Advertisment

টিম ইন্ডিয়ায় বিরাট-রোহিত সংঘাত চরমে! সন্দেহজনক গন্ধ পেলেন আজাহারও

বিরাট কোহলি, রোহিত শর্মার সম্পর্ক নিয়ে উত্তাল ক্রিকেট মহল। এর মধ্যেই অন্যরকম ইঙ্গিত পেলেন মহম্মদ আজাহারউদ্দিন।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ভারত যখন দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে, সেই সময়েই টিম ইন্ডিয়ায় সমস্যা শুরু। একদিকে, রোহিত শর্মা হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গিয়েছেন আসন্ন টেস্ট সিরিজ থেকে। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই জানা যাচ্ছে কোহলি পরিবারের সঙ্গে কাটানোর জন্য ওয়ানডে সিরিজে খেলবেন না। অর্থাৎ রোহিতকে যেমন কোহলির নেতৃত্বে খেলতে দেখা যাবে না, তেমন কোহলি আপাতত খেলবেন না রোহিতের অধিনায়কত্বে।

Advertisment

অধিনায়ক বদলে প্রেক্ষিতে দুই ক্রিকেটারের এমন সিদ্ধান্ত নয়া আলোচনার জন্ম দিয়েছে টিম ইন্ডিয়ার অন্দরমহলে। বলাবলি শুরু হয়েছে ওয়ানডে নেতৃত্বের হাত বদলের মধ্যেই দুই তারকার ইগোর লড়াই চরমে উঠেছে। এমন আবহে এবার মুখ খুললেন মহম্মদ আজাহারউদ্দিনও।

আরও পড়ুন: দল গঠন নিয়ে ‘মিথ্যা’ অজুহাত শাস্ত্রীর! কোচকে ধুয়ে দিলেন প্রাক্তন নির্বাচক

টুইটারে আজাহার লিখেছেন, "বিরাট কোহলি ওয়ানডে সিরিজে খেলছে না, জানিয়ে দিয়েছে। রোহিত শর্মাকেও আসন্ন টেস্ট সিরিজে পাওয়া যাবে না। বিশ্রাম নেওয়ায় কোনও দোষের কিছু নেই। তবে সময়টা আরও ভাল হলে বলার কিছু থাকত না। এটা স্রেফ সংঘাতের জল্পনা বাড়িয়ে দেয়।"

এমন জল্পনায় অবশ্য কান না দিতে বারণ করছেন বোর্ডের এক কর্তা। নিউজ-৯’কে বোর্ডের এক কর্তা জানিয়েছেন, “বিরাট কোহলি বোর্ডকে জানিয়েছেন, ওয়ানডে সিরিজে থাকবেন না। পরিবারের সঙ্গে ছুটি কাটাতে চাইছে ও। সোশ্যাল মিডিয়া গুঞ্জনে কান না দেওয়াই ভাল।”

জানুয়ারির ১১ তারিখে বিরাট-কন্যা ভামিকা এক বছরে পা দিচ্ছে। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ শেষ হচ্ছে ১৫ জানুয়ারি। ১৯ তারিখ থেকে একদিনের সিরিজ চালু হবে। একদিনের সিরিজ শুরুর আগে স্ত্রী অনুষ্কা এবং কন্যা ভামিকাকে নিয়ে ছুটি কাটাতে যাচ্ছেন তারকা।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Indian Cricket Team Virat Kohli Rohit Sharma
Advertisment