Mohammed Shami in IND vs ENG 1st t20I: শামিকে ইডেনে বাদ দিল টিম ইন্ডিয়া! নিশ্চিত প্রত্যাবর্তনের গল্পে বড়সড় টুইস্ট কলকাতায়

India vs England 1st t20I: প্ৰথম টি২০-তে মহম্মদ শামিকে বাদ দিয়েই প্ৰথম একাদশ সাজাল টিম ইন্ডিয়া। ইডেনে দুই পেসার, তিন স্পিনার নিয়ে দল সাজিয়েছে ভারত।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Mohammed Shami: মহম্মদ শামি

Mohammed Shami: মহম্মদ শামি। Photograph: (ফাইল ছবি)

Mohammed Shami in IND vs ENG 1st t20I: প্রত্যাবর্তন হয়েও হল না। ইডেন দেখতে পেল না মহম্মদ শামির কামব্যাক। ইংল্যান্ডের বিরুদ্ধে প্ৰথম টি২০-র একাদশ ঘোষণার পর দেখা যায় ভারতের জার্সিতে নেই শামি। ওয়ার্ল্ড কাপ ফাইনালে শেষবার আন্তর্জাতিক ক্রিকেটে দেখা গিয়েছিল শামিকে।

Advertisment

তারপর দীর্ঘ মাসের পর মাস বাইরে বসে থেকেছেন। একাধিকবার তাঁর প্রত্যাবর্তন বাধাপ্রাপ্ত হয়েছে। গোড়ালিতে চোটের কারণে মাঠের বাইরে কাটাতে হয়েছিল। হয়েছে অস্ত্রোপচারও। প্রতিদ্বন্দিতামূলক ক্রিকেটে শামি অবশ্য গত কয়েক মাস ধরেই খেলছেন।

বাংলার জার্সিতে রঞ্জি ট্রফি তো বটেই বিজয় হাজারে এবং সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও দেখা গিয়েছে তাঁদের। বর্ডার গাভাসকার ট্রফিতে শামির প্রাথমিকভাবে খেলার সম্ভাবনা থাকলেও হাঁটু পুনরায় ফুলে ওঠায় মাঠে ফেরা হয়নি। ইন্ডিয়ান এক্সপ্রেসের তরফে জানানো হয়েছিল, কয়েকদিন আগেই জাতীয় নির্বাচকরা মুম্বইয়ে বৈঠকের সময় শামির ফিটনেস সংক্রান্ত তথ্য পান।

তারপরেই স্বল্প ফরম্যাটের ক্রিকেটে শামিকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন। তার আগে ইডেন গার্ডেন্সে আয়োজিত অনুর্দ্ধ-১৫ মহিলা ক্রিকেটারদের সম্মাননা অনুষ্ঠানে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আয়োজনে শামিকে তাঁর প্রত্যাবর্তনের বিষয়ে জিজ্ঞাসা করা হয়। শামির জবাব ছিল, "দেশের জন্য খেলার যে খিদে রয়েছে, সেটা কখনো শেষ হওয়া উচিত নয়।"

Advertisment

ভারত একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং, নীতীশকুমার রেড্ডি, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী

ইংল্যান্ড একাদশ: বেন ডাকেট, ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, জেমি ওভারটন, গাস অ্যাটকিনসন, জোফরা আর্চার, আদিল রশিদ, মার্ক উড

England Eden Gardens T20 Indian Cricket Team Indian Team Team-India Team India