/indian-express-bangla/media/media_files/2025/04/12/agngBGeUkJAwnskR1qBX.jpg)
পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ রিজওয়ান
Mohammad Rizwan English: পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক মহম্মদ রিজওয়ানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট হাসিঠাট্টা চলে। কারণ একটাই। ইংরেজি ভাষায় তিনি ভুলভাল কথা বলেছে। অবশেষে এই ব্যাপারে মুখ খুলেছেন রিজওয়ান নিজেই। জানিয়েছেন, তিনি যে ইংরেজি ভাষায় কথা বলতে পারেন না, তা নিয়ে কোনও লজ্জা নেই। এমনকী কে কী বলল, তা নিয়েও খুব বেশি মাথা ঘামান না রিজওয়ান। প্রসঙ্গত, ১২ এপ্রিল থেকে পাকিস্তান সুপার লিগ শুরু হতে চলেছে। এই টুর্নামেন্ট শুরুর আগে একটি সাংবাদিক বৈঠকে রিজওয়ান ইংরেজি ভাষায় তাঁর অদক্ষতা সম্পর্কে খুল্লমখুল্লা আলোচনা করেছেন।
ইংরেজি ভাষায় অদক্ষতা সম্পর্কে কী বললেন রিজওয়ান?
সাংবাদিক বৈঠক চলাকালীন মহম্মদ রিজওয়ান বললেন, 'নিন্দুকদের নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই। আমি পড়াশোনা করিনি। অশিক্ষিত। আর সেকারণে ইংরেজি ঠিক করে বলতে পারি না। আমি এখানে ক্রিকেট খেলতে এসেছি। কাউকে ইংরেজি শেখাতে আসিনি। গোটা পাকিস্তান আমার থেকে ক্রিকেট খেলা দেখতে চায়। ঈশ্বর সহায় হোন। ইংরেজি ভাষা শেখার মতো সময় আমার নেই।'
দেখুন সেই ভিডিও:
Mohammad Rizwan said "I don't care about trollers. I am not educated; I don't know how to speak English. I am here to play cricket; I am not here to teach English. My nation demands cricket from me Alhamdullilah. I don't have time to learn English" 🇵🇰😭😭pic.twitter.com/Pdy1cs6053
— Farid Khan (@_FaridKhan) April 11, 2025
সঙ্গে রিজওয়ান আরও যোগ করেছেন, 'সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে কে কী বলল, সেই ব্যাপারে আমি মাথা ঘামাই না। একটা ব্যাপারে আমি গর্বিত, যে কাজই করি না কেন, সেটা একেবারে মন থেকে করি। আমি ইংরেজি ভাষায় কথা বলতে পারি না। জীবনে শুধুমাত্র একটাই আফশোস হয় যে পড়াশোনাটা ঠিক করে করতে পারলাম না।'
মুলতান সুলতানের অধিনায়ক মহম্মদ রিজওয়ান
২০২৫ পিএসএল ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই টুর্নামেন্টে মুলতান সুলতানসের হয়ে ক্যাপ্টেন্সি করছেন মহম্মদ রিজওয়ান। ইতিপূর্বে, রিজওয়ানের নেতৃত্বেই পাকিস্তান ক্রিকেট দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরে গিয়েছিল। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) অধিনায়কত্ব রিজওয়ানের হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু, এই টুর্নামেন্টে পাকিস্তান একটাও ম্য়াচ জিততে পারেনি এবং লিগ পর্ব থেকেই বিদায় নেয়।