সুখবরের পরেই চরম দুঃসংবাদ শামির! বিশ্বকাপের আগে আসতেই হবে কলকাতায়

বিশ্বকাপের ঠিক আগেই বেনজির সংকটে টিম ইন্ডিয়ার পেসার

বিশ্বকাপের ঠিক আগেই বেনজির সংকটে টিম ইন্ডিয়ার পেসার

author-image
Subhasish Hazra
New Update
NULL

মাত্র ৪৮ ঘন্টা আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছে ভারত। যে দলে বুমরা, সিরাজের সঙ্গেই রাখা হয়েছে মহম্মদ শামিকে। কোনও অঘটন না ঘটলে অক্টোবর-নভেম্বরের বিশ্বকাপেও শামি ভারতের পেস বিভাগের নির্ভরযোগ্য অস্ত্র হাতে চলেছেন।

Advertisment

এমন সুখবরের পরেই যে দুঃসংবাদ ওঁৎ পেতে বসেছিল তারকা ভারতীয়-র জন্য, সেটা কে ভাবতে পেরেছিল! হাসিন জাহান এবার সরাসরি বাউন্সার দিলেন বিচ্ছিন্ন স্বামীকে। শামির বিপক্ষে করা হাসিন জাহানের মামলায় এবার অলিপুর ম্যাজিস্ট্রেট কোর্ট রায় দিল, গ্রেফতারি এড়ানোর জন্য ৩০ দিনের মধ্যে জামিন নিতে হবে তারকা পেসারকে।

শামির বিপক্ষে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তবে তারকা পেসারের বারবার অনুপস্থিতি নিয়ে এর আগে প্রশ্নও উঠেছিল। তবে বুধবার গার্হস্থ্য হিংসা সংক্রান্ত মামলায় হাসিনকে স্বস্তি দিয়ে আদালত জানিয়ে দেয়, আগামী ৩০ দিনের মধ্যে শামিকে আদালত থেকে জামিন নিতেই হবে।

Advertisment
Mohammed Shami Hasin Jahan Cricket News