Advertisment

শামির জন্য মোদির দরবারে জয় শাহরা! সেরার সেরা সম্মানের জন্য উঠেপড়ে লাগল বিসিসিআই

ভারতের রাষ্ট্রীয় সম্মান কি শামির গলায়! মোদি সরকারের কাছে বেনজির আর্জি জয় শাহের বিসিসিআইয়ের

author-image
IE Bangla Sports Desk
New Update
shami-bcci

অর্জুন পুরস্কারের জন্য মনোনীত মহম্মদ শামি (টুইটার)

বিশ্বকাপে ঝড় তুলে দিয়েছিলেন মহম্মদ শামি। একাই মাতিয়ে দিয়েছিলেন। সেরাদের ব্র্যাকেটে নিজেকে তুলে নিয়ে গিয়েছেন। ভারতের হয়ে বিশ্বকাপে সেরা পারফর্মার হিসাবে নিজেকে প্রমাণ করেছেন। এমনকি সর্বকালের সেরাদের তালিকাতেও শামি প্রতিষ্ঠিত করেছেন নিজেকে।

Advertisment

গ্রুপ পর্বের প্রথম চার ম্যাচে খেলেননি। তা সত্ত্বেও টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া আটকায়নি তাঁর। বিশ্বকাপে প্রথম ভারতীয় বোলার হিসাবে ৫০+ উইকেটের সংগ্রাহক হয়েছেন। ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় পেরিয়ে গিয়েছেন জাভাগাল শ্রীনাথ, জাহির খানদের মত নক্ষত্রদের। এমনকি এবারের ওয়ার্ল্ড কাপেও তাঁর নামের পাশে ২৪ উইকেট। ওয়ানডেতে ভারতীয়দের মধ্যে এক ইনিংসে সেরা বোলিংয়ের মালিকও তিনি। স্টুয়ার্ট বিনিকে পেরিয়ে গিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে সাত উইকেট নেওয়ার সময়।

আর বিশ্বকাপে রেকর্ডের ফুলঝুরি ছোটানো মহম্মদ শামিকে বড় পুরস্কারের জন্য তৈরি করে দিল বিসিসিআই। বোর্ডের তরফে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে যে মনোনয়ন পাঠানো হয়েছে, সেই তালিকায় রয়েছে মহম্মদ শামির নাম। এমন খবর-ই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। অর্জুন পুরস্কার দেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার।

শামি ছাড়াও অর্জুন পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন আরও ১৬ ক্রীড়াবিদ। সুশিলা চানু, ঐশ্বর্য প্রতাপ সিং তোমাররা রয়েছে এই মনোনয়নে। দ্রোনাচার্য পুরস্কারে মনোনয়ন পেয়েছেন পাঁচজন- গণেশ প্রভাকরণ, মনবীর সাইনি, ললিত কুমার, আরবি রমেশ, শিবেন্দ্র সিং।

মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন ব্যাডমিন্টনের ডাবলস জুড়ি সাত্ত্বিক সাইরাজ রানিকিরেড্ডি, চিরাগ শেঠি।

Indian Team BCCI Sports News Mohammed Shami Indian Cricket Team Sports Others
Advertisment