শামির গ্রেফতারি মামলায় নয়া মোড়! আদালতে কেন হাজির হচ্ছেন না ক্রিকেটার, বিরাট পর্যবেক্ষণ হাইকোর্টের

শামির বিরুদ্ধে ফের আদালতে জয় পেলেন হাসিন

শামির গ্রেফতারি মামলায় নয়া মোড়! আদালতে কেন হাজির হচ্ছেন না ক্রিকেটার, বিরাট পর্যবেক্ষণ হাইকোর্টের

কয়েকদিন আগেই আদালতে খোরপোশ মামলায় জয় পেয়েছেন হাসিন জাহান। তবে সপ্তাহ গড়াতে না গড়াতেই ফের আদালতে জয় পেলেন মহম্মদ শামির বিবাহ বিচ্ছিন্না স্ত্রী হাসিন। নিম্ন আদালতের কেস গড়াল এবার উচ্চ আদালত। ২০১৯-এ মহম্মদ শামির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা কাণ্ডে ৩৯৮ সহ একাধিক মামলা দায়ের করা হয়েছিল। তবে শামি সেই মামলার শুনানিতে হাজির ছিলেন না প্ৰথম থেকেই। সোমবার আদালতের তরফে শামির অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলার হয়। কোর্টের পর্যবেক্ষণ, আইন সকলের জন্যই সমান!

জামিন না নিয়েই বারবার এই মামলার শুনানিতে গড়হাজির থাকছিলেন। এরপরে ২০১৯-এ শামির বিপক্ষে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। এরপরে সেশন জাজের কোর্টে আবেদন করেন শামির আইনজীবী। তারপরেই নিম্ন আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়, শামিকে হাজিরা দিতে হবে না আদালতে।

আরও পড়ুন: মাসে ১.৩০ লক্ষ টাকায় কীভাবে সংসার চলবে! শামির বিরুদ্ধে জিতেও ফের মামলার পথে হাসিন

সেই রায়ের বিরুদ্ধেই পাল্টা আবেদন করা হয় হাসিন জাহানের তরফে। শেষমেশ বিচারপতি জয় সেনগুপ্ত হাসিনদের আর্জিতে সাড়া দিয়ে সরকারি কৌঁসুলিকে নির্দেশ দেন নিম্ন আদালতের সমস্ত নথি হাইকোর্টে ট্রান্সফার করার জন্য।

যা তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে করতে পারেননি। তারপরেই এদিন হাইকোর্টে নতুন সরকারি কৌঁসুলি নিয়োগ করে জানিয়ে দেয় আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত রেকর্ডিং হাজির করতে হবে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে এমনটাই জানিয়েছেন, হাসিন জাহানের আইনজীবী আশিস কুমার চৌধুরি।

সেই সঙ্গে মৌখিকভাবে আদালতের তরফে বিচারপতি শুনানির সময় মহম্মদ শামির গড়হাজির থাকার বিষয়টি জানতে চাওয়া হয়। এই মামলায় পরবর্তী শুনানি ২২ ফেব্রুয়ারি। সেদিনই সম্ভবত ঠিক হয়ে যাবে গ্রেফতারি মামলায় শামিকে পরবর্তী শুনানিতে হাজির থাকতে হবে কিনা।

অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ। ঠাসা ক্রীড়া সূচি ভারতের। পরপর সিরিজ খেলতে হবে মহম্মদ শামিকে। ফেব্রুয়ারিতেই অস্ট্রেলিয়ায় বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে নামছে টিম ইন্ডিয়া। তার আগে আদালতের এই রায় নিঃসন্দেহে চাপে ফেলবে জাতীয় দলের তারকা পেসারকে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Mohammed shami arrest warrant stay order hasin jahan high court

Next Story
চাইনিজ নয়, ডাল-ভাতেই বিশ্বজয়ের সেলিব্রেশন তিতাসের, চুঁচুড়ায় উৎসবের মেজাজ
Exit mobile version