Advertisment

দ্বিতীয়বারের জন্য় বছরের সবচেয়ে বেশি ওয়ানডে উইকেটের মালিক মহম্মদ শামি

চলতি বছরটা বাইশ গজে দুরন্ত কেটেছে মহম্মদ শামির। টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার ২০১৯ সাল শেষ করেছেন সর্বাধিক ওয়ানডে উইকেট শিকারি হিসাবে।কেরিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার এই নজির শামির।

author-image
IE Bangla Web Desk
New Update
Mohammed Shami ends up as highest ODI wicket taker in a calendar year

দ্বিতীয়বারের জন্য় বছরের সবচেয়ে বেশি ওয়ানডে উইকেটের মালিক মহম্মদ শামি (ছবি-টুইটার, বিসিসিআই)

চলতি বছরটা বাইশ গজে দুরন্ত কেটেছে মহম্মদ শামির। টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার ২০১৯ সাল শেষ করেছেন সর্বাধিক ওয়ানডে উইকেট শিকারি হিসাবে। কটকে ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ও ফাইনাল ওয়ানডে ম্য়াচে শামি শে হোপকে আউট করার সঙ্গেই এই নজির গড়লেন তিনি।ভারত-উইন্ডিজ তিন ম্য়াচের সিরিজে শামি পাঁচটি উইকেট পেয়েছেন।

Advertisment

পঞ্চাশ ওভারের সংস্করণে এবছর মোট ২১টি ম্য়াচ খেলে ৪২টি উইকেট পেলেন বিরাট কোহলির দলের অন্য়তম সেরা যোদ্ধা। শামি চলতি বছর ওয়ানডে ক্রিকেটে একবার চার উইকেট ও একবার পাঁচ উইকেট পেয়েছেন। এখানেই শেষ নয়। লন্ডনে অনুষ্ঠিত বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে তিনি হ্য়াটট্রিক করেছিলেন। চেতন শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্টে পরপর তিন বলে তিন উইকেট নেওয়ার রেকর্ড করেন উত্তরপ্রদেশের পেসার।

আরও পড়ুন-মধুরেণ সমাপয়েৎ, দেশবাসীকে বড়দিনের উপহার বিরাটদের

২০১৯-এ সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ট্রেন্ট বোল্ট। নিউজিল্য়ান্ডের বাঁ-হাতি পেসার ২০টি ওয়ানডে খেলে পেয়েছেন ৩৮টি উইকেট। তিনে তাঁরই সতীর্থ লকি ফার্গুসন। ১৭ ম্য়াচে তাঁর ঝুলিতে এসেছে ৩৫টি উইকেট। পাঁচ, ছয় ও নয় নম্বরে রয়েছে যথাক্রমে ভারতের ভুবনেশ্বর কুমার (৩৩), কুলদীপ যাদব (৩২) ও যুজবেন্দ্র চাহাল (২৯)।

শামি তাঁর কেরিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার ওয়ানডে ফর্ম্য়াটে এক ক্য়ালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি উইকেটের মালিক হলেন। ২০১৪ সাল তিনি নিয়েছিলেন ৩৮টি উইকেট। শামি ছাড়াও দেশের আরও তিন বোলার রয়েছেন যাঁরা এক বছরে সবচেয়ে বেশি ওয়ানডে উইকেট পেয়েছিলেন। ১৯৮৬ সালে কপিল দেব নিয়েছিলেন ৩২টি উইকেট। ১৯৯৮-তে অজিত আগরকার পান ৫৮টি উইকেট। এরপর ২০০৪-এ ইরফান পাঠানের দখলে আসে ৪৭ টি উইকেট।

India West Indies
Advertisment