Mohammed Shami on his injury: চোটের মধ্যেও তাঁকে ভারতের হয়ে খেলার খিদে তাড়িয়ে নিয়ে বেড়িয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে দলে ফিরে এমনটা দাবি করলেন ভারতীয় দলের পেসার মহম্মদ শামি। চোট কাটিয়ে দীর্ঘদিন পর শামি টিম ইন্ডিয়ায় ফিরেছেন। শেষবার দেশের হয়ে গত ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন। ফের বুধবার, ২২ জানুয়ারি খেলবেন। মধ্যের সময়টা বারবার জাতীয় দলে ফেরার চেষ্টা করেছেন বাংলার এই পেসার। কিন্তু, দেখা গিয়েছে যে তাঁর চোট পুরোপুরি সারেনি। ফলে, শামির আর জাতীয় দলে ফেরাও হয়নি। এই প্রসঙ্গে শামি বলেন, 'ভারতের হয়ে খেলার খিদে দীর্ঘ চোটের মধ্যেও আমাকে তাড়িয়ে নিয়ে বেড়িয়েছে।'
২০২৩ সালের বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমেদাবাদে খেলেছিল টিম ইন্ডিয়া। এরপর গোড়ালির চোটের জন্য শামিকে মাঠের বাইরে চলে যেতে হয়। তাঁর অস্ত্রোপচার হয়। ইডেন গার্ডেনে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অনূর্ধ্ব-১৫ মহিলা ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠানে শামি বলেন, 'দেশের জন্য খেলার খিদে কখনও কমানো উচিত না। কেউ যদি দেশকে ভালোবাসে, তবে সে লড়াই চালিয়ে যাবে। কতবার চোট পেল, সেটা বড় কথা না। আমি দেশের হয়ে যতবারই খেলি, মনে হয় যথেষ্ট খেলিনি। কারণ, একবার খেলা ছেড়ে দিলে পরে আর খেলার সুযোগই পাব না।'
৩৪ বছর বয়সি এই খেলোয়াড় রঞ্জি ট্রফিতে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন। বাংলার হয়ে টি২০ ফরম্যাটের সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং ৫০ ওভারের বিজয় হাজারে ট্রফিতেও খেলেছেন। বুধবার ইডেন গার্ডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০-তে খেলতে নামছেন শামি। নিজের চোট সম্পর্কে বলতে গিয়ে টিম ইন্ডিয়ার পেসার বলেন, 'যাঁরা রাজ্য বা দেশের প্রতিনিধিত্ব করে, তাঁরা চোটের জন্য কখনও খেলা ছেড়ে যাওয়ার কথা ভাবে না। যখনই আমরা আহত হই, আমাদের মনে একটাই চিন্তা হয়- কবে ফিরতে পারব।' শামির কথায়, 'যদি কেউ পরিশ্রমী হয়, তাঁর মধ্যে প্রতিভা থাকে, তাহলে আঘাত তাঁকে কিছুদিন দূরে রাখতে পারে। কিন্তু, সে কোনও না কোনও সময় ঠিক মাঠে ফিরে আসবে।'
আরও পড়ুন- বোর্ডের কড়কানিতে হল কাজ, বড় সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি
শামি নিজেও সদ্যসমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে টিম ইন্ডিয়ায় ফেরার চেষ্টা করেছেন। কিন্তু, ভারতীয় দলের মেডিক্যাল টিম তাঁকে অনুমতি দেয়নি। কারণ, শামির চোট পুরোপুরি সারেনি বলেই রিপোর্ট দিয়েছিলেন চিকিৎসকরা। এরপর শামি জাতীয় ক্রিকেট একাডেমির চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। তাঁদের ছাড়পত্র পাওয়ার পরই ফিরেছেন জাতীয় দলে।