Mohammad Kaif questions Ajit Agarkar Gautam Gambhir decision: ভারতের টি২০ দলের অধিনায়ক এবং সহ-অধিনায়ক হওয়ার সম্ভাবনা থেকে হার্দিক পান্ডিয়াকে কার্যত বিদায় জানানোয় ক্ষুব্ধ জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় মহম্মদ কাইফ। তিনি গোটা ঘটনায় হার্দিক পান্ডিয়ার পাশে দাঁড়িয়ে অভিযোগের আঙুল টিম ইন্ডিয়ার নতুন কোচ গৌতম গম্ভীর এবং জাতীয় নির্বাচক মণ্ডলীর চেয়ারম্যান অজিত আগারকারের দিকে তুলেছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এই দু'জনই টি২০-র জাতীয় দলে হার্দিক পান্ডিয়ার অধিনায়ক বা সহ-অধিনায়ক হওয়ার বিরোধিতা করেছিলেন। কাইফের স্পষ্ট কথা, 'হার্দিক কোনও ভুল করেননি।' জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার কাইফ মনে করেন যে অতীতে টি২০ দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার কারণে নির্বাচকদের বরং পান্ডিয়াকেই অধিনায়ক করা উচিত ছিল।
বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) বৃহস্পতিবার শ্রীলঙ্কার সাদা বলের সফরের জন্য দল বেছে নিয়েছে। এই সফর ২৭ জুলাই শুরু হবে। এই সফর থেকেই ভারতীয় দলের নতুন প্রধান কোচ হিসাবে গৌতম গম্ভীরের মেয়াদেরও সূচনা হওয়ার কথা। এই সফরের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য বাছাইপর্বের সিদ্ধান্তটি হল, হার্দিক পান্ডিয়ার পরিবর্তে সূর্যকুমার যাদবকে নতুন টি২০ অধিনায়ক করা। গত মাসে রোহিত শর্মা টি ২০-র ফরম্যাট থেকে অবসর নেওয়ার পরে হার্দিকই অধিনায়ক হবেন বলে এর আগে মনে করা হচ্ছিল।
হার্দিক মাত্র কয়েকদিন আগে শেষ হওয়া এবছরের টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন। এই টি২০ বিশ্বকাপ ২৯ জুন বার্বাডোসে শেষ হয়েছে। ওই ফাইনাল ম্যাচে ভারত রোহিত শর্মার নেতৃত্বে জয়ী হয়েছে, বিশ্বকাপ জিতেছে। আর, সেই জয়ের পরই রোহিত শর্মা ও বিরাট কোহলি টি২০ ফরম্যাট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। এরপরই ধরে নেওয়া হয়েছিল টি২০ বিশ্বকাপের সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়াই এবার ভারতের টি২০ দলের অধিনায়ক হবেন। কিন্তু, নতুন কোচ গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকার মনে করেছেন, সূর্যকুমার যাদবকে ২০২৬ সালের টি২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন অধিনায়ক করা উচিত। ২০২৬ সালে ভারত এবং শ্রীলঙ্কা যৌথভাবে টি২০ বিশ্বকাপের আয়োজন করবে।
এই পরিস্থিতিতে গম্ভীর এবং আগারকারের সিদ্ধান্তটি মানতে পারছেন না ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড় মহম্মদ কাইফ। তাঁর মতে অতীতে একটি টি২০ দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার কারণে ভারতীয় টিম ম্যানেজমেন্টের উচিত ছিল হার্দিককেই অধিনায়ক করা। টি২০ টুর্নামেন্ট আইপিএলে হার্দিক, গুজরাট টাইটানসকে একবার নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছেন। পরের বছর নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছেন। তারপর এবছর তিনি রোহিত শর্মাকে সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্স দলকে আইপিএলে নেতৃত্ব দিয়েছেন। তাই কাইফ মনে করেন অধিনায়ক হিসেবে হার্দিকই সূর্যকুমারের চেয়ে বেশি যোগ্য ছিলেন।
এই ব্যাপারে কাইফ বলেছেন, 'হার্দিক ২ বছর ধরে গুজরাট টাইটান্সের নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বে টাইটানস প্রথম বছরেই চ্যাম্পিয়ন হয়েছে। পরের বছর ফাইনালে উঠেছে। হার্দিক মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব করেছেন। টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের সহ-অধিনায়ক ছিলেন। তাঁর টি২০ টুর্নামেন্টে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে। এখন, এক নতুন কোচ এসেছেন। তিনি সূর্যকে অধিনায়ক করেছেন। সূর্যকুমারও একজন ভালো খেলোয়াড়। ও এক নম্বর টি২০ খেলোয়াড়। সেনিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু, আমার মনে হয় যে অধিনায়ক হার্দিককেই করা উচিত।'
আরও পড়ুন- ঝামেলার অতীত সরিয়ে কীভাবে গম্ভীরের কোচিংয়ে খেলবেন, বোর্ডকে এবার খোলাখুলি জানালেন কোহলি
কাইফ আরও বলেছেন, 'গম্ভীর একজন অভিজ্ঞ অধিনায়ক এবং কোচ। তিনি ক্রিকেটটা খুব ভালো বোঝেন। আমি মনে করি, হার্দিক এমন কিছু করেননি যে তাঁর অধিনায়কত্ব পাওয়াই উচিত নয়। ওঁর অভিজ্ঞতা আছে। আইপিএলে অধিনায়কত্ব করেছেন। নতুন এবং তরুণ মুখদের নিয়ে একটি নতুন দলকে (গুজরাট টাইটানস) আইপিএল ট্রফিতে নেতৃত্ব দিয়েছেন। তাকে চ্যাম্পিয়ন করেছেন। এটা একটা বিশাল ব্যাপার। ও আইপিএলে গ্রাউন্ড জিরো থেকে কাজ করে টাইটানদের জয় এনে দিয়েছে। আমি মনে করি, ওই অধিনায়ক হওয়ার যোগ্য ছিল। এখন দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়!' উল্লেখ্য, আইপিএলে অধিনায়কত্ব করা ছাড়াও হার্দিক কিন্তু, ভারতীয় দলেরও অধিনায়কত্ব করেছেন। তিনি তিনটি একদিনের ম্যাচ এবং ১৬ খানা টি২০ ম্যাচে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন।