাতে শেষ হচ্ছে। ফিল্ডিংয়ের সময়ে প্রায় প্রতিটি দলই ভাল ফিল্ডারদের নিয়ে আসছে, অপেক্ষাকৃত দুর্বলদের তুলনায়। আম্পায়দের এই বিষয়ে খেয়াল রাখা উচিত।"

Advertisment

আরও পড়ুন: সৌরভ কি আইন ভাঙছেন? বোর্ডের বক্তব্য এবার পরিষ্কার

বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামার আগে ফিরোজ শাহ কোটলায় এমন কথা জানান কাইফ। পাশাপাশি সাফ জানিয়ে রাখেন, প্রয়োজন হলে রীতিমতো ব্যবস্থা নেবে তাঁর দল। নিজের সময়ে বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার ছিলেন। বহু ম্যাচ ফিল্ডিংয়ের দক্ষতায় একা হাতে দেশকে উতরে দিয়েছেন।

যাই হোক, কাইফ কেকেআর ম্যাচের প্রসঙ্গে জানিয়েছেন, "দিল্লি বনাম কেকেআর ম্যাচের সময়ে আন্দ্রে রাসেল বেরিয়ে যাওয়ার পরে রিঙ্কু সিংকে মাঠে নামানো হল। পীযূষ চাওলা নিজের চার ওভারের কোটা শেষ করে বেরিয়ে গেল। সেই রিঙ্কু সিংই আবার মাঠে নামল।" শুধু কেকেআরই নয়, পাঞ্জাব ম্যাচেও নাকি এমন ঘটনা ঘটেছিল, জানাচ্ছেন কাইফ। তাঁর বক্তব্য, "গ্লাভসে লাগার পরে সরফরাজ খান বেরিয়ে গিয়েছিল। জানি না ও চোট পেয়েছিল কিনা। পরিবর্তে নেমে করুণ নায়ার লং অনে ইনগ্রামের বলে দুর্ধর্ষ ক্যাচ নিল। প্রতিটি দলই বুদ্ধিমত্তার সঙ্গে খেলছে। এবং পরিবর্তনও করছে, যেটা মোটেই ঠিক হচ্ছে না। আম্পায়ারদের কাছে আমরা বিষয়টি জানাবো।" কাইফ এই "অন্যায় সুবিধা" বন্ধ করতে পারেন কি না, সেটাই আপাতত দেখার।

IPL Delhi Daredevils
Advertisment