Advertisment

Mohammed Shami suicide: ১৯তলা থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার প্ল্যান ছিল! শামিকে নিয়ে ভয়ানক সত্যি ফাঁস টিম ইন্ডিয়া তারকার

Umesh Yadav on Mohammed Shami suicide attempt: বাড়ি ছেড়ে সেই সময় মহম্মদ শামি ঠাঁই গেড়েছিলেন উমেশ যাদবের বাড়ি। শামির সেই দুঃসময় চাক্ষুস করেছেন উমেশ। সেই বিষয়েই এবার খোলসা করলেন শুভঙ্কর মিশ্রের পডকাস্টে। কতটা অসহায় হয়ে পড়েছিলেন মহম্মদ শামি? জানালেন উমেশ।

author-image
IE Bangla Sports Desk
New Update
Mohammed Shami, Team India

Mohammed Shami: জীবনে সাফল্য-ব্যর্থতা দুইই দেখেছেন মহম্মদ শামি (টুইটার)

Mohammed Shami suicide attempt from 19th floor: সাফল্যের চরম শৃঙ্গে চড়েছেন। আবার জীবনের কালো অন্ধকারও প্রত্যক্ষ করেছেন। মহম্মদ শামির জীবন এরকমই চরম বৈপরীত্বের সাক্ষী থেকেছে। জাতীয় দলের হয়ে খেলতে নেমে একের পর এক ধুন্ধুমার করা পারফরম্যান্স মেলে ধরেছেন। আবার সাফল্যের আলোয় থাকার সময়েই ব্যক্তিগত জীবনে ঝড় ঝাপটার সঙ্গী হয়েছেন। সহধর্মিনী হাসিন জাহানের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের মামলা, পরকীয়ার অভিযোগ তো বটেই এমনকি বিচ্ছিনা স্ত্রীর তরফে ভেসে এসেছে ম্যাচ গড়াপেটার মত অভিযোগ-ও।

Advertisment

হাসিনের সঙ্গে সেই টালমাটাল পরিস্থিতির সময়ে গার্হস্থ্য হিংসার অভিযোগে বিদ্ধ হয়েছিলেন তারকা পেসার। সেই সময়েই বোমা ফাটিয়ে হাসিন জাহান ম্যাচ গড়াপেটার অভিযোগও আনেন স্বামী শামির বিরুদ্ধে। সেই কালো সময়ে সমস্ত কিছু ছেড়েছুড়ে শামি গৃহ-ত্যাগী হয়েছিলেন। বিতর্কের অভিযোগ উঠতেই বোর্ডের তরফে কন্ট্র্যাক্ট সাময়িকভাবে ছিন্ন করাও হয়েছিল।

বাড়ি ছেড়ে সেই সময় মহম্মদ শামি ঠাঁই গেড়েছিলেন উমেশ যাদবের বাড়ি। শামির সেই দুঃসময় চাক্ষুস করেছেন উমেশ। সেই বিষয়েই এবার খোলসা করলেন শুভঙ্কর মিশ্রের পডকাস্টে। কতটা অসহায় হয়ে পড়েছিলেন মহম্মদ শামি?

উমেশ যাদব জানিয়েছেন, "সেই সময় শামিকে প্রায় সবকিছুর সঙ্গেই জুঝতে হচ্ছিল। ও আমার সঙ্গেই থাকছিল। তবে সেই সময় যখন পাকিস্তানের সঙ্গে ম্যাচ গড়াপেটার অভিযোগ-ও উঠে আসে, এবং তার পরবর্তীতে তদন্ত চালু হয়, সেই সময় ও একদম ভেঙে পড়ে। ও বলতে থাকে, সমস্ত অভিযোগ ও মেনে নিতে পারে। তবে দেশকে প্রতারণার অভিযোগ সইতে পারবে না।"

"পরে খবরেও বেরোয় ও মারাত্মক কিছু একটা করতে উদ্যোগী হয়েছিল। ভোর ৪টের ঘটনা ছিল। সেই সময় জল পান করতে উঠেছিলাম। সেই সময় ওঁকে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখি। আমরা ১৯ তলায় থাকছিলাম সেই সময়। আমি বুঝে যাই কী হয়েছে। সেই রাত ছিল শামির কেরিয়ারের দীর্ঘতম। পরে একদিন যখন আমরা গল্প করছিলাম, সেই সময় ওঁর ফোনে একটা মেসেজ আসে, যেখানে বলা হয় ম্যাচ ফিক্সিং থেকে ও অব্যাহতি পেয়েছে। সেই সময় ওঁকে বিশ্বকাপ জয়ের থেকেও বেশি খুশি দেখাচ্ছিল।"

সেই কালো অধ্যায় সরিয়ে মহম্মদ শামি আপাতত সোনার সময় উপহার দিয়েছেন জাতীয় দলকে। ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ী ভারতীয় স্কোয়াডের অংশ ছিলেন। দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জিততে সাহায্য করেছেন। তিনটে ওয়ানডে বিশ্বকাপে খেলে তিনিই আপাতত ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী। টানা তিনটে ওয়ানডে ম্যাচে ইনিংসে চার উইকেট নেওয়ার বিরল কীর্তি গড়েছেন। আবার একদিনের ম্যাচে দ্রুততম ১০০ উইকেট দখল করার নজিরও গড়েছেন তিনি।

Mohammed Shami Hasin Jahan Indian Cricket Team Suicide
Advertisment