Pakistan vs Bangladesh series: টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার জের। বাংলাদেশ সিরিজে পাকিস্তান দলে জায়গা না-ও পেতে পারেন বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ সিরিজের পরিকল্পনা চূড়ান্ত করতে টেস্ট অধিনায়ক শান মাসুদ এবং পাকিস্তান টেস্ট দলের নতুন প্রধান কোচ অস্ট্রেলিয়ান জেসন গিলেস্পির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এর মধ্যে শান মাসুদ আবার ইংল্যান্ডের কাউন্টি দল ইয়র্কশায়ারের অধিনায়ক। একইসঙ্গে পিসিবি সূত্রে খবর, টি-২০ বিশ্বকাপে দলের ব্যর্থ অধিনায়ক বাবর আজম, মহম্মদ রিজওয়ানই শুধু নন। ওই দলের শাহিন শাহ আফ্রিদি-সহ বেশ কয়েকজন সদস্যকে বাংলাদেশ সিরিজে নেওয়া হবে না।
এবারের টি-২০ বিশ্বকাপে পাকিস্তান নবাগত আমেরিকা এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে গ্রুপপর্ব থেকেই ছিটকে গেছে। সেই কারণে পিসিবি চাইছে এই দলকে বদল করতে। সেই জন্য এমন খেলোয়াড়দের পাকিস্তান দলে চাইছে, যাঁরা জাতীয় দলে খুব বেশি সুযোগ পাননি। অথবা, কোনওদিন পাকিস্তান দলের হয়ে খেলেনইনি। তবে, দলে সব মুখ নবাগত নিলে অভিজ্ঞতার অভাবে ভুগবে পাকিস্তান। সেই কারণে কিছু অভিজ্ঞ মুখ থাকবে। কিন্তু, তারা এবারের টি-২০ বিশ্বকাপে হেরে যাওয়া দলের নয়। এমনভাবেই বাংলাদেশ সিরিজের দল সাজাতে চাইছে পাকিস্তান। আর, সেই প্রস্তুতি চলছে এখন থেকেই। অবশ্য বাংলাদেশ সিরিজ এখনও মাস দুয়েক দেরি আছে।
এই ব্যাপারে পাকিস্তান বোর্ডের এক কর্তা বলেছেন, 'এই ব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ, শেষ পর্যন্ত মাসুদ এবং গিলেস্পিই দল নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। কারণ, আগামী কয়েক সপ্তাহের মধ্যে জাতীয় নির্বাচকদের সংখ্যাও কমানো হতে পারে। আর, পিসিবি পুরোনো বাছাই প্রক্রিয়ার মাধ্যমে দল নির্বাচনে জোর দিতে পারে।' পাক বোর্ডের ওই কর্তা জানিয়েছেন, পিসিবি শীঘ্রই আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে হতে চলা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরিকল্পনা নিয়েও গিলেস্পি এবং সাদা বলের টুর্নামেন্টের প্রধান কোচ গ্যারি কার্স্টেনের সঙ্গে কথা বলবে।
পাকিস্তান আপাতত বাংলাদেশ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে কয়েকটি টেস্ট খেলবে। তারপর একদিনের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাবে। দক্ষিণ আফ্রিকায় গিয়ে টেস্ট এবং একদিনের সিরিজ খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিতে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানে নিজেদের দেশেই ত্রিদেশীয় সিরিজ খেলবে। আর, চ্যাম্পিয়ন্স ট্রফি হয়ে যাওয়ার পর পাকিস্তান সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। তাদের সঙ্গে পাকিস্তান সুপার লিগের আগে টেস্ট এবং একদিনের ম্যাচ খেলবে।
আরও পড়ুন- বিশ্বকাপেও এবার হোয়াট হ্যাপেনিং ঝড়, বাংলাদেশি সাংবাদিককে নিয়ে চরম খিল্লি ইউএসএ দলের, দেখুন ভিডিও
এই ব্যাপারে পিসিবি কর্তা বলেছেন, 'আমরা খেলোয়াড়দের সঙ্গে বেতন এবং ওয়ার্কলোড নিয়ে চুক্তি চূড়ান্ত করতে চাইছি। আশা করি, পাকিস্তান ক্রিকেট অদূর ভবিষ্যতেই রীতিমতো আকর্ষণীয় পারফরম্যান্স উপহার দিতে পারবে। আমরা বাবর আজমকে অধিনায়কের পদ থেকে সরানোর আগে, চাই আজম নিজেই নিজের পদের ব্যাপারে সিদ্ধান্ত নিক।' পিসিবি ইতিমধ্যেই গ্যারি কার্স্টেনকে পাকিস্তান দলের সংস্কৃতি, খেলোয়াড়দের আচরণ, তাঁদের মনোভাব, দক্ষতার মান এবং ওয়ানডে আর টি-২০ ক্রিকেটে কী ধরনের পরিবর্তন করা যেতে পারে, সে সম্পর্কে একটি বিশদ রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।