Advertisment

শেষ ৬ ইনিংসে কত রান করেছেন মহম্মদ শামি? জানলে চমকে যাবেন

বিরাট কোহলি চান তিনি, উইকেটের মধ্য়েই থাকুক। কিন্তু ভারতীয় দলের স্টার পেসার মহম্মদ শামির শেষ ছয় ইনিংসের ব্য়াটিং পরিসংখ্য়ান দেখলে চমকে যেতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
How many runs did Mohammed Shami score in his last 6 innings? Be prepared to be shocked

শেষ ৬ ইনিংসে কত রান করেছেন মহম্মদ শামি? জানলে চমকে যাবেন (ছবি-টুইটার/বিসিসিআই)

ভারতীয় টিম ম্য়ানেজমেন্টে তাঁর ব্য়াট থেকে হয়তো সেভাবে রানের প্রত্যাশা রাখে না। বিরাট কোহলির টিম চায় তিনি, উইকেটের মধ্য়েই থাকুক। কিন্তু ভারতীয় দলের স্টার পেসার মহম্মদ শামির শেষ ছয় ইনিংসের ব্য়াটিং পরিসংখ্য়ান দেখলে চমকে যেতে হবে। একটি রানও করতে পারেননি তিনি শেষ হাফ ডজন ইনিংসে।

Advertisment

 

প্রতিবারই খালি হাতেই ফিরতে হয়েছে শামিকে। এমনকী চলতি জামাইকা টেস্টের দ্বিতীয় দিনে রাখিম কর্নওয়ালের বলে ডাক হয়েছেন শামি। ২৮ বছরের ক্রিকেটার টেস্টে এখনও পর্যন্ত ৪৩৩ রান করেছেন। একটি হাফ-সেঞ্চুরিও রয়েছে তাঁর। কিন্তু শামি তাঁর খেলা শেষ আট বলে চারবারই আউট হয়েছে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশের ছোট্ট গ্রামটা আজও শামির গন্ধ মেখে রয়েছে

 শামির শেষ ছয় ইনিংসের রান দেখে নিন:

০(২) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (কিংস্টোন)

০ (১) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে (নর্থ সাউন্ড)

০*(৩) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (মেলবোর্ন)

০*(০) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (পার্থ)

০*(১) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (পার্থ)

০*(১) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (মেলবোর্ন)

তবে শামির রান না করা নিয়ে কিন্তু রবি শাস্ত্রীকে ভাবতেই হবে। কারণ ইশান্ত শর্মা যেখানে হাফ-সেঞ্চুরি করে দলকে ভাল জায়গায় নিয়ে গেলেন সেখানে, শামি বারবার ব্য়র্থ হচ্ছেন। ভারতের লোয়ার অর্ডারে রয়েছেন তিনিও। তাঁর থেকেও অবদান প্রত্য়াশিত। প্রয়োজনে শামিকেও খেলতে হবে।

-->

সদ্য়সমাপ্ত বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন শামি। আফগানিস্তানের বিরুদ্ধে হ্য়াটট্রিক করেছিলেন তিনি। তাঁর এই পারফরম্য়ান্সে ভর করেই আফগানদের হারিয়ে ভারত সেমিফাইনালে উঠেছিল। চেতন শর্মার (১৯৮৭) পর দ্বিতীয় ভারতীয় হিসাবে শামি বিশ্বকাপে হ্য়াটট্রিকের নজির গড়েছিলেন।

India
Advertisment