ICC Cricket World Cup 2023 final India vs Australia: গত নভেম্বরে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে তৃতীয় বারের মত ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গিয়েছে। আর সেই হারের জন্য সরাসরি এবার ক্যাপ্টেন রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়কে তুলোধোনা করলেন স্বয়ং মহম্মদ কাইফ। বলে দিলেন পিচে জালিয়াতি করতে গিয়ে ভারত হেরে গিয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।
বিশ্বকাপ ফাইনালে ভারত-ই ফেভারিট হিসাবে খেলতে নেমেছিল। গ্রুপ পর্ব এবং নকআউট মিলিয়ে টানা দশ ম্যাচ জিতে ফাইনালে নামে টিম ইন্ডিয়া। তবে দুর্ধর্ষ প্ল্যানিং করে নামা অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে চোক করে গোটা ভারতীয় দল।
আরও পড়ুন: বাদ পড়তে পারেন নারিনও! চমকের পর চমক এবারের KKR-এর প্ৰথম ১১-য়, কেমন হবে দল
কাইফ সেই ম্যাচে ধারাভাষ্যকারের ভূমিকা পালন করছিলেন। ফাইনালের আগে রোহিত-দ্রাবিড় টানা তিনদিন পিচ পরিদর্শনে এসেছিলেন। ফাইনাল হারের সাড়ে তিন মাস পরে কাইফ লালান্টপ-কে দেওয়া বিস্ফোরক সাক্ষাৎকারে পিচে কেরামতি ঘটানোর জন্য একহাত নিয়েছেন টিম ম্যানেজমেন্টকে। কীভাবে পিচ রং পরিবর্তন করেছিল, সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তারকা।
বলেছেন, "রোহিত শর্মা, রাহুল দ্রাবিড় টানা তিনদিন পিচ দেখতে আসে সন্ধ্যার সময়। ধীরে ধীরে পিচের রং বদলাতে দেখেলাম। কামিন্স-স্টার্ক রয়েছে। ওঁদের জন্য স্লো পিচ দাও- এই ভাবনাটাই ভুল ছিল। যতই সবাই বলুক, কিউরেটর পিচ তৈরি করেছে। আমরা হস্তক্ষেপ করিনি। এসব কথা সব বকওয়াস।"
নিজেদের কবর যেভাবে ভারত নিজেরাই খুঁড়েছিল:
ফাইনালে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স টসে জিতে বোলিংয়েফ সিদ্ধান্ত নেন। টস জেতার পর অজি অধিনায়ক জানিয়ে দেন, পিচ ভীষণ শুকনো। ভেন্যুতে (আহমেদাবাদ) রাতে শিশির পড়বে।
অন্যদিকে, রোহিত বলে দেন, টস হারে সমস্যা হয়নি। কারণ টসে জিতলে তিনি ব্যাটিংই নিতেন। কারণ বড় ম্যাচে টস জিতে স্কোরবোর্ডে বড় রানের পুঁজি জড়ো করতে চাইতেন তাঁরা।
রোহিত নিজে ব্যাট হাতে দারুণ শুরু করেন। ৩১ বলে ৪৭ করে যান। তবে মিডল অর্ডার পিচের চরিত্র অনুযায়ী খাপ খাইয়ে নিতে পারেনি। কেএল রাহুল এবং বিরাট কোহলির অর্ধশতরানে ভর করে ভারত কোনওরকমে স্কোরবোর্ডে ২৪০ তুলেছিল। তবে ট্র্যাভিস হেডের বিস্ফোরক শতরানে (১৩৭) ভর করে একপেশেভাবে জয়লাভ করে অজিরা। ষষ্ঠবারের মত চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।