সদ্যই টি২০ সিরিজ শেষ হয়েছে। তারপরেই বড় ধাক্কা খেল টিম ইন্ডিয়া। মহম্মদ শামি ছিটকে গেলেন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে। সেই সঙ্গে পুরো দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেই নিজেকে সরিয়ে নিলেন দীপক চাহার।
মহম্মদ শামিকে টেস্ট স্কোয়াডে রাখা হয়েছিল। সেই সঙ্গে বোর্ডের বিবৃতিতে বলা হয়েছিল, ফিট হয়ে উঠলে তবেই দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলবেন তিনি। তবে বোর্ডের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে স্পষ্ট হয়ে যায়, নির্ধারিত সময়ের আগেই ফিট হয়ে উঠতে পারবেন না তিনি। এরপরেই তাঁকে সরিয়ে দেওয়া হল। ৩৩ বছরের তারকার কোনও পরিবর্ত এখনও ঘোষণা করেনি বোর্ড।
দক্ষিণ আফ্রিকা সফরে টি২০ এবং ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছিল দীপক চাহারকে। তবে বাবার অসুস্থতার জন্য টি২০ সিরিজে খেলতে পারেননি তিনি। বোর্ডকে জানিয়েছিলেন, পারিবারিক আপদকালীন পরিস্থিতির জন্য টি২০ সিরিজে খেলতে পারবেন না। ভারতেই ছিলেন তিনি। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে পঞ্চম ওয়ানডে না খেলেই বাড়ি ফিরেছিলেন। বাবার অসুস্থতার খবর পেয়ে সরাসরি দল ছেড়েছিলেন তিনি। এদিকে, রবিবারে শুরু হয়ে যাচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডেতে বাংলার পেসার আকাশদীপকে চাহারের পরিবর্ত ঘোষণা করা হয়েছে।
এদিকে, বোর্ডের তরফে জানানো হয়েছে, প্ৰথম ওয়ানডেতেই একমাত্র অংশ নেবেন শ্রেয়স আইয়ার। দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডেতে তিনি ওয়ানডে স্কোয়াডে থাকবেন না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য তাঁকে সরিয়ে নেওয়া হচ্ছে।
ভারতের সংশোধিত ওয়ানডে স্কোয়াড:
রুতুরাজ গায়কোয়াড, সাই সুদর্শন, তিলক ভার্মা, রজত পতিদার, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সঞ্জু স্যামসন, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, অর্শদীপ সিং, আকাশ দীপ